• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাংলা সিরিয়ালের এই ১০ জনপ্রিয় হিরোর প্রথম সিরিয়ালের নাম জানেন? দেখে নিন এক ঝলক

Published on:

Adrit Roy Pratik Sen Dibyojyoto Dutta Bengali Serial Hero

বাংলা বিনোদন জগতে এই মুহূর্তে বিরাট দাপট বাংলা বাংলা সিরিয়ালের নায়কদের। এই মুহূর্তে বাংলা সিরিয়ালের জগতে অত্যন্ত জনপ্রিয় হিরোদের মধ্যে অন্যতম ‘মিঠাই’ সিরিয়ালের উচ্ছেবাবু অভিনেতা আদৃত রায় থেকে শুরু করে ‘অনুরাগের ছোঁয়া’র সূর্য অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। বর্তমানে এঁরা প্রত্যেকেই এক কথায় বাংলা সিরিয়ালের সুপারস্টার। আজ বং ট্রেন্ডের পাতায় থাকছে বাংলা সিরিয়ালের এইসব জনপ্রিয় অভিনেতাদের প্রথম সিরিয়ালের নাম।

আদৃত রায় (Adrit Roy): এই তালিকায় প্রথমেই রয়েছেন ‘মিঠাই’ সিরিয়ালের নায়ক সিদ্ধার্থ অভিনেতা আদৃত রায়। অভিনেতার প্রথম বাংলা সিরিয়াল ‘মিঠাই’ হলেও তাঁর ক্যারিয়ারের শুরুটা কিন্তু হয়েছিল বাংলা সিনেমার হাত ধরে। নূরজাহান সিনেমায় অভিনয় করেই প্রথম অভিনয় জগতে ডেবিউ করেছিলেন আদৃত।

Mithai Serial Adrit Roy Soumitrisha Kundu

দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta): এরপরেই রয়েছেন স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালের সূর্য অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। এই অভিনেতার প্রথম সিরিয়াল ছিল জি বাংলার ‘জয়ী’। এরপর একে একে তিনি অভিনয় করেছেন ‘চুনি পান্না’, ‘দেশের মাটি’র মত একাধিক জনপ্রিয় সিরিয়ালে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,নায়ক,Hero,প্রথম সিরিয়াল,First Serial,আদৃত রায়,Adrit Roy,দিব্যজ্যোতি দত্ত,Dibyojyoti Dutta,রুবেল দাস,Rubel Das,গৌরব চ্যাটার্জী,Gourab Chatterjee,অভিষেক বসু,Abhishek Bose,ঋত্বিক মুখার্জী,Writick Mukherjee,গৌরব রায় চৌধুরী,Gourab Roy Chowdhury,হানি বাফনা,Honey Bufna,নীল ভট্টাচার্য,Neel Bhattacharya,প্রতীক সেন,Pratik Sen

প্রতীক সেন (Pratik Sen): তালিকায় রয়েছেন জনপ্রিয় টেলি অভিনেতা প্রতীক সেন। এই অভিনেতার প্রথম সিরিয়াল খোকাবাবু হলেও অভিনয়ে তাঁর প্রথম হাতে খড়ি হয়েছিল ঋতুপর্ণা সেনগুপ্তের বিপরীতে ‘অতিথি’ সিনেমার হাত ধরে। বতমানে এই অভিনেতাকে দেখা যাচ্ছে স্টার জলসার ‘এক্কা দোক্কা’ সিরিয়ালে।

Pratik Sen in Khokababu Serial and Mohor Serial

নীল ভট্টাচার্য (Neel Bhattacharya): রয়েছেন ‘বাংলা মিডিয়াম’ সিরিয়ালের বিক্রম অভিনেতা নীল ভট্টাচার্য। এই অভিনেতার প্রথম সিরিয়াল ছিল ‘ঠিক যেন লাভস্টোরি।

বাংলা সিরিয়াল,Bengali Serial,নায়ক,Hero,প্রথম সিরিয়াল,First Serial,আদৃত রায়,Adrit Roy,দিব্যজ্যোতি দত্ত,Dibyojyoti Dutta,রুবেল দাস,Rubel Das,গৌরব চ্যাটার্জী,Gourab Chatterjee,অভিষেক বসু,Abhishek Bose,ঋত্বিক মুখার্জী,Writick Mukherjee,গৌরব রায় চৌধুরী,Gourab Roy Chowdhury,হানি বাফনা,Honey Bufna,নীল ভট্টাচার্য,Neel Bhattacharya,প্রতীক সেন,Pratik Sen

রুবেল দাস (Rubel Das):  এই অভিনেতাকে বর্তমানে দেখা যাচ্ছে ‘নিম ফুলের মধু সিরিয়ালে’র নায়ক সৃজনের চরিত্রে। তবে তাঁর প্রথম সিরিয়াল ছিল জি বাংলার ‘ভানুমতির খেল’।

বাংলা সিরিয়াল,Bengali Serial,নায়ক,Hero,প্রথম সিরিয়াল,First Serial,আদৃত রায়,Adrit Roy,দিব্যজ্যোতি দত্ত,Dibyojyoti Dutta,রুবেল দাস,Rubel Das,গৌরব চ্যাটার্জী,Gourab Chatterjee,অভিষেক বসু,Abhishek Bose,ঋত্বিক মুখার্জী,Writick Mukherjee,গৌরব রায় চৌধুরী,Gourab Roy Chowdhury,হানি বাফনা,Honey Bufna,নীল ভট্টাচার্য,Neel Bhattacharya,প্রতীক সেন,Pratik Sen

গৌরব চ্যাটার্জী (Gourab Chatterjee): গৌরব চ্যাটার্জী বর্তমানে ছোট পর্দার দর্শকদের কাছে ‘গাঁটছড়া’ সিরিয়ালের ঋদ্ধিমান সিংহ রায় নাম পরিচিত। এই অভিনেতার প্রথম বাংলা সিরিয়াল হল দুর্গা। এই ধারাবাহিকে অভিনেত্রী সন্দীপ্তা সেনের বিপরীতে জুটি বেঁধেছিলেন তিনি। এই ধারাবাহিকে তাঁর নাম হয়েছিল রুপম।

বাংলা সিরিয়াল,Bengali Serial,নায়ক,Hero,প্রথম সিরিয়াল,First Serial,আদৃত রায়,Adrit Roy,দিব্যজ্যোতি দত্ত,Dibyojyoti Dutta,রুবেল দাস,Rubel Das,গৌরব চ্যাটার্জী,Gourab Chatterjee,অভিষেক বসু,Abhishek Bose,ঋত্বিক মুখার্জী,Writick Mukherjee,গৌরব রায় চৌধুরী,Gourab Roy Chowdhury,হানি বাফনা,Honey Bufna,নীল ভট্টাচার্য,Neel Bhattacharya,প্রতীক সেন,Pratik Sen

অভিষেক বসু (Abhishek Bose): জনপ্রিয় অভিনেতা অভিষেক বসু খুব তাড়াতাড়ি কামব্যাক করছেন জি বাংলার নতুন সিরিয়াল ‘ফুলকি’তে। এই অভিনেতার প্রথম সিরিয়াল ছিল ‘বোঝেনা সে বোঝেনা’। এই ধারাবাহিককে তিনি অর্ক নামের দ্বিতীয় প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন।

বাংলা সিরিয়াল,Bengali Serial,নায়ক,Hero,প্রথম সিরিয়াল,First Serial,আদৃত রায়,Adrit Roy,দিব্যজ্যোতি দত্ত,Dibyojyoti Dutta,রুবেল দাস,Rubel Das,গৌরব চ্যাটার্জী,Gourab Chatterjee,অভিষেক বসু,Abhishek Bose,ঋত্বিক মুখার্জী,Writick Mukherjee,গৌরব রায় চৌধুরী,Gourab Roy Chowdhury,হানি বাফনা,Honey Bufna,নীল ভট্টাচার্য,Neel Bhattacharya,প্রতীক সেন,Pratik Sen

ঋত্বিক মুখার্জী (Writick Mukherjee): দাপুটে এই অভিনেতার অভিনয়ের ক্যারিয়ার শুরু করেছিলেন ‘কাদম্বিনী’ সিরিয়ালে  এটি পার্শ্ব চরিত্রে অভিনয় করে। পরবর্তীতে ‘এই পথ যদি না শেষ হয় সিরিয়াল’ এ তাঁর অভিনীত টুকাই বাবুর চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল দর্শকমহলে। বর্তমানে তাঁকে জি বাংলার ‘মন দিতে চাই’ সিরিয়ালের নায়ক সোমরাজ চরিত্রে দেখছেন দর্শক।

Writwik Mukherjee side role Prothoma kadambini

গৌরব রায় চৌধুরী (Gourab Roy Chowdhury); তালিকায় রয়েছেন জনপ্রিয় টেলি অভিনেতা গৌরব রায় চৌধুরীও। বর্তমানে এই অভিনেতাকে ‘রাঙা বউ’ সিরিয়ালে কুশ চরিত্রে দেখা গেলেও একসময় তিনি ‘ভালবাসা ডট কম’ সিরিয়ালের হাত ধরে পার্শ্ব চরিত্রে অভিনয় করেই  নিজের অভিনয়ের ক্যারিয়ার শুরু করেছিলেন।

 

বাংলা সিরিয়াল,Bengali Serial,নায়ক,Hero,প্রথম সিরিয়াল,First Serial,আদৃত রায়,Adrit Roy,দিব্যজ্যোতি দত্ত,Dibyojyoti Dutta,রুবেল দাস,Rubel Das,গৌরব চ্যাটার্জী,Gourab Chatterjee,অভিষেক বসু,Abhishek Bose,ঋত্বিক মুখার্জী,Writick Mukherjee,গৌরব রায় চৌধুরী,Gourab Roy Chowdhury,হানি বাফনা,Honey Bufna,নীল ভট্টাচার্য,Neel Bhattacharya,প্রতীক সেন,Pratik Sen

হানি বাফনা (Honey Bufna): তালিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেতা হানি বাফনা। বর্তমানে ‘সোহাগ জল’ সিরিয়ালে শুভ্র চরিত্রে অভিনয় করছেন তিনি।

বাংলা সিরিয়াল,Bengali Serial,নায়ক,Hero,প্রথম সিরিয়াল,First Serial,আদৃত রায়,Adrit Roy,দিব্যজ্যোতি দত্ত,Dibyojyoti Dutta,রুবেল দাস,Rubel Das,গৌরব চ্যাটার্জী,Gourab Chatterjee,অভিষেক বসু,Abhishek Bose,ঋত্বিক মুখার্জী,Writick Mukherjee,গৌরব রায় চৌধুরী,Gourab Roy Chowdhury,হানি বাফনা,Honey Bufna,নীল ভট্টাচার্য,Neel Bhattacharya,প্রতীক সেন,Pratik Sen

এই অভিনেতাকে প্রথমবার দেখা গিয়েছিল ‘তুমি আসবে বলে’। এই সিরিয়ালে একটি পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।তবে পরবর্তীতে ‘বকুল কথা’ সিরিয়ালে নায়কের চরিত্রেই প্রথম বড় ব্রেক পেয়েছিলেন হানি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥