• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একমাস পেরোলো একরত্তি! কেক কেটে ছেলের একমাসের জন্মদিন উদযাপন করলেন পূজা-কুনাল

Puja Banerjee Krishiv Verma

টলি পাড়ায় পরপর খুশির হাওয়া। শুভশ্রীর পর এবার সদ্য মা হয়েছেন অভিনেত্রী পূজা ব্যানার্জি। গত ৯ই অক্টোবর মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন পূজা। করোনার জেরে পূজা কুনালের ধুমধাম করে বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা ভেস্তে যায়। তাই সদ্য মা বাবা হওয়ায় বেজায় খুশি এই তারকা দম্পতি। কিন্তু অভিনেত্রী জানান আগেই রেজিস্ট্রি সেরে রেখেছিলেন দম্পতি।

এই সেদিনের একরত্তি আজ দেখতে দেখতে একমাস পেরোলো সে। আর সেই উপলক্ষ্যেই পূজা এবং তার স্বামী কুনাল খুদেকে আদরে ভরিয়ে দিলেন। সাথে সাথে উদযাপন করলেন ছেলের একমাসের জন্মদিনও। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সেই ছবি শেয়ার করলেন পূজা-পতি কুনাল।

ছবিতে দেখা যাচ্ছে, অভিনেত্রী পূজা ব্যানার্জির কোলে রয়েছে ছোট্ট খুদে। কুনালের হাতে একটি কেক আর তাতে লেখা ‘হ্যাপি ফার্স্ট মানথ, টাইগার’। গত ৯ই নভেম্বর এক মাসে পা দিয়েছে পূজা পুত্র। জন্মদিনে খুদেকে কোলে নিয়ে আদরে ভরিয়ে দিয়েছেন দম্পতি। ক্যাপশানে কুনাল লিখেছেন, “আমাদের পৃথিবী এক মাস পেরোলো, ভগবান তোমার মঙ্গল করুক”। যদিও ছেলের ছবি দিলেও কখনোই খুদের মুখ প্রকাশ্যে আনেন না এই দম্পতি। তার মুখের উপর একটি পৃথিবীর ইমোজি বসিয়ে তারপরেই ছবি শেয়ার করেছেন কুনাল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥