• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সাধ্যের মধ্যে স্বপ্নপূরণ, রইল কলকাতার কাছেই পাহাড়-নদী-ঝরণা সহ ১০টি সেরা অফবিট জায়গার হদিশ

পাহাড়প্রেমী (Mountain) বাঙালিদের কাছে ঘুরতে যাওয়া মানেই হল দার্জিলিং (Darjeeling)। সেই জন্য বাঙালিদের ঘুরতে যাওয়ার সঙ্গেই জুড়ে রয়েছে ‘দীপুদা’ নামটি। তবে অনেকেই জানেন না, দার্জিলিংয়ের আশেপাশেও এমন অনেক অফবিট টুরিস্ট স্পট রয়েছে যেখানে একবার গেলেই যে কেউ প্রেমে পড়ে যাবেন। আজকের প্রতিবেদনে এমনই ১০টি সুন্দর টুরিস্ট স্পটের নাম তুলে ধরা হল।

তাকদাহ (Takdah)- দার্জিলিংয়ের কাছাকাছি একটি ছোট্ট গ্রাম হল তাকদাহ। পশ্চিমবঙ্গের অন্যতম কাছাকাছি অফবিট টুরিস্ট স্পটও এটি। আপনি যদি দার্জিলিংয়ের কাছাকাছি কোনও ফাঁকা অফবিট টুরিস্ট স্পতে যেতে চান তাহলে তাহদাহে যেতে পারেন আপনি।

   

Takdah

তিনচুলে (Tinchule)- দার্জিলিং থেকে ৩২ কিলোমিটার দূরে অবস্থিত একটি গ্রাম হল তিনচুলে। তিন থেকে চুলে অর্থাৎ ওভেন থেকে কথাটি এসেছে। তিনচুলে কথাটি এসেছে কারণ পাহাড়ের তিন মাথা এই স্থানটিকে ঘিরে রেখেছে এবং পর্বতের মাথাগুলোকে ওভেনের মতো দেখতে।

Tinchule

লামাহাট্টা (Lamhatta)- দার্জিলিং থেকে ২৩ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামে গেলে ঘন পাইন এবং ধূপি গাছের জঙ্গল দেখতে পাবেন। এখানকার সবচেয়ে জনপ্রিয় স্পট হল লামাহাট্টা ইকো টুরিজম পার্ক।

Lamahatta

লেপচা জগৎ (Lepcha Jagat)- দার্জিলিং থেকে মাত্র ১৯ কিলোমিটার দূরে অবস্থিত এই স্থান হল লেপচা জগৎ। এখান থেকে সূর্যোদয় দেখতে দারুণ অপূর্ব লাগে। আপনি চাইলে ঘুম স্টেশন হয়েও লেপচা যোগৎ যেতে পারেন।

Lepcha Jagat

রিশপ (Rishop)- পশ্চিমবঙ্গের কালিম্পংয়ে অবস্থিত একটি ছোট্ট গ্রাম হল রিশপ। রিশপ পাহাড়ের গা দিয়ে অনেক ছোট ছোট নদী বয়ে যায়। এখানকার সৌন্দর্য দেখে পশ্চিমবঙ্গ এবং তার বাইরে থেকে অনেক মানুষ ছুটে আসেন।

Rishop

লাভা লোলেগাঁও (Lava Lolegaon)- উত্তর বঙ্গের আর একটি সুন্দর স্থান হল লাভা লোলেগাঁও। এখানে গেলে ঝান্ডি ধারা ভিউ পয়েন্ট একেবারে মিস করবেন না। মে থেকে অক্টোবর মাস হল লাভা লোলেগাঁও যাওয়ার একেবারে আদর্শ সময়।

Lava Lolegaon

মিরিক (Mirik)- দার্জিলিংয়ের প্রবেশদ্বার বলা হয় মিরিককে। এর আশেপাশে মিরিক লেক, টি এস্টেট, কমলালেবুর বাগান রয়েছে। আপনি চাইলে সপ্তাহান্তে ২-৩ দিনের ছুটিতে মিরিক চলে যেতেই পারেন।

Mirik

চটকপুর (Chatakpur)- নিউ জলপাইগুড়ি থেকে আর একটি দারুণ গ্রাম হল চটকপুর। অনেকগুলি বড় উঁচু পাহাড়ের মধ্যে রয়েছে এই গ্রামটি। শহরের কোলাহল এবং দার্জিলিংয়ের ভিড় থেকে দূরে আপনি যদি কয়েকটা দিন একটি শান্তিতে কাটাতে চান তাহলে চটকপুর চলে যেতেই পারেন।

Chatakpur

সিটং (Sitong)- কার্শিয়াংয়ের কাছাকাছি আরও একটি দারুণ স্পট হল সিটং। হাজার ইউক্যালিপটাস গাছে ঘেরা একটি ছোট জায়গা হল এটি। আম চাষ করার জন্য এই সিটং হল আদর্শ। এখানকার পাহাড়-ঝরনা দেখলে মনে হবে আপনি স্বর্গে এসেছেন।

Sitong

বড় ও ছোট মাংওয়া (Bara and Choto Mangwa)- দার্জিলিংয়ের কাছের আরও ছোট দু’টি অফবিট স্টেশন হল বড় এবং ছোট মাংওয়া।

Bara Mangwa, Choto Mangwa

বড় মাংওয়ায় নভেম্বর মাসে সোনালি গম হয় যা দেখতে দারুণ লাগে। অপরদিকে ছোট মাংওয়ায় রয়েছে কমলা লেবুর বাগান। প্রকৃতির কোলে কয়েকটা দিন কাটাতে চাইলে বড় এবং ছোট মাংওয়া একেবারে আদর্শ।

site