• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মাত্র ১০ ঘন্টায় ১০ মিলিয়ন নোরা ফাতেহির ‘নাচ মেরি রানী, বিদ্যুতের গতিতে ভাইরাল ভিডিও

Published on:

নোরা ফাতেহি, নামটা বর্তমানে বলিউডের চর্চার বিষয়। বলিউডের এই অভিনেত্রী তার বেলি ড্যান্সের জন্য বেশ জনপ্রিয়। নোরার প্রতিটি গানের ভিডিওই বলতে গেলে একেবারে সুপার হিট। আইটেম গান হলে তো আর কথাই নেই। বিগত দুই বছর ধরে একটানা নোরা ফাতেহি তার মাসিক ভিডিও গুলিতে হিট হয়ে আসছেন। এমনকি বলিউডেও জিনের জনপ্রিয়তা বাড়িয়ে তুলেছেন সমান ভাবে।

সম্প্রতি নোরা “নাচ মেরি রানী” নামক একটি নাচের ভিডিও প্রকাশ করছিলেন। মাত্র ১০ ঘন্টার মধ্যেই সেই নাচের ভিডিওটিতে দর্শক সংখ্যা চাপিয়েছে ১০ মিলিয়ন। অর্থাৎ এক কথায় বিদ্যুতের গতিতে ভাইরাল নোরা ফাতেহির “নাচ মেরি রানী “। নোরা নাচের এই ভিডিওটি গুরু রন্ধাওয়ার সাথে করেছেন। নোরা ফাতেহির মতোই গুরু রন্ধাওয়ার ভক্তের সংখ্যাও কম নয়। যার ফলে অল্প সময়েই দারুন প্রতিক্রিয়া পেয়েছে এই নাচের ভিডিওটি।

নোরা নাচের ভিডিওটি প্রকাশের পূর্বে নাচের ভিডিওর কিছু অংশ তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন। সেই ভিডিওটিও ভাইরাল হয়ে পরে মুহূর্তেই, এরপর সম্পূর্ণ নাচের ভিডিওটি প্রকাশ পেলে নোরা ও গুরু রন্ধাওয়া উভয়েরই ভক্তরা ভিডিওটি দেখতে লেগে পরে।

 

https://www.instagram.com/p/CGj6usxpvCS/

 

নাচের ভিডিওটি রিলিজের পর নোরা ও গুরু রন্ধাওয়া একটি ভিডিও শেয়ার করে দর্শকদের জানিয়ে দেন যে তাদের নাচের ভিডিওটি রিলিজ হয়ে গেছে ও সকল যেন অবসসই সেটি দেখে। সাথে নোরা ও গুরু রন্ধাওয়া দুজনেই গানটি একটু একটু করে গেয়ে ও নেচে দেখানোর চেষ্টা করেন ভিডিওতে।

 

https://www.instagram.com/p/CGkhX8KJ8u3/?utm_source=ig_web_copy_link

 

মাত্র ১০ ঘন্টার মধ্যেই “নাচ মেরি রানী” নাচের ভিডিওটিতে ১০ মিলিয়ন দর্শক পেরোনোতে খুশি নোরা ফাতেহি ও গুরু রন্ধাওয়া দুজনেই। অভিনেত্রী নোরা এই সম্পর্কিত একটি পোস্ট করে ধন্যবাদ জানিয়েছেন দর্শকদের। নিচে রইল ভাইরাল এই নাচের ভিডিও :

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥