২০২৩ সালে সবে পাঁচ মাস হয়েছে। তবে এর মধ্যেই বিনোদন দুনিয়ার একাধিক তারকা মৃত্যুর (Death) কোলে ঢলে পড়েছেন। বলিউড (Bollywood) থেকে শুরু করে টেলিভিশন (Television)- বিনোদন ইন্ডাস্ট্রিতে যেন মৃত্যু মিছিল শুরু হয়েছে। গত এক সপ্তাহের মধ্যেই প্রয়াত হয়েছেন ৬ জন সেলেব্রিটি। আজকের প্রতিবেদনে ২০২৩ সালে প্রয়াত ১০ জন তারকার নাম তুলে ধরা হল।
বৈভবী উপাধ্যায় (Vaibhavi Upadhyay)- ‘সারাভাই ভার্সেস সারাভাই’ খ্যাত এই অভিনেত্রী চলতি মাসের ২০২৩ তারিখ প্রয়াত হয়েছেন। হিমাচল প্রদেশে ঘুরতে গিয়েছিলেন বৈভবী। সেখানেই পথ দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।
আদিত্য সিং রাজপুত (Aditya Singh Rajput)- বলিউড এবং হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভনেতা আদিত্যও কয়েকদিন আগে প্রয়াত হয়েছেন। অভিনেতার বাথরুম থেকে উদ্ধার হয়েছিল তাঁর মৃতদেহ। শোনা যাচ্ছে, পা পিছলে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে আদিত্যর।
পামেলা চোপড়া (Pamela Chopra)- যশ রাজ ফিল্মসের প্রতিষ্ঠাতা যশ চোপড়ার স্ত্রী তথা আদিত্য চোপড়ার মা এবং রানী মুখার্জির শাশুড়ি হলেন পামেলা। চলতি বছর মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
সতীশ কৌশিক (Satish Kaushik)- বলিউডের নামী অভিনেতা সতীশের নামও তালিকায় রয়েছে। হোলির কয়েকদিন পরেই প্রয়াত হন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে আচমকাই মৃত্যু হয় অভিনেতার।
আকাঙ্ক্ষা দুবে (Akanksha Dubey)- ভোজপুরী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী তথা গায়িকা ছিলেন আকাঙ্ক্ষা। চলতি বছর পরলোক গমন করেছেন তিনি। বারাণসীর এক হোটেল থেকে উদ্ধার হয়েছিল তাঁর দেহ।
শাহনওয়াজ প্রধান (Shahnawaz Pradhan)- ‘মির্জাপুর’ খ্যাত শাহনওয়াজের নামও তালিকায় রয়েছে। আচমকাই মৃত্যুর কোলে ঢলে পড়েন অভিনেতা। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন শাহনওয়াজ।
সুনীল হোলকার (Sunil Holkar)- ‘তারকা মেহতা কা উল্টা চশমা’ খ্যাত সুনীলও এই বছর প্রয়াত হয়েছে। জানা গিয়েছে, লিভার সিরোসিসের সমস্যায় ভুগছিলেন অভিনেতা। শেষ পর্যন্ত ৪০ বছর বয়সে জীবন যুদ্ধে পরাজিত হন তিনি।
শরৎ বাবু (Sarath Babu)- দক্ষিণী ইন্ডাস্ট্রির অত্যন্ত পরিচিত মুখ ছিলেন শরৎ। কয়েকদিন আগেই শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা।
রে স্টিভেনসন (Ray Stevenson)- দিন কয়েক আগে প্রয়াত হয়েছেন অস্কার জয়ী ‘আরআরআর’ খ্যাত অভিনেতা রে স্টিভেনসন। মাত্র ৫৮ বছর বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই আইরিশ অভিনেতা।
নীতেশ পাণ্ডে (Nitesh Pandey)- চলতি বছর প্রয়াত হয়েছেন বলিউড এবং হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা নীতেশও। জনপ্রিয় ধারাবাহিক ‘অনুপমা’ অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।
সম্প্রতি মাত্র ৫১ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন নীতেশ। তাঁর মৃত্যুতে ভেঙে পড়েছেন রূপালি গাঙ্গুলী সহ বিনোদন ইন্ডাস্ট্রির একাধিক তারকা।