বাংলা সিরিয়ালের মধ্যে যেকটি সিরিয়াল আছে তাদের মধ্যে একেবারে প্রথম সারিতে আসে মিঠাই (mithai), খড়কুটো (khorkuto), রানী রাসমণি (rani rashmoni) ইত্যাদি সিরিয়ালের নাম। প্রতি সপ্তাহে দর্শকদের কাছে কে বেশি জনপ্রিয় হল তার রিপোর্ট কার্ড প্রকাশিত হয়। এই TRP রিপোর্ট হল সিরিয়ালের জনপ্রিয়তার মাপকাঠি। এবার এ সপ্তাহের টিআরপি তালিকা প্রকাশ্যে এল। প্রতিবারের মত এবারেও ছক্কা হাকিয়েছে সকলের প্রিয় মিঠাইরাণী।
বিগত কিছু সপ্তাহ ধরে বাড়ি থেকে শুটিংয়ের জেরে প্রায় সব সিরিয়ালেরই টিআরপি কিছুটা কমেছিল। তবে শুটিং চালু হতেই আবারো ব্যাক টু ট্র্যাক সকলেই। এসপ্তাহে ১০.৩ পয়েন্ট সহ প্রথমস্থানে রয়েছে মিঠাই। এরপ দ্বিতীয় স্থানে ৮.৪ পয়েন্টে রয়েছে অপরাজিতা অপু। আর একেবারে সামান্য পয়েন্টের জন্য তৃতীয়স্থানে রয়েছে খড়কুটো। খড়কুটোর প্রাপ্ত পয়েন্ট ৮.৩। আসুন এবার বাকিদের প্রাপ্ত পয়েন্ট দেখে নেওয়া যাক।
- মহাপীঠ তারাপীঠ- ৭.৪
- কৃষ্ণকলি- ৭.১
- যমুনা ঢাকি- ৬.৯
- শ্রীময়ী- ৬.৯
- গঙ্গারাম- ৬.৭
- রাসমণি- ৬.৫
- বরণ- ৫.৯
- গ্রামের রানি বীণাপাণি- ৫.৬
প্রসঙ্গত, খড়কুটো সিরিয়ালের বেশ কিছুদিন ধরে জটিলতার পর সৌজন্য গুনগুনের সম্পর্ক ঠিক হয়েছিল। কিন্তু আবারো সেই ডিভোর্সের দিকেই এগোচ্ছে গুনগুন। যদিও এটা আদৌ ডিভোর্স নাকি মজা সেটা বোঝা যাচ্ছে না। অন্যদিকে মিঠাই সিরিয়ালে সিদ্ধার্থের সাথে ডিভোর্সের কেস চলছে। যা দেখে রীতিমত হেসে খুন হচ্ছেন দর্শকেরা।