সারা বছরের সমস্ত অপেক্ষার অবসান। দেখতে দেখতে হইহই করতে করতে কেটে গেল বাঙালির প্রিয় উৎসব দুর্গাপুজো। পুজোর কটাদিন সারা বছরের ব্যস্ততা ভুলে সকলের মতোই আনন্দে মেতে উঠেছিলেন সেলিব্রেটিরা। আর পুজো মানেই সকলের কাছে বিশেষ প্রাধান্য পায় সাজগোজ। পুজো বলে কথা তাই সাজেও থাকে ট্রাডিশনাল লুকের ছোঁয়া। কোয়েল থেকে সকলের প্রিয় মিঠাই ওরফে সৌমিতৃষা শুভশ্রী থেকে নুসরত এমনই ১০ জন সুন্দরী নায়িকার পুজোর সাজ,আজ থাকছে বং ট্রেন্ডের পাতায়।
১) কোয়েল মল্লিক (Koyel Mallick)
প্রতিবারই পুজোতে অত্যন্ত সাধারণ আর সাবেকি সাজগোজ করে থাকেন কোয়েল। এবারেও তার ব্যাতিক্রম হয়নি।গতকাল বিজয়া দশমী উপলক্ষে একেবারে ঘরোয়া লুকে কোয়েলের মাথায় ছিল খোপা পরনে লাল শাড়ি, সিঁথিতে সিঁদুর আর কপালে টিপ।
২) শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)
শারদ সাজে সেজে উঠেছিলেন0 অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীও। লাল পাড় সাদা শাড়ি আর মনের মতো গয়না দিয়ে এদিন নিজেকে সাজিয়েছিলেন অভিনেত্রী।
৩) মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)
বিজয়া দশমীর দিন বিষাদ মাখা বার্তা দিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের দশমী লুক শেয়ার করেছিলেন তারকা সাংসদ মিমি চক্রবর্তী। এদিন লাল শাড়ি আর সোনার গয়নায় নিজেকে সাজিয়েছিলেন অভিনেত্রী।
৪) নুসরত জাহান (Nusrat Jahaan)
সদ্য মা হয়েছেন টলিপাড়ার তারকা সাংসদ নুসরত জাহান। গতকাল লাল পাড় সাদা শাড়ি, কপালে টিপ, আর হাতে শাঁখা-পলা পরা ছবি দিয়ে সকলকে বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী।
৫) ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)
পুজোয় সাজে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীও বেছে নিয়েছিলেন সাবেকিয়ানা কেই। এদিন মহিলা পুরোহিতদের সাথে দেবীর আরাধনায় মেতেছিলেন তিনি। তাঁর পরনে ছিল লাল পাড় সাড়ি আর মানানসই গয়না।
৬) ইশা সাহা (Ishaa Saha)
টলিপাড়ার এক জনপ্রিয় অভিনেত্রী হলেন ইশা সাহা।বিজয়ার দিন হাল্কা শাড়ি পরেছিলেন ইশা। এদিন তাঁর পরনে ছিল সুতির হ্যান্ডলুম আর স্লিভলেস ব্লাউজ।
৭) সোহিনী সরকার (Sohini Sarkar)
দশমীর সাজে একেবারে হাল্কা সাজে সেজে ছিলেন অভিনেত্রী সোহিনী সরকার। এদিন তাঁর পরনে ছিল হলুদ -কমলা শাড়ি, মাথার খোপায় ফুলের মালা।
৮) মধুমিতা সরকার (Madhumita Sarcar)
বিজয়া দশমী উপলক্ষে নিজের সাজের ছবি শেয়ার করেছিলেন ছোটো পর্দার পাখি তথা অভিনেত্রী মধুমিতা সরকার। এদিন তিনি পরেছিলেন লাল জমির ওপর সোনালি বুটির শাড়ি আর সাথে মানান সই গয়না
৯) সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)
বাংলার জনপ্রিয় সিরিয়াল মিঠাই। বিজয়া উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় নিজের সাজগোজের ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী সৌমিতৃষা। সেখানে দেখা যাচ্ছে তাঁর চুলে ফুলের মালা, গা ভর্তি গয়না। সেইসাথে পরনে রয়েছে হলুদ রঙের এটি সুন্দর শাড়ি।
১০) মানালি দে (Manali Dey)
বিয়ের পর এবছর প্রথম পুজো ছিল মানালির। পুজোর শেষে বিজয়ার দিন তিনিও মেতে উঠেছিলেন সিঁদুর খেলায়। এদিন একেবারে হাল্কা সাজে মানালির পরনে ছিল লাল-সাদা শাড়ি।