১২ বছর পূর্তি হলো একসময়ের বিখ্যাত ধারাবাহিক ‘পবিত্র রিস্তা (Pabitra Ristha)’। এমন এক ধারাবাহিক যা মন কেড়েছিল অসংখ্য ভক্তদের। যে ধারাবাহিকের গল্প আজও দর্শকের মনে-প্রাণে জীবন্ত হয়ে আছে, সেই অসাধারণ গল্পের নায়ক আজ স্তব্ধ। হারিয়ে গেছে না ফেরার দেশে। “পবিত্র রিস্তা”র ‘মানব আর অর্চনাকে দর্শক অনেক ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন। সিরিয়ালে মানবের ভূমিকায় ছিলেন সুশান্ত সিং রাজপূত (Sushant Singh Rajput) আর অর্চনার ভূমিকায় ছিলেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে (Ankita Lokhande)।
আজও বিশ্বাস করতে কষ্ট হয় সেই মানব অর্থাৎ সুশান্ত আর নেই। নেই সে আর হাতের নাগালের মধ্যে। ইচ্ছে করলেই তাকে দেখতে পাওয়া যাবে না আর কোনোদিন। হাসিখুশি, প্রাণোচ্ছল, একটা মানুষের রহস্য মৃত্যু ভক্তদের কাছ থেকে তাকে অনেক দূরে করে দিয়েছে। সুশান্তের মৃত্যু রহস্যের জট এখনো পুরোটা খোলেনি। খুবই ধীর গতিতে সেই রহস্য সমাধান হচ্ছে।
অঙ্কিতা লোখান্ডে ও সুশান্ত সিং রাজপুতের মধ্যে ধারাবাহিক চলাকালীন একটি সম্পর্কের সৃষ্টি হয়েছিল। অঙ্কিতা কখনোই তা অস্বীকার করেননি যদিও। তবে আজও অঙ্কিতা ভুলে যেতে পারেননি তার সেই বন্ধুকে। তার স্মৃতির পাতায় সুশান্ত আজ জ্বলজ্বলে হয়ে আছে। তার কথায়, তিনি এখনো মানতে পারেন না যে সুশান্ত আর নেই, তার মনে হয় সবসময় সুশান্ত হাসছে, মজা করছে, কথা বলছে।
অঙ্কিতা ‘পবিত্র রিস্তা’ ধারাবাহিকের বারো বছর পূর্তিতে নিজের ইন্সটা ওয়াল এ একটি পুরোনো ভিডিও শেয়ার করে লিখেছেন, সময় কত তাড়াতাড়ি বয়ে যায়। এই ধারাবাহিকের ১২ বছর পূর্ণ হলো। এই ধারাবাহিক তাকে দর্শকের কাছে অর্চনা বানিয়েছে, ৬৬ টার বেশি অ্যাওয়ার্ড পেয়েছে ধারাবাহিকটি। আজ অঙ্কিতা যা কিছু সবটাই এই ধারাবাহিকের জন্য। তিনি এই জন্য “বালাজি টেলিফিল্মস” ও একতা কাপুর কেও ধন্যবাদ দিয়েছেন। সাথে নিজের বাবা-মা কেও ধন্যবাদ দিয়েছেন।
View this post on Instagram
আজ অঙ্কিতা অন্য কারুর সাথে সম্পর্কে থাকলেও সুশান্ত কে যে তিনি স্মৃতি থেকে মুছে ফেলতে পারেননি তা তার কথায় স্পষ্টত বোঝা যায়। হয়তো তিনিও সুশান্ত কে খুব মিস করেন। ধারাবাহিকের মধ্যে দিয়ে তাদের এই যাত্রা আমার হয়ে থাকবে।