• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টিকিটের আয়ের বিপুল যায় মহৎ উদ্দেশ্যে কাজে লাগান অরিজিৎ সিং, সত্যিটা জানলে সাল্যুট করবেন আপনিও

বলিউডের গায়কদের মধ্যে অরিজিৎ সিং (Arijit Singh) নামটা সকলের কাছেই বেশ পরিচিত। জাদুকরী সুরের মাধ্যমে প্রতিটা শ্রোতাকেই যেন মন্ত্রমুগ্ধ করে দেন তিনি। তবে সম্প্রতিকালে অরিজিৎ সিং নামটা এক বিশেষ কারণে চর্চায় উঠে এসেছে। শীতের মরশুমে একাধিক কনসার্টের আয়োজন হয়। আর এমনই একটি কনসার্ট যেখানে অরিজিৎ আসবেন তার টিকিটের দাম নিয়েই শুরু হয়েছে ব্যাপক চর্চা।

অরিজিৎ সিংয়ের লাইভ কনসার্ট (Arijit Singh Live Consert) দেখার জন্য কয়েক হাজার টাকা খরচ করতে হত একসময়। তবে এবছর সেই টিকিটেরই দাম আকাশ ছুঁয়েছে। হাজারে নয় লাখে পৌঁছে গিয়েছে দাম। অরিজিতের শোয়ের সর্বোচ্চ টিকিটের মূল্য ১৬ লক্ষ্য টাকা। যেটা জানার পরেই সোশ্যাল মিডিয়াতে রীতিমত তুঙ্গে আলোচনা। এমনকি নতুন বছরে কলকাতার শোয়ের সর্বোচ্চ টিকিটের দামও লাখের কাছাকাছি।

   

Arijit Singh Live Consert Kolkata Ticket High Price

টিকিটের এমন বীভৎস দাম দেখে যথারীতি ট্রোলিং শুরু হয়েছে নেটপাড়ায়। অরিজিৎ সিং তো বটেই শোয়ের আয়োজকদের নিয়েও চলছে সমালোচনা। সাথে উঠে আসছে এই বিপুল পরিমাণ টিকিটের অর্থ নিয়ে কি করেন গায়ক? এবার এই প্রশ্নেরই উত্তর পাওয়া গেল।

একসময় গায়ক নিয়েই জানিয়েছিলেন কনসার্টের টিকিট বিক্রির টাকা দিয়ে কি করেন তিনি। এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘আমাদের লক্ষ্য হল দরিদ্র, বঞ্চিত শিশু, তরুণ থেকে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের সাহায্য করা। তাদের শিক্ষা, স্বাস্থ্য থেকে খেলাধুলার সুযোগ সুবিধার গুরুত্ব সম্পর্কে বোঝানো। এক বেসরকারি সমাজসেবী সংস্থার সাথে হাত মিলিয়ে সেই কাজটাই করেন তিনি।

arijit singh

কনসার্টের টিকিট বা পারিশ্রমিকের যে টাকা আসে সেটা গায়ক একা মোটেই নেন না। তাঁর গোটা টিমের সদস্যদের পারিশ্রমিক রয়েছে। তাছাড়া নিজের প্রাপ্য পারিশ্রমিকের একটা বড় অংশ তিনি দেন করে দেন বিভিন্ন সমাজসেবা মূলক কাজের জন্যই। এর উদাহরণ হল তাঁর নিজের গ্রাম জিয়াগঞ্জেই একাধিক সমাজ উন্নয়ন মূলক কাজ করেছেন তিনি।

প্রসঙ্গত, আগামী ৩ রা ও ১৭ ই ডিসেম্বর দিল্লি ও হায়দ্রাবাদে শো করবেন অরিজিৎ সিং। সেখানে টিকিটেরই সর্বোচ্চ মূল্য পৌঁছেছে ১৬ লক্ষ টাকায়। আর কলকাতায় নতুন বছরের ফেব্রুয়ারি মাসে শোয়ের জন্য আসছেন তিনি। নিউ টাউনের ইকো পার্কে অনুষ্ঠিত হবে এই কনসার্ট যেখানে সর্বোচ্চ টিকিটের মূল্য পোঁছেছিল ৭৫ হাজার টাকায়।