জনপ্রিয় বাঙালি অভিনেত্রী (Bengali Actress) রুপা গাঙ্গুলীর (Roopa Ganguly) নাম শুনলেই আজও সকলের চোখের সামনে ভেসে ওঠে বিআর চোপড়ার ‘মহাভারতের’(Mahabharat) দ্রৌপদীর (Droupadi) ছবি। আসমুদ্র হিমাচল আজও সকলের চোখে লেগে রয়েছে তাঁর সেই দুর্দান্ত অভিনয়। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে স্টার জলসার নতুন সিরিয়াল (New Serial) ‘মেয়েবেলা’তে (Meyebela)। এই সিরিয়ালে তাঁর চরিত্রের নাম হয়েছে বীথি ওরফে বীথিকা।
সিরিয়ালে তিনি মধ্যবিত্ত বাঙালি পরিবারের খুব সাধারণ একজন গৃহবধূ। সংসারের জাঁতাকলে আর পাঁচজন বাড়ির বৌদের মতো পিষে গিয়েছে তাঁরও একাধিক স্বপ্ন। জীবনের না পাওয়া দিকগুলোই খুব সুন্দরভাবেই ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী। প্রসঙ্গত এই সিরিয়ালের হাত ধরেই দীর্ঘ ৫ বছর পর বাংলা সিরিয়ালে কামব্যাক করেছেন অভিনেত্রী।
তাতে অবশ্য অভিনেত্রীর জনপ্রিয়তায় ছাপ পড়েনি একটুও। রুপা গাঙ্গুলির ব্যক্তিত্ব, থেকে সাহস কিংবা স্পষ্ট কথা মুখের ওপর বলে দেওয়ার ক্ষমতা সবটাই অসংখ্য মানুষের কাছে অনুপ্রেরণা। যদিও স্পষ্টবাদী এই অভিনেত্রীকে নিয়ে নিন্দুকরা আড়ালে অনেক কথাই বলে থাকেন। যদিও নিন্দুকদের কথা কোনোদিনই পাত্তা দেন না অভিনেত্রী। বরাবরই নিজেদের শর্তে বাঁচেন তিনি।