• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নম্বর কমতেই টেক্কা দিলো জগদ্ধাত্রী, কাঁপিয়ে দিচ্ছে মেয়েবেলা! বড়সড় চমক TRP তালিকায়

জি বাংলা (Zee Bangla) হোক বা ষ্টার জলসা (Star Jalsha) দুই চ্যানেলের দর্শকরাই বৃহস্পতিবারের জন্য অপেক্ষায় থাকেন। হ্যাঁ ঠিকই ধরেছেন এই দিনেই যে টার্গেট রেটিং পয়েন্ট (Target Rating Point) এর তালিকা প্রকাশ্যে আসে। আর এটাই যে কোনো ধারাবাহিকের ভবিষ্যৎ নির্ধারণ করে। সম্প্রতি এসপ্তাহের টিআরপি তালিকা (TRP List) প্রকাশ্যে এসেছে।

বিগত কয়েক মাস ধরে একাধিক নতুন সিরিয়াল চালু ও কিছু পুরোনোরা বন্ধ হয়েছে। তবে অনুরাগের ছোঁয়া (Anurager Chowa) ও জগদ্ধাত্রী (Jagaddhatri) জব্বর টেক্কা দিচ্ছে একেঅপরকে। প্রথম আর দ্বিতীয় স্থানের মধ্যেকার পার্থক্য কমেছে অনেকটাই। আর প্রত্যেক সপ্তাহেই রীতিমত চমক পেতে হচ্ছে দর্শকদের। এসপ্তাহেও তার ব্যতিক্রম হল না।

   

Target Rating Point,TRP List,Anurager Chhowa,Jagaddhatri,Meyebela,Neem Phooler Madhu,Star Jalsha,Zee Bangla,টার্গেট রেটিং পয়েন্ট,টিআরপি,ষ্টার জলসা,জি বাংলা,মেয়েবেলা,অনুরাগের ছোঁয়া,জগদ্ধাত্রী

গতসপ্তাহে অনুরাগের ছোঁয়া বেঙ্গল টপার হলেও এসপ্তাহে সেটা একটু পাল্টেছে। সূর্য-দীপার মিলন না হয়ে একঘেয়ে ট্র্যাককে জব্বর টেক্কা দিয়েছে জগদ্ধাত্রী। দুজনেই ৭.৮ পয়েন্ট পেয়ে যুগ্মভাবে প্রথম হয়েছে। অন্যদিকে গৌরী এলো ধামাকা পর্বের জেরে উঠে এসেছে দ্বিতীয় স্থানে, পেয়েছে ৭.৫ পয়েন্ট।

লিস্টে পিছিয়ে নেই সৃজন-পর্ণারাও, হসপিটালের ধাপ্পাবাজি ধরার পর্বের জেরে ৭.৪ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে নিম ফুলের মধু। এর ঠিক পরেই রয়েছে রাঙা বউ, এক্কা দোক্কা ও বাংলা মিডিয়াম। তবে দীর্ঘ আড়াই বছরেরও বেশি জনপ্রিয়তা থাকার পর শেষ লগ্নে টিআরপি তালিকায় সেরা দশেও নেই মিঠাই সিরিয়াল। চলুন দেখে নেওয়া যাক সেরা দশের তালিকাঃ

টিআরপি পয়েন্টে সপ্তাহের সেরা দশ সিরিয়ালের তালিকা (Top 10 Serial TRP List) :

জগদ্ধাত্রী, অনুরাগের ছোঁয়া – ৭.৮ (প্রথম)
গৌরী এলো –৭.৫ (দ্বিতীয়)
নিম ফুলের মধু – ৭.৪ (তৃতীয়)

রাঙা বউ – ৬.১
বাংলা মিডিয়াম, এক্কা দোক্কা – ৫.৯
পঞ্চমী – ৫.৭
মেয়েবেলা – ৫.২
কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ – ৫.০
হরগৌরী পাইস হোটেল – ৪.৯
খেলনা বাড়ি – ৪.৮

মিঠাইয়ের বিপরীতে প্রতিদ্বন্দ্বী হিসাবে ধরা দিচ্ছে রামপ্রসাদ। মিঠাই যেখানে ৩.১ পয়েন্ট পেয়েছে সেখানে সব্যসাচীর রামপ্রসাদ পেয়েছে ৩.৬। এছাড়া গাঁটছড়া নিয়েও এসপ্তাহে তোলপাড় হয়েছে নেটপাড়া, খড়ি চলে যেতেই অনেকটা কমেছে জনপ্রিয়তা।