• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

১৪০ কেজি ওজনের জন্য একটুতেই হত হাঁপানি! আজ সিক্সপ্যাক বানিয়ে বলিউডের হার্টথ্রব অর্জুন কাপুর

অর্জুন কাপুর,মোটা,১৪০ কেজি ওজন,বলিউড,সিক্সপ্যাক,arjun kapoor,malaika arora,140 kg,bollywood

বলিউডে বরাবরই এক বিশেষ ধরনের আভিজাত্যের ছাপ রেখে এসেছে কাপুর বংশ। আর বিটাউনে একটা প্রচলিত মিথ আছে সেই মিথ অনুযায়ী বরাবরই অনান্যদের তুলনায় একটু বেশিই অগ্রাধিকার পেয়ে থাকেন স্টার কিডরা। সেকথা এক প্রকার নিজের মুখেই স্বিকার করেন কাপুর পরিবারের অন্যতম সন্তান তথা অভিনেতা অর্জুন কাপুর (Arjun Kapoor)।অভিনয় জীবনের ৯ বছর পর আজ বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা তিনি।হিট ,ফ্লপ দুই ধরনের ছবিতেই সমৃদ্ধ অভিনেতার ঝুলি।

অনেকেই হয়ত জানেন না অভিনয় জগতে আসার আগে তিনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে তাঁর কেরিয়ারের যাত্রা শুরু করেছিলেন। তবে বাইরের হাউজে কাজ করার আগে প্রথমেই তিনি তাঁর বাবা বনি কাপুর (Boney Kapoor)-এর কাছেই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ শুরু করেছিলেন। সেসময় তিনি ‘শক্তি: দ্য পাওয়ার’ ছবির ট্রেলরের জন্য তিনি এডিটিং-এর কাজ করেছিলেন । পরবর্তীতে তিনি নিখিল আদবানির সহযোগী হিসেবে কাজ শুরু করেন।

অর্জুন কাপুর,মোটা,১৪০ কেজি ওজন,বলিউড,সিক্সপ্যাক,arjun kapoor,malaika arora,140 kg,bollywood

তিনি যে কখনও নায়ক হবেন তা স্বপ্নেও ভাবতে পারেননি অভিনেতা। কেননা কেরিয়ারের শুরুর দিকে একেবারেই তার নায়ক সুলভ কোনোওরকম চেহারাই ছিলনা। চলচ্চিত্রে অভিনয়ের আগে তার অর্জুন কাপুরের চেহারা দেখলে আপনি ভিরমি খেতে বাধ্য।

অর্জুন কাপুর,মোটা,১৪০ কেজি ওজন,বলিউড,সিক্সপ্যাক,arjun kapoor,malaika arora,140 kg,bollywood

কেননা প্রথম দিকে তার ওজন ছিল ১৪০ কেজি। রীতিমতো নিজের অত্যাধিক মোটা চেহারার জন্য কটাক্ষের শিকার হতেন অভিনেতা। এই অবস্থায় কখনও তিনি স্বপ্নেও অভিনেতা হওয়ার কথা ভাবতে পারেননি। কিন্তু ওই যে কথায় বলে, পরিশ্রমের কোনোও বিকল্প নেই।

মালাইকা অরোরা অর্জুন কাপুর Malaika Arora Arjun Kapoor

ওজন কমানোর জন্য এরপর তিনি জিমে যেতে শুরু করেন। অর্জুন কাপুর এক সাক্ষাৎকারে একবার বলেছিলেন, “আমি সলমন খানের জিমে যেতাম। তার জন্যেই আমার আত্মবিশ্বাস বেড়েছে। ভাইজান বলেছিলেন একটু ওজন কমাতে পারলেই তুমি নায়ক হতে পারবে। এছাড়াও এত ওজনের জন্য ১০ সেকেন্ডও দৌড়াতে পারতাম না আমি, হাঁপানি হত। ” আর তারপর সেই ওজন কমিয়ে এখন তিনি বলিউডের হার্টথ্রব, এছাড়াও ফিটনেস ক্যুইন মালাইকা আরোরার সাথে জমিয়ে প্রেম ও করছেন অর্জুন কাপুর।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥