• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মাধুরী থেকে ঐশ্বর্য, এই ৫ বলিউড নায়িকার যমজ বোনও অভিনেত্রী! ৯৯% মানুষই তাঁদের চেনে না

বলিউডে (Bollywood) এমন অনেক অভিনেত্রী (Actress) রয়েছেন যাদের যমজ বোন (Twin sister) ভেবে ভুল করেন অনেকে। কিন্তু এখানে তাঁদের কোনও দোষ নেই। কারণ বলিউডের বেশ কিছু নায়িকার মুখে এতটাই মিল রয়েছে যে তাঁদের পাশাপাশি দাঁড়ালে যমজ বোনই মনে হয়। মাধুরী দীক্ষিত থেকে শুরু করে ঐশ্বর্য রাই, অনেক বলি সুন্দরীর হামসকল ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। আজকের প্রতিবেদনে এমনই কয়েকজন নায়িকা এবং তাঁদের হামসকলদের ছবি তুলে ধরা হল।

মাধুরী দীক্ষিত এবং নিকি ওয়ালিয়া (Madhuri Dixit and Niki Walia)- ‘অস্তিত্বঃ এক প্রেম কাহানি’র নায়িকা নিকিকে নিশ্চয়ই মনে আছে? তিনি বহু বছর ধরে ফিল্ম এবং টেলি দুনিয়ায় কাজ করছেন। তাঁকে এক ঝলক দেখে কিন্তু অনেকেই মাধুরী দীক্ষিত ভেবে ভুল করেন।

   

Madhuri Dixit and Niki Walia

ঐশ্বর্য রাই এবং স্নেহা উল্লাল (Aishwarya Rai and Sneha Ullal)- বলিউড সুপারস্টার সলমন খান অভিনীত ‘লাকিঃ নো টাইম ফর লাভ’ ছবি খ্যাত স্নেহা উল্লালের সঙ্গে বলি সুন্দরী ঐশ্বর্য রাইয়ের মুখের প্রচুর মিল রয়েছে। এক ঝলক দেখে দু’জনকে যমজ বোন মনে হয়। যদিও অ্যাশের মতো সাফল্য কিংবা জনপ্রিয়তা কোনটাই পাননি স্নেহা।

Aishwarya Rai and Sneha Ullal

পারভিন বাবি এবং দীপশিখা নাগপাল (Parveen Babi and Deepshikha Nagpal)- ‘কোয়েলা’ ছবি খ্যাত দীপশিখা হিন্দি টেলি ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। বহু জনপ্রিয় ধারাবাহিকে খল চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। এই দীপশিখার সঙ্গে বিখ্যাত বলিউড অভিনেত্রী পারভিন বাবির মুখের কিন্তু দারুণ মিল রয়েছে।

Parveen Babi and Deepshikha Nagpal

স্মিতা পাটিল এবং চিত্রাঙ্গদা সিং (Smita Patil and Chitrangada Singh)- বলিউডের নামী অভিনেত্রী স্মিতা পাটিলকে কার না মনে আছে! নিজের দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে অগণিত মানুষের মন জয় করে নিয়েছিলেন তিনি। সেই স্মিতার মুখের সঙ্গেই কিন্তু চিত্রাঙ্গদা সিংয়ের মুখের মিল খুঁজে পান দর্শকরা।

Smita Patil and Chitrangada Singh

রবীনা ট্যান্ডন এবন টুইঙ্কল খান্না (Raveena Tandon and Twinkle Khanna)- বলিউডের দুই নামী অভিনেত্রী রবীনা ট্যান্ডন এবং টুইঙ্কল খান্নার নামও তালিকাও রয়েছে। ঘটনাচক্রে আবার, প্রথমজন অক্ষয় কুমারের প্রাক্তন প্রেমিকা এবং দ্বিতীয়জন অভিনেতার স্ত্রী।

Raveena Tandon and Twinkle Khanna

তবে সে যাই হোক না কেন, রবীনা এবং টুইঙ্কলের মধ্যেকার মুখের মিল দেখলে তাঁদের যমজ বোন ভেবে ভুল হতে পারে যে কারোর।

site