সিরিয়াল (Serial) মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। রোজ বিকেলে টেলিভিশনের পর্দায় মিঠাই, গৌরী, খড়ি, দীপাদের দেখতে দেখতে দর্শকদের কাছে তাঁরা হয়ে উঠেছেন ঘরের মেয়ে। ধারাবাহিকে অভিনয় করেই আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছেন সৌমিতৃষা কুণ্ডু, স্বস্তিকা ঘোষরা। তবে অনেকেই জানেন না, প্রথম ধারাবাহিকেই কিন্তু সফল হননি এই টেলি অভিনেত্রীরা (Actress)। আজকের প্রতিবেদনে বাংলার জনপ্রিয় ১০ টেলি নায়িকার প্রথম ধারাবাহিকের (First serial) নাম তুলে ধরা হল।
সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)- ২০১৭ সালে কালার্স বাংলার ‘এ আমার গুরুদক্ষিণা’ ধারাবাহিকের মাধ্যমে কেরিয়ার শুরু হয়েছিল সৌমিতৃষার। এরপর ‘গোপাল ভাঁড়’, ‘কনে বউ’এর মতো সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। তবে জনপ্রিয়তা পেয়েছেন জি বাংলার ‘মিঠাই’য়ে অভিনয়ের পর থেকেই।
স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)- ‘অনুরাগের ছোঁয়া’র দীপার কেরিয়ার শুরু হয়েছিল কালার্স বাংলার ‘দত্ত অ্যান্ড বৌমা’ সিরিয়ালের হাত ধরে। কয়েকটি পর্বে অভিনয় করেছিলেন স্বস্তিকা। এছাড়া সান বাংলার ‘সরস্বতীর প্রেম’ ধারাবাহিকে নায়কের বোনের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তবে ‘অনুরাগের ছোঁয়া’য় অভিনয়ের পরই ভাগ্য ঘুরে যায় স্বস্তিকার।
অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)- কালার্স বাংলার ‘জয় জগন্নাথ’ ধারাবাহিকে অঙ্কিতা ওরফে ‘জগদ্ধাত্রী’ প্রথম অভিনয় করেছিলেন। কিন্তু সেই সময় তেমন জনপ্রিয়তা পাননি। জি বাংলার ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে অভিনয় করার পর থেকেই ঘুরে যায় অঙ্কিতার ভাগ্য।
আরাত্রিকা মাইতি (Aratrika Maity)- ‘খেলনা বাড়ি’র মিতুলের নামও তালিকায় রয়েছে। সান বাংলার ‘অগ্নিশিখা’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয় দুনিয়ায় পা রেখেছিলেন আরাত্রিকা। তবে জনপ্রিয়তা পেয়েছেন ‘খেলনা বাড়ি’তে কাজ করার পরেই।
অনুষ্কা গোস্বামী (Anushka Goswami)- ‘গাঁটছড়া’য় বনির চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন অনুষ্কা। এর আগে তিনি আকাশ আটে ‘দীপাবলির সাতকাহন’ সিরিয়ালে কাজ করেছেন। সেখান নায়িকা দীপার চরিত্রে দেখা গিয়েছিল অনুষ্কাকে।
সোমু সরকার (Somu Sarkar)- ‘গোধূলি আলাপ’ নায়িকা সোমুর কেরিয়ার শুরু হয়েছিল ‘ইকির মিকির’ ধারাবাহিকের মাধ্যমে। তবে সোমু জনপ্রিয়তা পেয়েছেন স্টার জলসার ‘গোধূলি আলাপ’এর হাত ধরেই।
শ্যামৌপ্তি মুডলি (Shyamoupti Mudly)- ‘গুড্ডি’ ধারাবাহিকের নায়িকা শ্যামৌপ্তির কেরিয়ার শুরু হয়েছিল ‘চোখের বালি’ সিরিয়ালের মাধ্যমে। এরপর ‘দাসী’, ‘করুণাময়ী রানী রাসমণি’, ‘ধ্রুবতারা’ সহ বহু সিরিয়ালে অভিনয় করেছেন শ্যামৌপ্তি।
সোনামণি সাহা (Sonamoni Saha)- স্টার জলসার ‘এক্কা দোক্কা’ ধারাবাহিকের নায়িকা সোনামণির কেরিয়ার শুরু হয়েছিল ‘দেবী চৌধুরানী’ সিরিয়ালের মাধ্যমে। এরপর একই চ্যানেলে ‘মোহর’ ধারাবাহিকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন সোনামণি।
তিয়াশা লেপচা (Tiyasha Lepcha)- ‘বাংলা মিডিয়াম’এর ইন্দিরার কেরিয়ার শুরু হয়েছিল জি বাংলার ‘কৃষ্ণকলি’ সিরিয়ালের হাত ধরে। উল্লেখ্য, সেই সিরিয়ালেও তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন টেলি অভিনেতা নীল ভট্টাচার্য।
স্বীকৃতি মজুমদার (Swikriti Majumder)- স্টার জলসার নতুন সিরিয়াল ‘মেয়েবেলা’র নায়িকা মৌয়ের চরিত্রে দেখা যাচ্ছে স্বীকৃতিকে।
অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে স্থান করে নিয়েছেন মৌ তথা স্বীকৃতি। জানিয়ে রাখি, ‘মেয়েবেলা’ নায়িকার কেরিয়ার শুরু হয়েছিল স্টার জলসারই ‘খেলাঘর’ সিরিয়ালের হাত ধরে।