জি বাংলা (Zee Bangla) থেকে ষ্টার জলসা (Star Jalsha) দুই চ্যানেলেই একাধিক সিরিয়াল সম্প্রচারিত হয়। কিন্তু সপ্তাহের শেষে সেরা হবে কে এই নিয়ে লড়াই চলতেই থাকে। সাপ্তাহিক টার্গেট রেটিং পয়েন্ট (Target Rating Point) দেখেই যার উত্তর মেলে। বিগত কয়েকমাস একপ্রকার একাধিপত্য চলছিল টিআরপি তালিকায়। প্রতিবারেই সেরা হচ্ছে অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। চলুন দেখে নেওয়া যাক এবারে সেই ছবি বদলালো কি না!
পর্দায় ছোট্ট সোনা-রুপার অভিনয় শুরু থেকেই মন কেড়েছিল। তবে সময়ের সাথে সাথে দুজনের অভিনয় আরও পরিণত হয়েছে। দর্শকদের অভিযোগে সিরিয়ালের একঘেয়ে ট্র্যাক হওয়া সত্ত্বেও এবারেও বেঙ্গল টপার ‘অনুরাগের ছোঁয়া’। এসপ্তাহে ৮.৭ পয়েন্ট পেয়ে প্রথম স্থানে রয়েছে ধারাবাহিকটি।
এরপরেই রয়েছে জ্যাস সান্যালের কাহিনী অর্থাৎ জগদ্ধাত্রী। এসপ্তাহে ৮ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থান পেয়েছে জগদ্ধাত্রী। অন্যদিকে ইন্দ্র মিতুলের কাহিনী ‘খেলনা বাড়ি’ পেয়েছে ৭.৫ আর দখল করেছে তৃতীয় স্থান। তবে খুব বেশি পিছিয়ে নেই পর্ণা। ৭.৩ পয়েন্ট পেয়ে নিম ফুলের মধু ও গৌরী এলো যৌথ ভাবে চতুর্থ স্থান পেয়েছে।
অন্যদিকে গতবারের থেকে নম্বর বাড়িয়ে রাঙা বৌ উঠে এসেছে পঞ্চম স্থানে, প্রাপ্ত নম্বর ৬.৭। এবার নিশ্চই অনেকের মনে প্রশ্ন জাগছে মিঠাই সিরিয়াল কোথায় রয়েছে? কারণ বিগত কিছু পর্বে মিষ্টির মায়ের স্মৃতি ফেরানোর চেষ্টা করে চলেছে সকলে। আশা করা হচ্ছে আগামী কিছুদিনের মধ্যেই আবারও মিঠাইকে ফিরে পেতে চলেছেন দর্শকেরা। চলুন এবার দেখে নেওয়া যাক এসপ্তাহের সেরা দশের টিআরপি তালিকা।
টিআরপি পয়েন্টে সপ্তাহের সেরা দশ সিরিয়ালের তালিকা (Top 10 Serial TRP List) :
অনুরাগের ছোঁয়া – ৮.৭ (প্রথম)
জগদ্ধাত্রী – ৮.০ (দ্বিতীয়)
খেলনা বাড়ি – ৭.৫ (তৃতীয়)
গৌরী এলো, নিম ফুলের মধু – ৭.৩
রাঙা বউ – ৬.৭
পঞ্চমী – ৬.৩
মেয়েবেলা – ৬.১
সোহাগ জল – ৬.০
হরগৌরী পাইস হোটেল – ৫.৯
বাংলা মিডিয়াম, গাঁটছড়া – ৫.৮
সেরা দশ বাংলা সিরিয়ালের তালিকায় নেই মিঠাই। তবে পয়েন্টের নিরিখে দেখতে গেলে স্লট লিডার হয়েছে সকলের প্রিয় মিঠাই। সন্ধ্যে ৬ টার সময় মিঠাই ও বালিঝড় সম্প্রসারিত হয়। মিঠাই ৫.৭ ও বালিঝড় ৩.৫ পয়েন্ট পেয়েছে। সিরিয়াল বাদে রিয়েলিটি শোয়ের মধ্যে ডান্স বাংলা ডান্স কাঁপিয়ে দিয়েছে, প্রাপ্ত পয়েন্ট ৭.১। দিদি নং ১ এর এবারের পয়েন্ট ৬.৭। এছাড়া সুপার সিঙ্গার ৩.৬ ও ঘরে ঘরে জি বাংলা ১.৩ পয়েন্ট পেয়েছে।