বৃহস্পতিবার মানেই দুরু দুরু বুকে সিরিয়ালের টিআরপির জন্য অপেক্ষায় থাকেন দর্শকেরা। পছন্দের সিরিয়াল সেরা হল কি না সেই চিন্তা লেগেই থাকে। তবে সকলের প্রিয় ‘মিঠাই’ সিরিয়াল (Mithai Serial) বেশ কিছুদিন ধরে টিআরপি তালিকায় (TRP List) দ্বিতীয় তৃতীয় হওয়ার পর আবারও নিজের পুরোনো স্থানে অর্থাৎ প্রথম স্থানে পৌঁছে গিয়েছে। আর এবারেও সেই ধারাই বজায় থাকলো এবারের তালিকাতেও প্রথমস্থানে দেখা মিলল মিঠাই সিরিয়ালের। এই নিয়ে মোট ৫০ বার বাঙালির সেরা সিরিয়ালের শিরোপা পেয়ে গেল মিঠাই।
মিঠাইকে টেক্কা দিয়ে টিআরপি (Target Rating Point) তালিকায় প্রথম স্থান দখল করেছিল খড়ি-ঋদ্ধির জুটি ‘গাঁটছড়া’ (Gatchora)। তবে ইদানিং কিছুটা পিছিয়ে পড়েছে সে। আর সুযোগ পেতেই সবাইকে চমকে গাঁটছড়াকে টেক্কা দিতে কোমর কষেছে গৌরী এল। ভাবছেন সেকি কথা? তাহলে বলি এবারের টিআরপি তালিকায় গাঁটছড়ার সমান নম্বর পেয়ে মিঠাইয়ের ঠিক পরে অর্থাৎ দ্বিতীয় স্থানে রয়েছে ‘গৌরী এল’ (Gouri Elo)।
এদিকে তৃতীয় স্থানে রয়েছে লাল-ফুলঝুরির কাহিনী ধূলোকণা। সিরিয়ালে বর্তমানে ফুলঝুরির বিয়ের আয়োজন চলছে, যার জেরে দর্শকদের মধ্যে উত্তেজনাও বেড়ে গিয়েছে। এবারের তালিকায় মাত্র কয়েক পয়েন্টের জন্য প্রথম হওয়ার থেকে পিছিয়ে তৃতীয় হয়েছে ধূলোকণা। এর পরেই চতুর্থ স্থানেই রয়েছে ঋষি-পিহুর জুটি মন ফাগুন। আর আলতা ফড়িং রয়েছে পঞ্চমস্থানে। চলুন এবার দেখে নেওয়া যাক সম্পূর্ণ টিআরপি তালিকা।
টিআরপি এর নিরিখে সপ্তাহের সেরা দশ সিরিয়ালের তালিকা (Top 10 Serial TRP List)
মিঠাই – ৭.৮ (প্রথম)
গাঁটছড়া, গৌরী এল – ৭.৩ (দ্বিতীয়)
ধূলোকণা – ৭.২ (তৃতীয়)
মন ফাগুন – ৭.০
আলতা ফড়িং – ৬.৮
লক্ষী কাকিমা সুপারস্টার – ৬.২
উমা – ৬.০
এই পথ যদি না শেষ হয় – ৫.৭
খেলনা বাড়ি, অনুরাগের ছোঁয়া – ৫.৫
লালকুঠি – ৫.৪
সেরা দশ সিরিয়াল বাদে নতুন শুরু হওয়া উড়োন তুবড়ি সিরিয়াল অনেকটাই পিছিয়ে পড়েছে। এসপ্তাহে সিরিয়ালের প্রাপ্ত পয়েন্ট মাত্র ৪.৫। এছাড়াও অসম বয়সের প্রেম কাহিনীর গল্প গোধূলি আলাপ এবারের তালিকায় মাত্র ৩.৩ পয়েন্ট পেয়েছে। এতো গেল সিরিয়ালের পয়েন্টের কথা এবার আসা যাক রিয়্যালিটি শোয়ের ক্ষেত্রে। দিদি নং ১ এর এবারের প্রাপ্ত পয়েন্ট ৪.৯ অন্যদিকে ইস্মার্ট জোড়ি ৩.৩ পয়েন্ট পেয়েছে।