বাংলায় দর্শকদের কাছে বৃহস্পতিবার দিনটা কিছুটা হলেও চিন্তার বিষয়। কারণ এদিনে পছন্দের সিরিয়ালের (Bengali Serial) রিপোর্ট কার্ড বা টিআরপি তালিকা (TRP List) প্রকাশ্যে আসে। যা দেখেই বোঝা যায় সিরিয়ালের ভবিষ্যৎ। TRP কমলেই স্লট বদল কিংবা বন্ধ হয়ে যায় সিরিয়াল, এটা সকলেরই জানা। তবে সম্প্রতিকালে দর্শকদের প্রিয় সিরিয়াল মিঠাই (Mithai) এর বড়সড় আপডেট মিলেছে। তারই মধ্যে প্রকাশিত হয়েছে এসপ্তাহের নতুন টিআরপি পয়েন্টের তালিকা।
দেড় বছর ধরে বাংলার সেরা ও দর্শকদের প্রথম পছন্দ থাকলেও ধীরে ধীরে কমছে মিঠাই-সিদ্ধার্থের জনপ্রিয়তা। যেটা বিগত কয়েক সপ্তাহের টিআরপি তালিকা দেখলেই স্পষ্ট বোঝা যায়। এর জেরে ইতিমধ্যেই প্রাইম স্লট খোয়াতে চলেছে মিঠাই। তবে অন্যদিকে গৌরী এলো (Gouri Elo), ধুলোকনা (Dhulokona), গাঁটছড়া (Gatchhora) এর মত সিরিয়ালেরা কিন্তু দিব্যি প্রথম পাঁচের লড়াইয়ে বজায় রয়েছে। এসপ্তাহ নিয়ে মোট তিন বার ব্যাক টু ব্যাক টপার হল গৌরী এল।
সম্প্রতি প্রকাশিত টিআরপি তালিকায় ৭.৮ পয়েন্ট পেয়ে প্রথম স্থান পেয়েছে গৌরী এলো। এরপরে একটুর জন্য পিছিয়ে গেছে ধূলোকনা, ৭.৬ পয়েন্ট পেয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। আর তৃতীয় স্থান দখল করেছে গাঁটছড়া, প্রাপ্ত পয়েন্ট ৭.৩। তাহলে মিঠাই কত পেল এবারের তালিকায়? বিগত সপ্তাহের মতই এবারেও নাম্বার অনেকটাই কম। ৬.৬ পয়েন্ট পেয়ে অষ্টম স্থানে মিঠাই। চলুন এবার দেখে নেওয়া যাক সম্পূর্ণ টিআরপি তালিকা।
টিআরপি এর নিরিখে সপ্তাহের সেরা দশ সিরিয়ালের তালিকা (Top 10 Serial TRP List)
গৌরী এলো – ৭.৮ (প্রথম)
ধূলোকনা – ৭.৬ (দ্বিতীয়)
গাঁটছড়া – ৭.৩ (তৃতীয়)
জগদ্ধাত্রী – ৭.২
অনুরাগের ছোঁয়া – ৭.০
আলতা ফড়িং – ৬.৯
মাধবীলতা – ৬.৭
মিঠাই – ৬.৬
লক্ষী কাকিমা সুপারস্টার – ৬.৩
সাহেবের চিঠি – ৬.১
অর্থাৎ বোঝাই যাচ্ছে মিঠাই সিরিয়ালের জনপ্রিয়তা অনেকটাই কমে গিয়েছে। সেই কারণেই নতুন ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ এর জন্য জায়গা ছেড়ে দিতে হচ্ছে মিঠাইকে। আগামী ১৪ই নভেম্বর থেকে প্রাইম স্লটে অর্থাৎ রাত ৮টা থেকে দেখা যাবে নতুন সিরিয়াল। বদলে মিঠাই সম্প্রসারিত হবে সন্ধ্যে ৬টা থেকে।
তবে শুধু মিঠাই নয় আরও এক সিরিয়ালের জন্য খারাপ খবর রয়েছে। শীঘ্রই বন্ধ হতে পারে পিলু সিরিয়ালটিও। এসপ্তাহের লিস্টে মাত্র ৪.৮ পয়েন্ট পেয়েছে পিলু। এদিকে নতুন হলেও মাধবীলতা, জগদ্ধাত্রী সিরিয়াল বেশ ভালো পারফর্ম করেছে এবারের টিআরপি তালিকা। অন্যদিকে নন ফিকশন শোয়ের মধ্যে দিদি নং ১ ৫ ও সারেগামাপা ৫.১ পয়েন্ট পেয়েছে। আর ডান্স ডান্স জুনিয়ার ৪.৭ পয়েন্ট পেয়েছে। তবে আগামী ২২ ও ২৩ শে অক্টবর দিওয়ালি স্পেশাল পর্ব দেখানো হবে।