• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পিছু ছাড়ছে না করোনা! করোনা থেকে সুস্থ হতেই আবারও ওমিক্রন ও ডেঙ্গু আক্রান্ত ভিক্টর ব্যানার্জী

প্রায় দুবছরেও বেশ সময় ধরে চলছে করোনা ভাইরাসের প্রভাব। আর টলিপাড়া থেকে কিছুতেই যেন বিদায় নিতে চাইছে না করোনা। প্রথম ঢেউ থেকে দ্বিতীয় ঢেউয়ে একাধিক তারকারা আক্রান্ত হয়েছিলেন। তৃতীয় ঢেউয়েও অনেকেরই হবার খবর মিলেছে। অসুস্থতা কাটিয়ে সবে মাত্র সুস্থ হয়েছিলেন ভিক্টর ব্যানার্জী (Victor Banerjee)। সম্প্রতি আবারও অভিনেতা ভিক্টর ব্যানার্জীর করোনা আক্রান্ত হবার খবর মিলছে।

বিগত ১৩ই ফেব্রুয়ারি জানা যায় প্রবীণ অভিনেতা ভিক্টরবাবু করোনা আক্রান্ত হয়েছেন। করোনার ওমিক্রন ভেরিয়েন্টে আক্রান্ত হয়েছেন তিনি। যেমনটা জানা যাচ্ছে করোনার পাশাপাশি ডেঙ্গু ধরা পড়েছে প্রবীণ অভিনেতার শরীরে। বিগত দুদিন যাবৎ অসুস্থ ছিলেন তিনি। আগের থেকে বেড়েছে জ্বরের পরিমাণ। তবে আপাতত বাড়িতেই চিকিৎসা চলছে অভিনেতার।

   

Victor Banerjee,Tollywood,Omicron,ভিক্টর ব্যানার্জী,ভিক্টর বন্দ্যোপাধ্যায়

চিৎসকদের পরামর্শ মতই ওষুধ খাওয়া থেকে শারীরিক যত্ন নিচ্ছেন তিনি। আগের থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলেই মনে করা হচ্ছে। বিগত ১৩ই ফেব্রুয়ারি অভিনেতার পরিবারের তরফ থেকে খবর মেলে যে তিনি করোনা আক্রান্ত হয়েছেন। সাথে জানা যায় খুব একটা গুরুতর পরিস্থিতি হয়নি তাই আপাতত বাড়িতেই হোম আইসোলেশনে থাকছেন তিনি।

অসুস্থ থাকাকালীনই সত‍্যজিৎ রায়ের নামে নামাঙ্কিত জীবনকৃতি সম্মান প্রদান করার কথা ঘোষনা করা  WBFJA এর তরফ থেকে। তবে অসুস্থতার কারণে সেই তারিখ বদলে ২৮শে ফেব্রুয়ারি করে দেওয়া হয়েছে। এছাড়াও গতমাসেই প্রতিবছরের মত পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকা ঘোষণা করা হয়েছে। সেখানেও নাম রয়েছে ভিক্টর ব্যানার্জীর। ভারতীয় ও আন্তর্জাতিক ছবিতে তাঁর অবদানের  জন্য পদ্মভূষণ দেওয়া হয়েছে তাঁকে।

প্রসঙ্গত, ৭০ এর দশকে অভিনয় জগতে পা রেখেছিলেন অভিনেতা। এরপর একাধিক ছবিতে কাজ করেছেন, নিজের অসাধারণ অভিনয় ক্ষমতার প্রকাশ করেছেন। শুধু যে বাংলা ছবি তা নয়, বাংলার পাশাপাশি হিন্দি এমনকি ইংরেজি ছবিতেও দেখা গিয়েছে তাকে। ভারতে তো বটেই বিদেশেও একাধিক ছবিতে নিজের  অভিনয়ের দক্ষতায় প্রশংসিত হয়েছেন। সত্যজিৎ রায়ের সাথেও কাজ করেছেন তিনি।

‘ঘরে বাইরে’, ‘শতরঞ্জ কি খিলাড়ি’ এর মত ছবিতে তাঁর অভিনয় আজ  স্মরণীয় বাঙালি দর্শকদের মনে। Calcutta Light Opera Group এর  ‘The Desert Song’, থেকে Bombay Theatre  ‘Godspell’  ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ কাজের মধ্যে অন্যতম।