• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিশ্ব পরিবেশ দিবসে মা শুভশ্রীর সাথে খেলার ছলে গাছ লাগাতে ব্যস্ত ছোট্ট যুবান

আজ ৫ই জুন, বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day)। আজকের দিনটি পরিবেশের জন্য উৎসর্গ। পরিবেশ বলতে ছোট থেকেই আমরা জেনে এসেছি আমাদের চারিপাশের গাছপালা পশু পাখি সমস্ত কিছু। কিন্তু সভ্যতার অগ্রগতির সাথে পৃথিবীর বুক থেকে দ্রুত কমেছে গাছের সংখ্যা। তাই বিশ্ব পরিবেশ দিবসে অনেকেই বৃক্ষ রোপণ করে দিনটি পালন করেন। এবার এই ছবিই ধরা পড়ল টলিউডের অভিনেত্রী শুভশ্রীর (Subhashare) বাড়িতেও।

কিছুদিন আগে করোনামুক্ত হয়েছেন অভিনেত্রী। করোনা আক্রান্ত হবার কারণে প্রাণের টুকরো ছেলে যুবানের (Yuvaan) থেকে আলাদা থাকতে হয়েছিল অভিনেত্রীকে দীর্ঘদিন। এবার সুস্থ্য হয়ে ছেলের সাথেই দিন কাটছে তাঁর।আর বিশ্ব পরিবেশ দিবসে শুভশ্রীর গাছ লাগানোর সঙ্গীও হয়েছে ছোট্ট যুবান।

   

শুভশ্রী World Environment Day Subhashree Yuvaan tree plantation

ছোট্ট যুবান এমনিতেই খেলা আর ঘোরার দিকে বেশ এক্সপার্ট। মাঝে মধ্যেই যুবানের খেলা থেকে শুরু করে ঘুরুঘুরুর ছবি ও ভিডিও শেয়ার করেন মা শুভশ্রী ও বাবা রাজ চক্রবর্তী। সম্প্রতি মা শুভশ্রীর সোশ্যাল মিডিয়া থেকে কিছু ছবি শেয়ার করা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে মায়ের কোলে বসে গাছ লাগানো দেখছে ছোট্ট যুবান। শুধু এই নয় খেলার ছলে হাতে মাটি ও জলের মগ নিয়েও দেখা গেছে যুবানকে।

শুভশ্রী World Environment Day Subhashree Yuvaan tree plantation

পরিবেশ দিবসে মা ছেলের বৃক্ষ রোপণের ছবি শেয়ার হবার পর থেকে ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে পড়েছে। ছবি শেয়ার হবার মাত্র ঘন্টা দুয়েকের মধ্যেই ছবিতে লাইকের সংখ্যা পেরিয়েছে ৫০ হাজারেরও বেশি। আসলে ছোট্ট যুবানের জন্মের পর থেকেই খুদে সেলেব্রিটি সে। কখনো মায়ের সাথে তো কখনো বাবা সাথে যুবানের ছবি মানেই ভাইরাল।

শুভশ্রী World Environment Day Subhashree Yuvaan tree plantation

প্রসঙ্গত, দুদিন আগেই বাবার নিজের রোজগারে কেনা প্রথম বাইকে চেপে ছিল যুবান। রাজ চক্রবর্তী নিজেই সেই ছবি শেয়ার করেছিলেন। ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘আমার প্রথম বাইক পালসার ১৫০। ২০০৩ সালে কেনা নিজের প্রথম উপার্জনের টাকা দিয়ে। যেটা এখন ছেলে চাপার চেষ্টা করছে। বাইকটি আমি অনেক যত্নে রেখেছে রাখবোও তোমার জন্য যুবান’।