16th August Kolkata West Bengal Weather Update : বৃষ্টির (Rain) দৌলতে কদিন তাপমাত্রা কিছুটা কমলেও আবার সেই এক হাল। ঘুম ভাঙতেই অস্বস্তিকর গরম। তবে কি আবার বৃষিট হলে কমবে তাপমাত্রা? দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather) নিয়ে বড় খবর দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Department)। হওয়ার অফিসের মতে শীঘ্রই আবার রেহাই পাবে পশ্চিমবঙ্গের বাসিন্দারা। কিন্তু কবে কোথায় হবে বৃষ্টি? চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়ার খবর।
আগামী কিছুদিন রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মৌসুমী অক্ষরেখার কারণেই বৃষ্টি হবে, যার একটি অক্ষরেখা হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিম থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আরেকটি হিমালয়ের পাদদেশে বিস্তৃত। এই জেরেই আগামী ৪-৫ দিন বৃষ্টিতে ভাসতে পারে গোটা বঙ্গ। শুধু তাই নয়, কেন্দ্রী আবহাওয়া অফিসের মতে, আরও একটি ঘূর্ণবাত তৈরী হয়েছে দক্ষিণ বাংলাদেশের উপর। যেটা আবহাওয়ার ব্যাপক বদল ঘটাতে পারে।
দক্ষিণবঙ্গের হাওড়া, কলকাতা, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, নদীয়া ও মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও নদীয়াতেও বৃষ্টির সম্ভাবনা আছে।
অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুর দুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টি হয়েছে। এভাবেই আরও দিন তিনেক চলবে বলে জানা যাচ্ছে। ভারী বৃষ্টির কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। সাথে রাস্তায় ধ্বস নামার সতর্কতাও জারি করা হয়েছে।