জি বাংলা (Zee Bangla) হোক বা ষ্টার জলসা (Star Jalsha) কার সিরিয়াল হিট সেটা বোঝা যায় সাপ্তাহিক টার্গেট রেটিং পয়েন্ট তালিকা (Target Rating Point) দেখলেই। বিগত ৩ মাসেরও বেশি সময় ধরে এই লিস্টে রাজত্ব করছিল অনুরাগের ছোঁয়া (Anurager Chowa)। যদিও একঘেয়ে গল্পের ট্র্যাকে অভিযোগ ছিল অনেকেরই তবে প্রতিবারেই সেরা হচ্ছিলো সূর্য-দীপার কাহিনী। কিন্তু এবার সেসব অতীত হয়ে গেল। হ্যাঁ ঠিকই ধরেছেন আর বেঙ্গল টপার রইল না অনুরাগের ছোঁয়া।
সম্প্রতি এসপ্তাহের TRP List প্রকাশ্যে এসেছে। যা দেখে রীতিমত চমকে উঠেছেন দর্শকদের অনেকেই। কারণ অনুরাগের ছোঁয়াকে টপকে ৮.০ পয়েন্ট নিয়ে বেঙ্গল টপার হয়েছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। বিগত কয়েক সপ্তাহ ধরেই জব্বর টেক্কা দিচ্ছিল জ্যাস, এবার সুযোগ পেতেই কেড়ে নিল সিংহাসন। ৭.৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অনুরাগের ছোঁয়া।

অবশ্য চমকের এখানেই শেষ নয়, নাইটি কান্ডের জেরে তৃতীয় স্থানে উঠে এসেছে নিম ফুলের মধু। এসপ্তাহে সৃজন-পর্ণার কাহিনী ৭.৮ পয়েন্ট পেয়েছে। অন্যদিকে বিধাব হলেও ঈশানের সন্তানের মা হতে চলেছে গৌরী। এমন টানটান পর্ব দেখিয়ে চতুর্থ স্থানে রয়েছে গৌরী এলো (৭.৫)। এরপর ৬.৪ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থানে রয়েছে পঞ্চমী। চলুন এবার বাকিদের প্রাপ্ত পয়েন্ট দেখে নেওয়া যাক।
টিআরপি পয়েন্টে সপ্তাহের সেরা দশ সিরিয়ালের তালিকা (Top 10 Serial TRP List) :
জগদ্ধাত্রী – ৮.০ (প্রথম)
অনুরাগের ছোঁয়া –৭.৯ (দ্বিতীয়)
নিম ফুলের মধু – ৭.৮ (তৃতীয়)
গৌরী এলো – ৭.৫
পঞ্চমী – ৬.৪
রাঙা বউ – ৬.২
বাংলা মিডিয়াম – ৫.৯
মেয়েবেলা, হরগৌরী পাইস হোটেল – ৫.৬
এক্কা দোক্কা – ৫.৪
সোহাগ জল – ৫.১
তালিকা দেখলেই বোঝা যাচ্ছে প্রত্যেকেরই নম্বর অনেকটাই কমেছে। মূলত IPL সিজেন চলার জেরেই টিভি সিরিয়ালের জনপ্রিয়তা বেশ কিছুটা কমে গিয়েছে। এছাড়াও গত সপ্তাহেই শেষ হয়েছে বালিঝর, যেটা ২.৫ পয়েন্ট পেয়েছে। আর মিঠাই ও গাঁটছড়া বর্তমানে জমজমাট পর্ব হলেও অনেকটাই পিছিয়ে যথাক্রমে ৪.৫ ও ৪.৯ পয়েন্ট পেয়েছে।
সিরিয়াল ছাড়াও ননফিকশন শোয়ের মধ্যে দিদি নং ১ এসপ্তাহে ৫.৮ পয়েন্ট পেয়েছে। অন্যদিকে ড্যান্স বাংলা ড্যান্স ৫.৭ ও সুপার সিঙ্গার ৪.২ পয়েন্ট পেয়েছে। এছাড়াও ঘরে ঘরে জি বাংলা ১.৬ পয়েন্ট তুলতে সক্ষম হয়েছে।














