জি বাংলার ‘রান্নাঘর’ (Rannaghor) শোয়ের সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee) বহুবার বহু বিতর্কে জড়িয়েছেন। তাঁর অহংকারের কথাও দর্শকদের অজানা নয়। সম্প্রতি যেমন ফের একটি বিতর্কে জড়িয়েছেন তিনি। একটি খাবার ডেলিভারি বয়ের ফোন কল নিয়ে করা সুদীপার একটি পোস্ট ঘিরে চরম বিতর্ক হয়েছিল। শেষ পর্যন্ত বাধ্য হয়ে সেটি মুছে দেন তিনি। এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সমালোচনার মাঝে সুর ছড়িয়েছেন শ্রীলেখা মিত্রও (Sreelekha Mitra)।
কি লিখেছিলেন সুদীপ মুখার্জী ফেসবুকে? তিনি লিখেছিলেন, আমি শুধু জানতে চাই সুইগির একজন ডেলিভারি বয়ও ফোন না করে কেন গন্তব্যে পৌঁছাতে পারে না? ফোন করে কেন বলবে, ‘আমি আসছি আপনি গেটটা খুলুন’ আমি কি দারোয়ান যে গেট খুলব?’ নিজের মন্তব্যের জেরে সমালোচনার শুরু হতেই পোস্ট মুছে দেন তিনি। কিন্তু ততক্ষণে সেই স্ক্রিনশট ভাইরাল হয়ে পড়েছে সর্বত্র।
সেই স্ক্রিনশট নিজের প্রোফাইলে শেয়ার করেন শ্রীলেখা মিত্র। সাথে লেখেন, ‘উদ্ধত অসভ্য এই মহিলা!’ সেই পোস্টটিও বেশ ভাইরাল পরে। এরপর টিভিনাইন বাংলার এক সাক্ষাৎকারে হাজির হয়েছিলেন অভিনেত্রী। সেখানে তিনি বলেন, ‘আমি তো বিশ্বাসই করতে পারছি না যে উনি আমাকে নিয়ে এমন বলেছেন। ছোট থেকে চিনি, আমার দাদার বন্ধু, আমার ছবিতে কাজ করেছেন। খুব অবাক হলাম যে একজন অভিনেত্রী আমার মত একজন সামান্য সঞ্চালিকাকেও নজরে রাখেন।’
এরপর তিনি আরও জানান, ‘আসলে যখন উনি আমার স্বামী অগ্নিদেব ও প্রসেনজিৎ চাত্তাপধ্যায়কে নিয়ে কুমন্তব্য করেন তখন আমি দাদা ও স্বামীর পাশে দাড়াই। তখন থেকেই আমি খারাপ হয়ে গেছি। আমাদের যখনই দেখা হয়েছে তখনই আমার বর আর ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে নানা ধরণের মন্ত্রণা দিতেন। তিনি বলতেন, তোমার বর তো ঋতুকে ছাড়া কোনো নায়িকাকেই দেখতে পারে না। কিন্তু আমি সেসব কথাই পাত্তা দিইনি, তাই এখন আমি খারাপ!’
শুধু এখানেই শেষ নয় আরও কিছু তথ্য এদিন তুলে ধরেন সুদীপা। তাঁর মতে, শ্রীলেখা নাকি রটিয়ে বেড়ান যে সুদীপা অগ্নিদেবকে অনেক কষে বিয়ে করেছেন! আমার স্বামী আমায় কি উপহার দিচ্ছে সেটাও নজরে রাখেন। এরপরেই অভিনেত্রী বলেন, ‘আমার স্বামী আমায় কি উপহার দিল তাতে ওর কি? উনি কি নজর রাখেন আমাদের ওপর? নাকি ওঁর আমার স্বামীর প্রতি দুর্বলতা আছে?’ শেষে বলেন, বড় অভিনেত্রী, নিজের কাজের প্রতি ফোকাসড হলেই শিরোনামে থাকবেন এসব বিতর্ক করে ফোকাসে থাকার চেষ্টা করতে হবে না।
কিন্তু এত বিতর্কের মুলে যে পোস্ট সেটি কেন করেছিলেন সুদীপা? এর উত্তরে জানা গিয়েছে, অনেকের থেকেই খবর নিয়েছেন ফোনে না পেলে খাবার পৌঁছাচ্ছে না ডেলিভারি বয়েরা। নট রিচেবল বলে খাবার ফেরত নিয়ে যাচ্ছে, এদিকে টাকাও ফেরত হচ্ছে না। সেই কারণেই নিতান্ত মজার ছলে পোস্টটি করেছিলেন তিনি, যাতে বাকিদের সচেতন করা যায় এই বিষয়ে।