• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হাতের লক্ষী পায়ে ঠেলেছেন, হতে পারতেন অস্কারজয়ী! এই ১০টি ছবি ফিরিয়ে আজও আফসোস করেন শাহরুখ

বলিউডের (Bollywood) ‘বাদশা’ শাহরুখ খানের (Shah Rukh Khan) সঙ্গে কাজ করা প্রত্যেক পরিচালকের স্বপ্ন। ইন্ডাস্ট্রির বাইরে থেকে এসে নিজের দমে যেভাবে বলিউডে রাজত্ব করছেন ‘কিং খান’ তা সত্যিই কুর্নিশ জানানোর যোগ্য। তবে শাহরুখ যেমন নিজের কেরিয়ারে একাধিক ব্লকবাস্টার ছবি দর্শকদের উপহার দিয়েছেন, তেমনই বহু ব্লকবাস্টার ছবি রিজেক্টও করেছেন। এর মধ্যে নাম রয়েছে অস্কারজয়ী এক হলিউড ছবিরও। আজকের প্রতিবেদনে শাহরুখের বাতিল করা এমনই ১০ সুপারহিট ছবির নাম তুলে ধরা হল।

কহো না প্যায়ার হ্যায় (Kaho Na Pyaar Hai)- রাকেশ রোশন পরিচালিত এই সুপারহিট সিনেমা প্রস্তাব প্রথমে শাহরুখের কাছে গিয়েছিল। কিন্তু রোহিতের চরিত্রে অভিনয় করতে চান না বলে জানান ‘কিং খান’। এরপর রাকেশ নিজের ছেলে ঋত্বিককে লঞ্চ করার সিদ্ধান্ত। আর বাকিটা তো দর্শকরা জানেনই।

   

Kaho Naa Pyaar Hai

লাগান (Lagaan)- আশুতোষ গোয়ারিকরের এই ছবির প্রস্তাব আমির খানের কাছেই গিয়েছিল কিন্তু তিনি বাতিল করে দেন। এরপর শাহরুখকে অফার করা হয়। কিন্তু ছবির সাফল্য নিয়ে তাঁর মনে সংশয় থাকায় তিনিও বাতিল করে দেন। এরপর আশুতোষ অনেক কষ্টে আমিরকে রাজি করান। ‘মিস্টার পারফেকশনিস্ট’ অভিনীত এই সিনেমা বক্স অফিসে ঝড় তুলেছিল। সেই সঙ্গেই অস্কারের দৌড়েও ঢুকে পড়েছিল ‘লাগান’।

Lagaan

জোধা আকবর (Jodha Akbar)- ‘স্বদেশ’ মুখ থুবড়ে পড়লেও আশুতোষ গোয়ারিকর ‘জোধা আকবর’ ছবিতে আকবরের চরিত্র শাহরুখকে অফার করেছিলেন। কিন্তু ছবির শ্যুটিং লোকেশন পছন্দ নয় এবং পরিবারের সঙ্গে সময় কাটাবেন বলে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ‘কিং খান’। এরপর ঋত্বিক রোশনকে নেওয়া হয়েছিল ছবিতে। বক্স অফিসেও ভালো ব্যবসা করেছিল ‘জোধা আকবর’।

Jodha Akbar movie

মুন্নাভাই এমবিবিএস (Munnabhai MBBS)- সঞ্জয় দত্তের কেরিয়ারের অন্যতম সেরা ছবি ‘মুন্নাভাই এমবিবিএস’। তবে বিধু বিনোদ চোপড়া এবং রাজকুমার হিরানি প্রথমে শাহরুখকে নেওয়ার কথা ভেবেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি এবং সঞ্জয় দত্তকে নেওয়া হয়। আর বাকিটা তো ইতিহাস।

Munnabhai MBBS

রঙ দে বসন্তী (Rang De Basanti)- রাকেশ ওমপ্রকাশ মেহরার অন্যতম সেরা ছবি এটি। আমির খান, আর মাধবন, শরমন জোশী, সিদ্ধার্থ, কুণাল কাপুর অভিনীত এই ছবিটি এখনও দর্শকদের মনে গেঁথে রয়েছে। তবে এই ছবিতেও আমিরের চরিত্রটির অফার প্রথমে শাহরুখের কাছে গিয়েছিল। কিন্তু তিনি সেটি বাতিল করে দেন।

Rang De Basanti

৩ ইডিয়টস (3 Idiots)- আমিরের কেরিয়ারের অন্যতম সেরা সিনেমা ‘৩ ইডিয়টস’এর নামও এই লিস্টে রয়েছে। র‍্যাঞ্চোর চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। চেতন ভগতের বই অবলম্বনে তৈরি এই সিনেমার অফার প্রথমে শাহরুখকে দিয়েছিলেন রাজকুমার হিরানি। কিন্তু তিনি রিজেক্ট করে দেন। এরপর র‍্যাঞ্চোর চরিত্রে আমিরকে নেওয়া হয়েছিল।

3 Idiots

রোবোট (Robot)- সারা বিশ্বে ৩৭৫ কোটি টাকার ব্যবসা করা এই ব্লকবাস্টার ছবির জন্যেও প্রথমে শাহরুখকেই ভাবা হয়েছিল। তামিল পরিচালক শঙ্কর প্রথমে বলিউড সুপারস্টারকেই নেবেন ঠিক করেছিলেন। তবে পরে তামিল সুপারস্টার রজনীকান্ত এই ছবিতে অভিনয় করেন।

Robot movie

এক থা টাইগার (Ek Tha Tiger)- ব্লকবাস্টার ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি ছিল এটি এবং ‘এক থা টাইগার’এর অফার সলমনকে নয় বরং শাহরুখকে করা হয়েছিল। কিন্তু তারিখের সমস্যার কারণে তিনি সেই অফার ফিরিয়ে দেন। এরপর সলমনকে নেওয়া হয়। বক্স অফিসে ঝড় তুলেছিল এই সিনেমা। শোনা যায়, শাহরুখ ‘এক থা টাইগার’ রিজেক্ট করার এই সিদ্ধান্তের জন্য প্রবল আফসোস করেছিলেন।

Ek Tha Tiger

স্লামডগ মিলিয়নেয়ার (Slumdog Millionaire)- একাধিক অস্কারজয়ী এই সিনেমার অংশ হওয়ার সুযোগ ছিল শাহরুখের কাছে। কিন্তু তিনি বাতিল করে দেন। ‘কিং খান’কে অনিল কাপুরের চরিত্রটি অফার করা হয়েছিল। কিন্তু তিনি রিজেক্ট করে দেন। শোনা যায়, ‘স্লামডগ মিলিয়নেয়ার’এর অফার ফিরিয়েও হাত কামড়েছিলেন বলিউড সুপারস্টার।

Anil Kapoor in Slumdog Millionaire, Slumdog Millionaire

তারে জমিন পর (Taare Zameen Par)- আমির খান অভিনীত আরও একটি ব্লকবাস্টার ছবির অফার প্রথমে শাহরুখের কাছে গিয়েছিল। কিন্তু তিনি বাতিল করে দেন।

Taare Zameen Par

এরপর ‘তারে জমিন পর’এর অফার আমিরের কাছে যান এবং তিনি লুফে নেন। ‘মিস্টার পারফেকশনিস্ট’ অভিনীত এবং পরিচালিত এই সিনেমা বক্স অফিসেও ঝড় তুলেছিল।

site