বাংলা সিরিয়ালের মধ্যে যেকটি সিরিয়াল আছে তাদের মধ্যে একেবারে প্রথম সারিতে আসে মিঠাই (mithai), খড়কুটো (khorkuto), রানী রাসমণি (rani rashmoni) ইত্যাদি সিরিয়ালের নাম। সপ্তাহের শেষে কে হল সেরা এই নিয়েই প্রকাশিত হয় TRP তালিকা। আর বিগত কয়েক মাস ধরে সেরা সিরিয়াল কে হবে এটার উত্তর একটাই। পরিস্থিতি যায় হোক না কেন ব্যাক টু ব্যাক প্রথম স্থানে থাকে সকলের প্রিয় মিঠাই সিরিয়াল।
প্রতিবারের মত এবারেও অন্যথা হল না। TRP তালিকা প্রকাশ পেতেই আবারো একেবারে ফার্স্ট পজিশনেই মিঠাই সিরিয়াল। আসলে মিঠাই সিরিয়ালের প্রতিটা পর্বই যেন একেবারে জমজমাট! একদিকে যেমন মিঠাইয়ের ডিভোর্স ফাইনাল তেমনি দাদু আবার নতুন ফন্দি রেডি করে ফেলেছে। তাই দর্শকদের বিনোদনের সেরা ঠিকানা মিঠাই। অন্যদিকে অবশ্য খড়কুটো সিরিয়ালও বেশ জনপ্রিয়। তবে একসময় টপে থাকলেও বর্তমানে প্রথম পাঁচেই ওঠা নামা করছে খড়কুটো।
সৌজন্যের সাথে ইতিমধ্যেই ডিভোর্স হয়ে গিয়েছে গুনগুনের। ওদিকে গুনগুনের বাবা নাকি দ্বিতীয় বিয়ের আয়োজন করে ফেলেছেন সৌজন্য-গুনগুনের বিয়ের দিনেই। অথচ ডিভোর্স হলেও দুজনের মনে কিন্তু প্রেম ভরপুর। তবে টিআরপি তালিকায় প্রথম স্থান জুটল না এবারেও। এবারের তালিকায় ১০.৯ পয়েন্ট নিয়ে প্রথম স্থান দখল করল মিঠাই সিরিয়াল। আসুন দেখে নেওয়া যাক বাকিরা কে কোথায় রইল।
- অপরাজিতা অপু– ৯.০
- যমুনা ঢাকি– ৭.৮
- খড়কুটো– ৭.৫
- কৃষ্ণকলি– ৭.৩
- রানি রাসমণি– ৭.১
- মঠাপীঠ তাপরাপীঠ– ৭.১
- শ্রীময়ী– ৬.৯
- গঙ্গারাম– ৬.৯
- জীবনসাথী– ৬.৫
- বরণ– ৬.৪
- গ্রামের রানি বাণীপাণি– ৫.৯
টিআরপি তালিকা দেখে বোঝাই যাচ্ছে জনপ্রিয়তার দিক থেকে খড়কুটোর থেকে বেশ খানিকটা এগিয়েই রয়েছে অপরাজিতা অপু ও যমুনা ঢাকি সিরিয়াল। তাছাড়া রানী রাসমণি সিরিয়ালে রানীমার অন্তরধ্যান হয়ে গিয়েছে। যার ফলে সিরিয়ালে আর দেখতে পাওয়া যাচ্ছ যেন দিতিপ্রিয়াকে। অথচ সিরিয়ালের জনপ্রিয়তা কিন্তু একই রয়ে গেছে। TRP তালিকা অন্তত সেই কোথায় বলে।