সিরিয়ালপ্রেমী বৃহস্পতিবার দিনটি বেশ গুরুত্বপূর্ণ। কারণ এই দিনেই প্রিয় তারকাদের সিরিয়ালের রিপোর্টকার্ড প্রকাশিত হয়। জনপ্রিয়তার নিরিখে কে এগোল আর কে পিছল সেটা এই TRP লিস্ট দেখলেই বোঝা যায়। বিগত কয়েকমাস ধরে বাংলার সেরা সিরিয়ালের শিরোপা নিজের মাথায় রেখেছে মিঠাই। তবে বিগত সপ্তাহে জব্বর টক্কর দিতে এগিয়ে এসেছে সর্বজয়া। এবার প্রকাশিত হল এইসপ্তাহের টিআরপি তালিকা।
প্রতিবারের মত এবারেও বাজিমাত করেছে সকলের প্রিয় মিঠাই সিরিয়াল। বাংলার ঘরে ঘরে যে মিঠাই ম্যাজিক অব্যাহত সেটা আবারো প্রমাণ হয়ে গেল আজ। এসপ্তাহে মিঠাইয়ের প্রাপ্ত পয়েন্ট ১১.৫। অন্যদিকে গত সপ্তাহে জোরদার টক্কর দিলেও এসপ্তাহে বেশ কিছুটা পিছিয়ে পড়েছে দেবশ্রী রায়ের সিরিয়াল সর্বজয়া। বদলে ৮.২ পয়েন্টে দ্বিতীয় স্থান দখল করেছে যমুনা ঢাকি।
বরাবর দ্বিতীয় স্থানে থাকা অপরাজিতা অপু এবারের নিজের স্থান ধরে রাখতে পেরেছে। ৮.২ পয়েন্ট নিয়েই যমুনা ঢাকির সাথে দ্বিতীয় অপরাজিতা অপু। এদিকে সর্বজয়া ৭.৯ পয়েন্টে দখল করেছে তৃতীয় স্থান। এছাড়া আরোও এক নতুন শুরু হওয়া সিরিয়াল ধূলোকণা রয়েছে ষষ্ঠ স্থানে। চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ টিআরপি তালিকা।
মিঠাই – ১১.৫ প্রথম
যমুনা ঢাকি, অপরাজিতা অপু – ৮.২ দ্বিতীয়
সর্বজয়া – ৭.৯ তৃতীয়
কৃষ্ণকলি -৭.৮
খড়কুটো -৭.৫
ধুলোকণা – ৭.২
রানি রাসমণি – ৭.১
কড়ি খেলা – ৬.৬
এই পথ যদি না শেষ হয়, মহাপীঠ তারাপীঠ – ৬.৪
শ্রীময়ী – ৬.৩