• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

TRP কমেছে, তাই ফ্লপ সিরিয়াল বাদ! জনপ্রিয় সিরিয়ালের ঘাড়ে কোপ মারল ‘উড়ন তুবড়ি’, রইল টাইম স্লট

জি বাংলা হোক বা ষ্টার জলসা সব চ্যানেলেই এখন নতুন বাংলা সিরিয়ালের (New Bengali Serial) হিড়িক পরে গিয়েছে। বিগত কয়েক মাসে একাধিক নতুন সিরিয়াল আরম্ভ হয়েছে। এবার জি বাংলার পর্দায় আসছে নতুন সিরিয়াল ‘উড়ন তুবড়ি’ (Uron Tubri)।  পুরোনো যে সমস্ত সিরিয়াল TRP কমে জনপ্রিয়তা হারিয়েছে তাদের বন্ধ হয়ে যেতে হয়েছে নয়তো বদলেছে  টাইম স্লট। আর ‘উড়ন তুবড়ি’ সিরিয়ালকে জায়গা করে দিতে এবার টাইম স্লট হারাল জনপ্রিয় এক সিরিয়াল।

কিছুদিন আগেই ‘উড়ন তুবড়ি’ সিরিয়ালের প্রোমো ভিডিও শেয়ার করা হয়েছিল জি বাংলা চ্যানেলের পক্ষ থেকে। প্রোমো ভিডিও দেখেই চর্চায় উঠে এসেছিল সিরিয়ালটি, কারণ ‘চপশিল্প’ নিয়ে নাকি তৈরী হচ্ছে সিরিয়াল! তাই নেটিজেনদের কাছে খানিক কটাক্ষের শিকার হয়েছিল সিরিয়ালটি। সিরিয়ালে দেখা যাবে বিখ্যাত অভিনেত্রী লাবণী সরকারকে (Laboni Sarkar)।

   

Uron Tubri,New Bengali Serial,Zee Bangla,উড়ন তুবড়ি,নতুন বাংলা সিরিয়াল,Bengali Serial News,Aprajita Apu,Uron Tubri Serial Timing

এবার প্রকাশ্যে এল নতুন সিরিয়ালের  সম্প্রচারের দিনক্ষণ। আগামী ২৮শে মার্চ থেকে সম্প্রচারিত হবে সিরিয়ালটি। কখন দেখা যাবে নতুন সিরিয়াল? সন্ধ্যে ৬টা থেকেই দেখা যাবে ‘উড়ন তুবড়ি’। কিন্তু তাহলে ‘অপরাজিতা অপু’ সিরিয়ালের কি হবে? কারণ সন্ধ্যে ৬টা থেকে অপু আর দীপুর কাহিনী দেখা যেত। তাহলে কি বন্ধ হয়ে যাবে অপরাজিতা অপু সিরিয়াল? নাকি টাইম স্লট বদলে অন্য কোনো সময়ে দেখা যাবে সেরিয়ালটিকে!

Uron Tubri,New Bengali Serial,Zee Bangla,উড়ন তুবড়ি,নতুন বাংলা সিরিয়াল,Bengali Serial News,Aprajita Apu,Uron Tubri Serial Timing

বর্তমানে ‘অপরাজিতা অপু’ সিরিয়ালের নিয়ে কোনো খবর প্রকাশ্যে আনেনি চ্যানেল কর্তৃপক্ষ। তবে আশা করা হচ্ছে খুব শীঘ্রই সিদ্ধান্ত জানাবো হ তবে। আসলে বিগত কিছুদিন ধরে সিরিয়ালের জনপ্রিয়তা অনেকটাই কমে গিয়েছে একসময় প্রথম তিন থেকে পাঁচের মধ্যে থাকলেও শেষ প্রকাশি টিআরপি লিস্টে সেরা দশেও নেই সিরিয়াল। তাই নেটিজেনদের ধারণা সিরিয়ালের টাইম স্লট পরিবর্তন করা হবে।

প্রসঙ্গত, সিরিয়ালে অপু মারা গিয়েছে। তবে আসলে কিন্তু অপু মারা যায়নি। বরং বৃদ্ধা মিস গোমস সেজে হাজির হয়েছেন বাড়িতে। সিরিয়ালে যখন অপুর মৃত্যু দেখানো হয়েছিল তখনই দর্শকদের অনেকেই মন্তব্য করেছিলেন, কদিন পরেই বেঁচে ফিরবে। কারণ এর আগেও সিরিয়ালের আরেক চরিত্র মোর গিয়েও অন্য বেশে বাড়িতে ফিরে ছিল। এখন আগামী দিনে সিরিয়ালের কি হয় সেটা জানার অপেক্ষায় রয়েছে দর্শকেরা।