সপ্তাহের বৃহস্পতিবার মানেই বাংলা সিরিয়াল (Bengali Serial) প্রেমীদের বুক দুরুদুরু। কেন? কারণ এই দিনেই যে টিআরপি রিপোর্ট (TRP Report) প্রকাশ্যে আসে। কোন সিরিয়াল কতটা জনপ্রিয় হল আর কার ভাগ্য কেমন সেটা এই তালিকা দেখেই বোঝা যায়। একসময় টিআরপি তালিকায় রাজত্ব ছিল মিঠাই (Mithai), গাঁটছড়া (Gantchora) এর মত সিরিয়ালের। কিন্তু নতুনের ভিড়ে সেসব এখন অতীত ধূলোকনা (Dhulokona), জগদ্ধাত্রী (Jagadhatri) এর মত সিরিয়াল গুলিই এখন বাংলার সেরা সিরিয়ালের তালিকায়।
বিগত কয়েক মাস যাবৎ মিঠাই সিরিয়ালের জনপ্রিয়তা টিআরপি (TRP) এর নিরিখে অনেকটাই কমে গিয়েছে। একসময় প্রথম পাঁচে থাকলেও ইদানিং কোনোমতে মুখ রক্ষা হচ্ছে! বদলে লালন-ফুলঝুরির কাহিনী সেরার শিরোপা ছিনিয়ে নিচ্ছে প্রতিবার। এসপ্তাহেও তাঁর ব্যতিক্রম হল না। ৭.৮ পয়েন্ট পেয়ে এসপ্তাহের বেঙ্গল টপার ধূলোকনা (Bengal Topper Dhulokona)।
ধূলোকনার পরেই রয়েছে অপেক্ষাকৃত নতুন সিরিয়াল জগদ্ধাত্রী। শুরু থেকেই সিরিয়ালের কাহিনী বেশ মনে ধরেছে দর্শকদের। এবার তারই প্রতিফল চোখে পড়ল টিআরপি তালিকার লিস্টে। এসপ্তাহে সামান্য পয়েন্টের জন্য পিছিয়ে ৭.৭ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী। এরপর ৭.৬ পয়েন্টে তৃতীয় স্থানে রয়েছে দীপা-সূর্যের কাহিনী অনুরাগের ছোঁয়া।
মাঝে বেশ কয়েক সপ্তাহ টপার হয়েছিল গৌরী এলো। তবে এসপ্তাহে বেশ কিছুটা পয়েন্ট কমে গিয়েছে। এবারের তালিকায় ৬.৯ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থানে রয়েছে গৌরী। অন্যদিকে খড়ি-ঋদ্ধির কাহিনী গাঁটছড়া রয়েছে ষষ্ঠ স্থানে। তাহলে সকলের প্রিয় মিঠাই সিরিয়াল কোথায়? জানলে হয়তো অবাক হবেন গতবারের মত এবারেও ৬.২ পয়েন্ট পেয়ে সেরা ১০ সিরিয়ালের তালিকায় দশম স্থানে রয়েছে মিঠাই। চলুন এবার সম্পূর্ণ TRP List দেখে নেওয়া যাক।
টিআরপি এর নিরিখে সপ্তাহের সেরা দশ সিরিয়ালের তালিকা (Top 10 Serial TRP List)
ধূলোকনা – ৭.৮ (বেঙ্গল টপার)
জগদ্ধাত্রী – ৭.৭ (দ্বিতীয়)
অনুরাগের ছোঁয়া – ৭.৬ (তৃতীয়)
আলতা ফড়িং – ৭.১
গৌরী এলো – ৬.৯
গাঁটছড়া – ৬.৭
সাহেবের চিঠি – ৬.৬
মাধবীলতা, এক্কা দোক্কা – ৬.৪
নবাব নন্দিনী – ৬.৩
মিঠাই – ৬.২
সেরা দশের কথা বাদ দিলে বেশ কিছু সিরিয়াল শেষের পথে। যার মধ্যে অন্যতম হল পিলু, সিরিয়ালের শেষ শুটিং ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এসপ্তাহে পিলু এর প্রাপ্ত পয়েন্ট ৪.৮। অন্যদিকে লালকুঠি সিরিয়ালের শেষ হওয়া নিয়েও গুঞ্জন শোনা যাচ্ছে। এই সিরিয়ালের টিআরপি মাত্র ৪.০। এছাড়া নন ফিকশন শোয়ের মধ্যে সারেগামাপা ৫.০ ও দিদি নং ১ ৫.১ পয়েন্ট পেয়েছে।
প্রসঙ্গত, মিঠাই সিরিয়াল আগামী ১৪ই নভেম্বর থেকে রাত ৮টার বদলে সন্ধ্যে ৬.৩০ থেকে সম্প্রসারিত হবে। এই নিয়ে শুরুতে দর্শকেরা ক্ষোভ উগড়ে দিয়েছিলেন চ্যানেলের ওপর। তবে নতুন টাইম স্লটের আগে যে প্রোমো শেয়ার করা হয়েছে তা রীতিমত রেকর্ড করে ফেলেছে। রাত ১১টার সময় প্রোমো দেওয়া হলেও কয়েক ঘন্টার মধ্যেই মিলিয়নে উঠেছে দর্শকের সংখ্যা।