• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাড়ছে উষ্ণতার পারদ! জেনে নিন কবে বাংলা থেকে গায়েব হচ্ছে শীতকাল : আবহাওয়ার খবর

জানুয়ারির শুরুতেই পাত্তাড়ি গুটিয়ে বিদায় নিয়েছিল শীত (Winter)। যদিও তারপর কদিনের মাথায় ফের ফিরে আসে শীত, এবং ক্রমেই কমতে থাকে উষ্ণতার পারদ। কিন্তু এবার আর শীত ফেরার কোনোরকম চান্সই নেই। ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে উষ্ণতার পারদ, সেইসঙ্গে শীতও নিজের বেডিংপত্র গুছিয়ে ‘আসছে বছর আবার হবে’ বলে বিদায় নেওয়ার পথে রয়েছে।

যদিও হাওয়া অফিস সতর্ক করে জানিয়েছেন, শীত বিদায় নেবে ভেবে এখনি লেপ কম্বল শিকেয় তুলে রাখার দরকার নেই। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি। গতকালের তুলনায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুই উষ্ণতাই কমার সম্ভাবনা রয়েছে। সকালে রৌদ্রজ্জ্বল এবং রাতে আকাশ পরিস্কার থাকতে পারে।

   

তবে তাপমাত্রা বাড়লেও শীত এখনি পুরোপুরি যাচ্ছেনা, বরং যাওয়ার আগে শীতের হাওয়া বঙ্গবাসীকে ভালোরকম ঝাঁকুনি দিতে পারে। তবে রবিবার থেকে তাপমাত্রা একটু একটু করে বাড়তে থাকছে।

শীতের বিদায় ঘন্টা বেজে গিয়েছে। রাজ্যে পশ্চিমি ঝঞ্ঝার প্রবেশ উত্তরে হাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এর জেরেই সোম থেকে বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রার পারদ ৩ থেকে ৪ ডিগ্রি বাড়তে পারে বলে খবর আবহাওয়া সূত্রে। আর শীত বিদায় নিতেই ধীরে ধীরে ঋতুরাজ বসন্ত বাংলায় জায়গা করে নেবে।

দুটো ইনিংস ধরে জোরদার হাড় কাঁপানো শীতের পর এবার ধীরে ধীরে সময় ফুরোচ্ছে শীতের, রাতে এবং সকালের দিক বাদ দিয়ে সারাদিনে শীতের নাচন আগের থেকে বেশ খানিকটা ম্লান হয়েছে।