• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

খাট ভেঙেও লাভ হল না টপকে গেলে জগদ্ধাত্রী! কোথায় অনুরাগের ছোঁয়া? নতুন TRP তালিকা না দেখলেই মিস

বাংলা সিরিয়াল (Bengali Serial) যারা দেখেন তারা প্রতি সপ্তাহেই টিআরপি রিপোর্টার (TRP Report) জন্য অপেক্ষায় থাকেন। কেন? কারণ প্রিয় ধারাবাহিকের জীবন মরণ নির্ভর করে এই TRP এর উপরেই। নম্বর কম মানেই ঘনিয়ে আসে অন্তিম দিন, আর নম্বর হিট তো সিরিয়াল সুপারহিট! বিগত কয়েক সপ্তাহে টার্গেট রেটিং পয়েন্টের (Target Rating Point) এই তালিকায় দাঁপিয়ে বেড়াচ্ছে অনুরাগের ছোঁয়া (Anurager Chowa)। কিন্তু এবারেও কি সেটা বজায় থাকল নাকি বাজি মেরে দিল অন্য কেউ?

যেমনটা দেখা যাচ্ছে, দার্জিলিংয়ে সোনা-রুপা অনেকটাই কাছে এনেছে সূর্য-দিপাকে। এটা বেশ মনে ধরেছে দর্শকদের। তাই এবার সবাইকে টেক্কা দিয়ে ৯.০ পয়েন্ট পেয়ে প্রথম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া। এরপর অবশ্য দুর্দান্ত কামব্যাক করেছে জগদ্ধাত্রী। গত সপ্তাহে পর্ণার কাছে হার মানলেও এসপ্তাহে ৮.৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে জগদ্ধাত্রী। তৃতীয় কি? ৮.০ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে গৌরী এলো।

   
23rd Febuary Bengali Serial Target Rating Point List Anurager Chhowa Jagaddhatri Mithai See complete TRP List
Target Rating Point List

এরপর চতুর্থ স্থানে রয়েছে খেলনা বাড়ি, প্রাপ্ত পয়েন্ট ৭.৯। আর পঞ্চম স্থানে রয়েছে নিম ফুলের মধু, প্রাপ্ত পয়েন্ট ৭.৭। এসপ্তাহে একেরপর এক জমজমাট পর্ব হয়েছে। সতীন কাঁটা ব্রত থেকে রং খেলার পর বাথরুমে বাবুউউ ও পর্ণার রোমান্স। তবে বাকিদের তুলনায় সেই পরিমান দর্শক টানতে ব্যর্থ হয়েছে সিরিয়ালটি। চলুন এবার দেখে নেওয়া যাক সম্পূর্ণ টার্গেট রেটিং পয়েন্টের তালিকা।

টিআরপি পয়েন্টে সপ্তাহের সেরা দশ সিরিয়ালের তালিকা (Top 10 Serial TRP List) :

অনুরাগের ছোঁয়া – ৯.০ (প্রথম)
জগদ্ধাত্রী – ৮.৫ (দ্বিতীয়)
গৌরী এলো – ৮.০ (তৃতীয়)

খেলনা বাড়ি – ৭.৯
নিম ফুলের মধু – ৭.৭
রাঙা বউ – ৭.২
পঞ্চমী – ৬.৯
হরগৌরী পাইস হোটেল, বাংলা মিডিয়াম, মিঠাই – ৬.৬
মেয়েবেলা – ৬.২
গাঁটছড়া, সোহাগ জল – ৬.০

টিআরপি তালিকা দেখলি বোঝা যাচ্ছে মিঠাই কিন্তু আজও দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে রয়েছে। কারণ সেরা দশের তালিকা থেকে বেরিয়ে গিয়েও যেভাবে আবারও কামব্যাক করেছে সেটা সত্যিই প্রশংসনীয়। তাছাড়া কমবেশি হলেও স্লট লিডে মিঠাই নাম থাকছেই।

সিরিয়াল ছাড়া রিয়েলিটি শোয়ের মধ্যে দিদি নং ১ এর সানডে ধামাকা পর্ব ৫.৮ পয়েন্ট পেয়েছে। অন্যদিকে ড্যান্স বাংলা ড্যান্স ৭.৫ ও সুপার সিঙ্গার ৩.৫ পয়েন্ট পেয়েছে। এছাড়াও ঘরে ঘরে জি বাংলা ১.৩ টিআরপি পেয়েছে।

site