সপ্তাহের বৃহঃপস্পতিবার মানেই ষ্টার জলসা (Star Jalsha) থেকে জি বাংলার (Zee Bangla) দুই চ্যানেলের ভক্তদের মনে চিন্তা। এই দিনেই প্রকাশিত হয় সাপ্তাহিক টার্গেট রেটিং পয়েন্টের তালিকা (Target Rating Point List)। যেটা যেকোনো সিরিয়ালের ভাগ্য নির্ধারণ করে তো বটেই, সাথে কে সেরা সেটাও দেখিয়ে দেয়া। বিগত তিনমাসেরও বেশি সেরার শিরোপা রয়েছে অনুরাগের ছোঁয়া (Anurager Chowa) এর কাছে। তবে এবার কি পালা বদল হল?
পছন্দের সিরিয়ালের কথা জিজ্ঞাসা যেকোনো দর্শকের মুখেই অনুরাগের ছোঁয়া নামটা পাওয়া যাবে। সূর্য-দীপার মিল দেখার জন্য চাতকের মত বসে আছেন সকলে। তাই বলাবাহুল্য এবারেও ৮.১ পয়েন্ট পেয়ে বেঙ্গল টপার হয়েছে অনুরাগের ছোঁয়া। অবশ্য জি বাংলার জগদ্ধাত্রী কিন্তু কোনো অংশে কম যাচ্ছে না। নামমাত্র পয়েন্টের জন্য পিছিয়ে গিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী।
প্রথম দুইয়ের পরেই রয়েছে গৌরী এলো, প্রাপ্ত পয়েন্ট ৭.২। এর ঠিক পিছনেই রয়েছে সকলের প্রিয় পর্ণা। বাবু আর বাবুউউ’র মায়ের সাহতে পর্ণার দুর্দান্ত সব বুদ্ধি সবার কাছেই বেশ পছন্দের। তাই তো সেরা তালিকায় ৭.১ পয়েন্ট পেয়ে চতুর্থ ‘নিম ফুলের মধু’। চলুন এবার সম্পূর্ণ সেরা দশ সিরিয়ালের লিস্ট দেখে নেয়া যাক।
টিআরপি পয়েন্টে সপ্তাহের সেরা দশ সিরিয়ালের তালিকা (Top 10 Serial TRP List) :
অনুরাগের ছোঁয়া – ৮.১ (প্রথম)
জগদ্ধাত্রী –৮.০ (দ্বিতীয়)
গৌরী এলো – ৭.২ (তৃতীয়)
নিম ফুলের মধু – ৭.১
পঞ্চমী – ৬.৫
রাঙা বউ, বাংলা মিডিয়াম – ৬.৩
মেয়েবেলা – ৬.১
খেলনা বাড়ি – ৬.০
হরগৌরী পাইস হোটেল, এক্কা দোক্কা – ৫.৫
গাঁটছড়া – ৫.৩
এবারের তালিকায় সেরা ১০ এর তালিকায় ছিটকে গিয়েছে মিঠাই। অন্যদিকে নতুন শুরু হওয়া মুকুট সিরিয়াল ৩.৬ পয়েন্ট পেয়েছে। এছাড়াও নন ফিকশন রিয়েলিটি শোয়ের মধ্যে দিদি নং ১ পেয়েছে ৫.৯ পয়েন্ট। অন্যদিকে ডান্স বাংলা ডান্স ৫ ও সুপার সিঙ্গার ৪.১ পয়েন্ট পেয়েছে।