• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নতুন আপডেট Whatsapp এ, নতুন ইমোজি থেকে শুরু করে রয়েছে দুর্দান্ত সব ফিচার

বর্তমান যুগে চ্যাটিং এর জন্য Whatsapp  বেশ জনপ্রিয়। Whatsapp ব্যবহার করেন না এমন লোক খুঁজে পাওয়া দায়। জনপ্রিয় এই চ্যাটিং অ্যাপ Whatsapp হাজির হল তার নতুন আপডেট নিয়ে। নতুন আপডেট রয়েছে দুর্দান্ত সব ফিচার। নতুন আপডেট যুক্ত হয়েছে অনেক নতুন ইমোজি। রয়েছে আরো অনেক কিছু।

যেমনটা জানা যাচ্ছে, WABetaInfo এর রিপোর্ট অনুযায়ী কিছুদিন আগেই হোয়াটস্যাপ গুগল প্লেতে বিটা পোগ্রামের এই আপডেট এনেছে। যার ভার্শন হল ২.২০.২০৬.১১। এই আপডেট যারা যারা করেছেন তাদের কাছে অনেক নতুন নতুন ইমোজি অ্যাভেলেবল হয়েছে।  যদিও তাদের  পাঠানো নতুন ইমোজি দেখতে পাচ্ছেন না সাধারণ হোয়াটস্যাপ ব্যবহারকারীরা। তবে যেমন তা জানা যাচ্ছে খুব শীঘ্রই এই সমস ইমোজি গুলি সাধারণ Whatsapp ইউজারদের জন্য অ্যাভেলেবল হয়ে যাবে।

   

নতুন ইমোজি ছাড়াও আরো একটি দুর্দান্ত ফিচার আসতে চলেছে Whatsapp  এ। চলতি বছরের অগাস্ট মাসে একটি অ্যাডভান্স ওয়ালপেপার ফিচারের কথা হয়েছিল। এবার সেই ফিচারটি নিয়েও জোরকদমে কাজ চলছে নতুন আপডেটে। বিটা ভার্শন ইউজাররা ইতিমধ্যেই প্রতিটি আলাদা আলাদা চ্যাটের জন্য আলাদা আলাদা ওয়ালপেপার সেট করতে পারছেন। এই ফিচারটি বহু প্রতীক্ষিত একটি ফিচার। জানা যাচ্ছে তিনটি ভাগে মোট ৮৮টি ওয়ালপেপার থাকছে নতুন আপডেটে।

ব্রাইট কালার এর ৩২টি, ডার্ক কালারে ২৯ টি ও সলিড কালারে মোট ২৭ টি ওয়ালপেপার দেখা যাবে। সাথে থাকবে চতুর্থ অপশন, যেটা দিয়ে নিজের পছন্দ মত ওয়ালপেপার সেট করতে পারবে ইউজাররা।