• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হিন্দুধর্ম নিয়ে ছেলেখেলা! ‘তান্ডব’ এর কলাকুশলীদের জিভ কাটতে পুরস্কার মিলবে ১ কোটি!

Published on:

Tandav Saif Ali Khan সইফ আলী খান

ওটিটি প্ল্যাটফর্ম আসার ফলে বর্তমানে চলচ্চিত্র ছাড়িয়ে ওয়েবসিরিজের রমরমা। স্বাভাবিকভাবে বিতর্কের ক্ষেত্রেও অগ্রাধিকার পেয়েছে বেশ কিছু ওয়েব সিরিজ। নেটফ্লিক্সের (Netflix) ‘লায়লা’ (Leila) হোক বা ‘স্যাকরেড গেমস’ (Sacred Games), ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ আনা হয়েছে বারংবার। আর এইবারের বিক্ষোভ ও সমালোচনার লক্ষ্যে পড়েছে এমনই এক ওয়েব সিরিজ! সইফ আলী খান (Saif Ali Khan)- সুনীল গ্রোভর (Sunil Grover) অভিনীত ওয়েব সিরিজ ‘তান্ডব’ (Tandav)-এর বিরুদ্ধে এহেন অভিযোগ এনেছে কর্নী সেনা (Karni Sena) ও আরএসএস (RSS)-এর মত রাজনৈতিক দল।

সাইফ আলী খান তাণ্ডব Saif Ali Khan Tandav

শুধু এখানেই থেমে নেই। হিন্দু ধর্মে ভাবাবেগে আঘাত লাগার জল গড়িয়েছে অনেকদূর। এই সিরিজে হিন্দুধর্মের অবমাননা করা হয়েছে এমন অভিযোগে এক কট্টরপন্থী হিন্দু সংগঠন হুমকি দিয়ে জানিয়েছে, তান্ডবের কলাকুশলীদের জিভ কেটে আনতে পারলে ১ কোটি টাকার পুরস্কার মিলবে।

এই সংগঠনের নেতা অজয় সেঙ্গার হুঙ্কার ছেড়ে বলেন, “তান্ডবের নির্মাতাদের জিভ কেটে আনতে পারলে ১ কোটি টাকা পুরস্কার দেব। যদিও এর আগে বহুবার তান্ডবের নির্মাতারা ক্ষমা চাইলেও অজয় সেঙ্গার সাফ জানিয়েছেন সেটাই যথেষ্ট নয়।

Tandav Saif Ali Khan সইফ আলী খান

সূত্রের খবর অনুযায়ী, সইফ আলি খান এবং ডিম্পল কাপাডিয়া অভিনীত সিরিজে ভগবান শিব ও ভগবান রামকে অপমান করার অভিযোগ তুলে সিরিজটির দৃশ্য খতিয়ে দেখার জন্য তথ্যসম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরের কাছে আবেদন জানিয়েছেন বিজেপি নেতা কপিল মিশ্র। অনিফিকে বিজেপি বিধায়ক রাম কদমও সমালোচনার ঝড় তুলেছেন। বিধায়কদের বক্তব্য, “ছবি বানানোর ক্ষেত্রে হিন্দু ধর্মের মানহানি নতুন অভ্যাসে দাঁড়িয়েছে। তবে শুধু দুঃখ প্রকাশ করলেই পার পাবেন না নির্মাতারা।” সূত্রের মতে, ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ তুলে হজরতগঞ্জ থানায় পরিচালক আলি আব্বাস জফর, লেখক গৌরব সোলাঙ্কি, প্রযোজক হিমাংশু কৃষ্ণা মেহরা এবং ভারতের আমাজন প্রাইম ভিডিও প্রধান অপর্ণা পুরোহিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥