• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দিনে দুপুরে প্রকাশ্যে ঘুষ নিচ্ছে পুলিশ! নেটপাড়ায় শেয়ার হতেই রেগে বোম নেটিজেনরা, দেখুন ভাইরাল ভিডিও

আজকাল মানুষ আর বোকাটি নেই! যেকোনো ঘটনায় ধীরে ধীরে মুখ খুলতে শিখেছে মানুষ। আবার অনেক সময় সশরীরে না পারলে প্রযুক্তির সাহায্যেই প্রতিবাদ করে ওঠে অন্যায়ের বিরুদ্ধে। রাস্তাঘাটে প্রায় সর্বত্রই অনেকে পুলিশের (Police) অত্যাচার নিয়ে সরব হন। বর্তমান যুগে ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেকেই কোনো বাজে ঘটনার সম্মুখীন হলেই তা ভিডিও করে শেয়ার করেন।  আর সেই ভিডিও ভাইরাল ভিডিও (Viral Video) হতে খুব একটা দেরি লাগে না।

এবার এমনই এক ঘটনার ভিডিও ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। রাস্তাঘাটে যাতে গাড়ি ও যানবাহন সঠিকভাবে সুষ্ঠূ পদ্ধতিতে যাতায়াত করে তার জন্য। কিন্তু বেশিরভাগ সময়েই শোনা যায় পুলিশ  নিজের কাজ তো করছেই না বদলে লোকেদের থেকে অমানবিক ভাবে টাকা আদায় শুরু করেছে।

   

এই ধরণেরই এক ভিডিও সোশ্যাল মিডিয়াতে যেখানে এক কর্মরত পুলিশ অফিসারকে ঘুষ নিতে দেখা যাচ্ছে। ভিডিওতে আরো দেখা যাচ্ছে কনস্টেবল একটি চায়ের দোকানে দাঁড়িয়ে আছেন আর এক ব্যক্তি তাকে টাকা দিচ্ছেন।

ভাইরাল ভিডিও Viral Video Police taking bribe

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশ এর নসরুল্লাগঞ্জ উপজেলা গোপালপুর থানা এলাকায়।  ভিডিওতে যে  ব্যক্তিকে দেখতে পাওয়া যাচ্ছে, সে সুকরাওয়াস থেকে খালি ট্র্যাক্টর ট্রলি নিয়ে ফিরছিল। আর রাস্তায় তাকে ধরে পুলিশ। এরপর ট্রাক্টর খালি থাকা সত্ত্বেও তাকে কেস দেবার ভয় দেখানো হয় সাথে গালাগাল দেওয়া হয়। শেষমেশ মোট ১৫০০০ টাকা ঘুষ নেন ওই পুলিশ, তবেই ছাড়েন ট্রাক্টর ট্রলিটি।

যেমন তা জানা যাচ্ছে ট্রাক্টরের ওই ব্যক্তির নাম ব্রিজেস ও ঘুষ নিতে দেখা যাওয়া পুলিশ হলেন গোপালপুর থানার কনস্টেবল রবীন্দ্র মেহরা। গোটা ঘটনার ভিডিওটি কোনো এক গ্রামবাসী ক্যামেরাবন্দি করে শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে যা দ্রুতগতিতে ভাইরাল হয়ে পরে।