• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আচমকাই বদলাচ্ছে সুদীপা ‘রান্নাঘর’র সময়, ‘অহংকার পতনের কারণ’! কটাক্ষ নেটিজেনদের

খাদ্যরসিক বাঙালির খাবারে সাথী জি বাংলার রান্নাঘর (Zee Bangla Rannaghor) অনুষ্ঠান। দেখতে দেখতে পাঁচ হাজার পর্ব পেরিয়েছে এই রান্নার শো। যেটা নন-ফিকশন শোয়ের জগতে একটা রেকর্ড। আর অন্য কোনো শো এতদিন ধরে চলেনি। বর্তমানে এই রান্নাঘর শোয়ের সঞ্চালিকা হিসাবে পর্দায় দেখা যায় সুদীপা চ্যাটার্জীকে (Sudipa Chatterjee)। সোশ্যাল মিডিয়াতেও অভিনেত্রীর জনপ্রিয়তা রয়েছে বেশ। তবে মাঝে মধ্যেই বিতর্কে জড়িয়ে নেটিজেনদের কটাক্ষের শিকার হন অভিনেত্রী।

বিশেষ করে শেষ কয়েক মাসে সকলেই চিনে গিয়েছেন সুদীপাকে। ডেলিভারি বয়কে নিয়ে মন্তব্য করে নেটপাড়ায় তুমুল কটাক্ষের শিকার হয়েছিলেন অভিনেত্রী। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিরাও নিন্দা করতে ছাড়েননি। এছাড়াও যে কোনো কিছু পোস্ট করলেও শুরু হচ্ছে বিতর্ক আর শেষ জুটছে কটাক্ষ। মাঝে রান্নাঘর বয়কটের ডাকও উঠেছিল, তবে শো ঠিকই চলছিল।

   

Sudipa Chatterjee

সম্প্রতি রান্নাঘরপ্রেমীদের জন্য একটা খারাপ খবর মিলেছে। বিগত এক দশকেরও বেশি সময় ধরে বিকেলর দিকেই দেখা যেত রান্নাঘর। যদিও মাঝে বেশ কয়েকবার বদলে ছিল সময় তবে এখনও পর্যন্ত 4.30 এ দেখা যাচ্ছিল। কিন্তু এবার আর তা দেখা যাবে না। কারণ হটাৎই বদলে যাচ্ছে রান্নাঘরের সম্প্রচারের সময়।

Sudipa Chatterjee

যেমনটা জানা যাচ্ছে বিকেল ৪.৩০ এর পরিবর্তে ৪টে কিংবা একেবারে দুপুরে ১২টা বা ২টোর টাইম স্লটে চলে যেতে পারে। তবে এখুনি নিশ্চিত করে বলা যাচ্ছে না সঠিক সময়। আসলে জি বাংলায় একাধিক নতুন সিরিয়াল আসতে চলেছে। তাদের জায়গা ছেড়ে দিতে কম টিআরপি এর সিরিয়ালগুলোর সময় পরিবর্তিত হচ্ছে। তাই হয়তো স্লট মেকআপ করতে এমন সিদ্ধান্ত নিতে চলেছে কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, ২০০৫ সালে প্রথম শুরু হয়েছিল জি বাংলার রান্নাঘর। শুরুতে বিকেল ৫টায় সম্প্রচারিত হত অনুষ্ঠানটি। এরপর দিদি নং এর স্লট পাল্টে যাওয়ায় ৪.৩০ তে চলে আসে রান্নাঘর। তবে ১৭ বছর পেরিয়েও শোয়ের জনপ্রিয়তা কিন্তু কোনো অংশে কম হয়েছে বলা যায় না। আশা করা হচ্ছে নতুন টাইম স্লটেও দর্শকেরা ঠিকই আগের মত পছন্দ করবেন রান্নাঘরকে।