• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পর্দার প্রেম গড়িয়েছে বাস্তবে! কাজের সূত্রেই প্রেমে পড়েছেন এই ১০ টেলি তারকারা

Published on:

10 Television actor actress who fall in love while working

বাংলা সিরিয়ালের জগতে একসাথে অভিনয় করার সুবাদে নায়ক-নায়িকাদের মধ্যে বন্ধুত্ব থেকে প্রেম এবং বিয়ে নতুন কিছু নয়। তবে শুধু নায়ক নায়িকারাই নয় প্রেমে পড়েন একই  সহ অভিনেতা থেকে  নায়িকাও। আজ বংট্রেন্ডের পাতায় থাকলো বাংলা সিরিয়ালের সেইসব জনপ্রিয় তারকা জুটিদের তালিকা যারা একসঙ্গে কাজ করতে গিয়েই করতে গিয়েই প্রেমে পড়েছেন একে অপরের।

আদৃত রায়-কৌশাম্বী চক্রবর্তী  (Adrit Roy-Kaushambi Chakraborty): এইমুহূর্তে বাংলা সিরিয়ালের জগতে অন্যতম চর্চিত জুটি হলেন আদৃত রায় এবং কৌশাম্বী চক্রবর্তী। ‘মিঠাই’ সিরিয়ালের অনস্ক্রিন এই দিদিভাই-এর প্রেম এখন টেলি দুনিয়ার অন্যতম হট টপিক।

Mithai fame Adrit Roy and Kaushambi Chakraborty Dating each other rumours Photo goes viral on social media

রুবেল দাস-শ্বেতা ভট্টাচার্য (Rubel Das-Sweta Bhattacharya): এরপরেই তালিকায় রয়েছেন ‘যমুনা ঢাকি’ সিরিয়ালের সঙ্গীত-যমুনা জুটি। এই সিরিয়ালে নায়ক-নায়িকা চরিত্রে অভিনয় করার সুবাদেই অভিনেতা রুবেল দাস এবং অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের বন্ধুত্ব প্রেমের সম্পর্কে পরিণতি পেয়েছে। আগামী দিনে খুব তাড়াতাড়ি  বিয়েও করতে চলেছেন তাঁরা।

Sweta Bhattacharya and Rubel Das, Sweta Bhattacharya Rubel Das in swimming pool

ঈপ্সিতা মুখার্জী-অর্ণব ব্যানার্জী (Ipshita Mukherjee & Arnab Banerjee): জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘আলো’তে বৌদি দেওয়ারের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা অর্ণব ব্যানার্জী এবং অভিনেত্রী ঈপ্সিতা মুখার্জী। খুব শিগগরিই চারহাত এক হতে চলেছে তাঁদের।

Arnab Ipshita opens up about their breakup rumour

শ্রুতি দাস-স্বর্ণেন্দু সমাদ্দার (Shruti Das-Sworneendu Samaddar): বাংলা সিরিয়ালের জগতে জনপ্রিয় পরিচালক এবং অভিনেত্রী জুটি স্বর্ণেন্দু সমাদ্দার এবং শ্রুতি দাসও কিন্তু দারুন জনপ্রিয় দর্শক মহলে। তবে তাঁদের মধ্যে রয়েছে বয়সের  বিস্তর ফারাক যা নিয়েএকসময় কম ট্রোল হয়নি সোশ্যাল মিডিয়ায়। তবে নিন্দুকদের মুখে ছাই দিয়ে খুব তাড়াতাড়ি এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই জুটি।

Bengali Serial,Adrit Roy,Real Life,Relationship,Kaushambi Chakraborty,Rubel Das,Sweta Bhattacharya,Ipshita Mukherjee,Arnab Banerjee,Shruti Das,Sworneendu Samaddar,Writwik Mukherjee,Shritama Mitra,Rob Dey,Arunima Halder,Uday Pratap Singh,Anamika Chakraborty,Rudrajit Mukherjee,Promita Chakrabartty,Abhishek Bose & Surabhi Mallick,Aratrika Maity,Sourya Bhattacharya

ঋত্বিক মুখার্জী-শ্রীতমা মিত্র (Shritama Mitra-Writwik Mukherjee): সম্প্রতি টেলিপাড়ায় উঠে আসছে আরও এক জনপ্রিয় জুটির সম্পর্কে থাকার কথা। তাঁরা হলেন ‘মন দিতে চাই’ সিরিয়ালের নায়ক সোমরাজ অভিনেতা ঋত্বিক মুখার্জী এবং দোয়েল অভিনেত্রী শ্রীতমা মিত্র। সম্প্রতি দিদি নাম্বার ওয়ানের মঞ্চে তাঁদের সিক্রেট ফাঁস করেছিলেন সঞ্চালিকা রচনা ব্যানার্জী।

Bengali Serial,Adrit Roy,Real Life,Relationship,Kaushambi Chakraborty,Rubel Das,Sweta Bhattacharya,Ipshita Mukherjee,Arnab Banerjee,Shruti Das,Sworneendu Samaddar,Writwik Mukherjee,Shritama Mitra,Rob Dey,Arunima Halder,Uday Pratap Singh,Anamika Chakraborty,Rudrajit Mukherjee,Promita Chakrabartty,Abhishek Bose & Surabhi Mallick,Aratrika Maity,Sourya Bhattacharya

রব দে-অরুণিমা হালদার (Rob Dey-Arunima Halder):  এছাড়াও টেলিপাড়ায় বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে ‘মন  দিতে চাই’ সিরিয়ালের অভিনেতা রব দে এবং অভিনেত্রী অরুণিমা হালদারের সম্পর্কে থাকার গুঞ্জন। সদ্য এই জুটিও এসেছিলেন দিদি নাম্বার ওয়ানের মঞ্চে।

Bengali Serial,Adrit Roy,Real Life,Relationship,Kaushambi Chakraborty,Rubel Das,Sweta Bhattacharya,Ipshita Mukherjee,Arnab Banerjee,Shruti Das,Sworneendu Samaddar,Writwik Mukherjee,Shritama Mitra,Rob Dey,Arunima Halder,Uday Pratap Singh,Anamika Chakraborty,Rudrajit Mukherjee,Promita Chakrabartty,Abhishek Bose & Surabhi Mallick,Aratrika Maity,Sourya Bhattacharya

উদয় প্রতাপ সিং-অনামিকা চক্রবর্তী (Uday Pratap Singh-Anamika Chakraborty): বাংলা সিরিয়ালের দুনিয়ায় অন্যতম কিউট ‘লাভ বার্ডস’ হলেন মিঠাই সিরিয়ালের রাতুল অভিনেতা উদয় প্রতাপ সিং এবং অভিনেত্রী অনামিকা চক্রবর্তী। এখন  থেকেই আইবুড়োভাত খাওয়া শুরু করে দিয়েছেন এই জুটি।

Anamika Chakraborty and Uday Pratap Singh

 রুদ্রজিৎ মুখার্জী-প্রমিতা চক্রবর্তী (Rudrajit Mukherjee-Promita Chakrabartty): বাংলা সিরিয়ালের জগতে অন্যতম জনপ্রিয় পাওয়ার কাপল হলেন রুদ্রজিৎ মুখার্জী এবং প্রমিতা চক্রবর্তী। জনপ্রিয় সিরিয়াল ‘সাত ভাই চম্পা’র সেট থেকেই একে অপরের প্রেমে পড়েন এই জুটি। আর এখন তাঁরা অন্যতম সুখী দম্পতি। Bengali Serial,Adrit Roy,Real Life,Relationship,Kaushambi Chakraborty,Rubel Das,Sweta Bhattacharya,Ipshita Mukherjee,Arnab Banerjee,Shruti Das,Sworneendu Samaddar,Writwik Mukherjee,Shritama Mitra,Rob Dey,Arunima Halder,Uday Pratap Singh,Anamika Chakraborty,Rudrajit Mukherjee,Promita Chakrabartty,Abhishek Bose & Surabhi Mallick,Aratrika Maity,Sourya Bhattacharya

অভিষেক বসু-সুরভী মল্লিক (Abhishek Bose-Surabhi Mallick): স্টার জলসার ‘গঙ্গারাম’ সিরিয়ালে অভিনয় করার সূত্রেই সহ অভিনেত্রী সুরভী মল্লিকের সাথে সম্পর্কে জড়িয়েছিলেন অভিষেক।

Bengali Serial,Adrit Roy,Real Life,Relationship,Kaushambi Chakraborty,Rubel Das,Sweta Bhattacharya,Ipshita Mukherjee,Arnab Banerjee,Shruti Das,Sworneendu Samaddar,Writwik Mukherjee,Shritama Mitra,Rob Dey,Arunima Halder,Uday Pratap Singh,Anamika Chakraborty,Rudrajit Mukherjee,Promita Chakrabartty,Abhishek Bose & Surabhi Mallick,Aratrika Maity,Sourya Bhattacharyaআরাত্রিকা মাইতি-সৌর্য ভট্টাচার্য (Aratrika Maity-Sourya Bhattacharya): জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘খেলনা বাড়ি’র মিতুল অভিনেত্রী আরাত্রিকা মাইতি এখন বাংলা সিরিয়ালের লেডি রঞ্জিত মালিক নাম পরিচিত।

Bengali Serial,Adrit Roy,Real Life,Relationship,Kaushambi Chakraborty,Rubel Das,Sweta Bhattacharya,Ipshita Mukherjee,Arnab Banerjee,Shruti Das,Sworneendu Samaddar,Writwik Mukherjee,Shritama Mitra,Rob Dey,Arunima Halder,Uday Pratap Singh,Anamika Chakraborty,Rudrajit Mukherjee,Promita Chakrabartty,Abhishek Bose & Surabhi Mallick,Aratrika Maity,Sourya Bhattacharya
 
এই সিরিয়ালের আগে ‘অগ্নিশিখা’ সিরিয়ালে অভিনয় করার সময় থেকেই সহ অভিনেতা সৌর্য ভট্টাচার্যের সাথে সম্পর্কে রয়েছেন তিনি।
design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥