• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লক্ষী কাকিমার পর মাঝপথেই বন্ধ হচ্ছে জি বাংলার আরও এক সিরিয়াল, রইল শেষ সম্প্রচারের দিনক্ষণ

বাংলা টেলিভিশনে এখন বাংলা সিরিয়ালের মেলা। একটা শেষ হতে না হতেই এসে হাজির হচ্ছে আরও একটা মেগা সিরিয়াল। তাই দিনের পর দিন ইলাস্টিকের মতো টেনে টেনে সিরিয়ালের কাহিনী বাড়িয়ে তোলার দিন শেষ। টিআরপিতে খারাপ রেজাল্ট করলেই অকালে শেষ হয়ে যাচ্ছে যে কোনো সিরিয়াল। দিনের শেষে সব সিরিয়ালই এখন ব্যবসা।

তাই দিনের শেষে সব সিরিয়ালের ক্ষেত্রেই শেষ কথা বলে টিআরপি। ইতিমধ্যেই শেষের মুখে জি বাংলার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। গত বছরের শেষেই ৩০ ডিসেম্বর শেষ হয়েছে অপরাজিতা আঢ্য এবং দেবশঙ্কর হালদার অভিনীত এই জনপ্রিয় মেগার অন্তিম পর্বের শুটিং। যদিও এখনও পর্যন্ত জানা যায়নি টিভির পর্দায় এই ধারাবাহিক সম্প্রচারের শেষ তারিখ। তবে জানা যাচ্ছে জানুয়ারিতেই শেষ হবে এই ধারাবাহিক।

   

Aparajita Adhya's emotional post on socail media after last day of shooting

লক্ষ্মী কাকিমার পরেই এবার জানা যাচ্ছে নতুন বছরেই বন্ধ হতে চলেছে জি বাংলার আরও একটি ধারাবাহিক। হ্যাঁ এবার শোনা যাচ্ছে বন্ধ হচ্ছে জি বাংলার একমাত্র ডাবিং ধারাবাহিক ‘শিশু ভোলানাথ’ (Sishu Volanath)।  রবিবার ৮ জানুয়ারি শেষ হয়েছে এই ধারাবাহিকের সম্প্রচার। ধারাবাহিকে শিশু ভোলানাথের চরিত্রে অভিনয় করেছেন আন তিওয়ালি।

এছাড়া মহাসতী অনুসূয়া চরিত্রে অভিনয় করেছেন মৌলি গঙ্গোপাধ্যায়, মহাদেব হয়েছিলেন সিদ্ধার্থ অরোরা এবং দেবী পার্বতীর চরিত্রে অভিনয় করেছেন শিব্যা পাথানিয়া। প্রসঙ্গত জি-টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘বাল শিবা’ থেকে ডাবিং করেই এতদিন জি বাংলার পর্দায় সম্প্রচারিত হয়েছে এই শিশু ভোলানাথ। এই মূল ধারাবাহিকও শেষ হয়েছিল খুব কম সময়ের মধ্যে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,লক্ষ্মী কাকিমা সুপারস্টার,Lokkhi Kakima Superstar,শিশু ভোলানাথ,Shishu Bholanath,শ্রীকৃষ্ণ লীলা,Shree Krishna Leela,বন্ধ,Air Off,নতুন সিরিয়াল,New Serial,জি বাংলা,Zee Bangla

তাই স্বভাবতই জি টিভির মতোই একই পথে হাঁটছে জি বাংলা। নির্দিষ্ট সময়েই তাই শেষ করে দেওয়া হচ্ছে এই ধারাবাহিক। পরিবর্তে ওই একই সময়ে জি বাংলার পর্দায় আসছে আরো একটি ডাবিং সিরিয়াল ‘শ্রীকৃষ্ণ লীলা’ (Srikrishna Leela)। ভগবান দেবকীর অষ্টম গর্ভের সন্তার ভগবান শ্রীকৃষ্ণের জন্ম লগ্ন থেকে শুরু করে নানান লীলা কাহিনী ফুটে উঠবে এই মেগা সিরিয়ালে।

আসলে এই মেগা সিরিয়ালটিও জি টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘পরম অবতার শ্রীকৃষ্ণ’-এর ডাবিং করে সম্প্রচারিত হবে শ্রীকৃষ্ণ লীলা নামে। এই মূল ধারাবাহিকের দিকে নজর দিলে দেখা যাবে, জিটিভিতে এই ধারাবাহিকটি দীর্ঘ তিন বছর ধরে সম্প্রচারিত হয়েছিল।  এখন দেখার এই নতুন ধারাবাহিক দর্শকমহলে ঠিক কতটা ছাপ ফেলতে পারে।