• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পদ্ম সম্মান নিতে গিয়ে ‘অপমানিত’ ভিক্টর বন্দ‍্যোপাধ‍্যায়, দেওয়া হল অভিনেতার ভুল পরিচয়!

প্রতিবছরের মত এবছরও প্রজাতন্ত্র দিবসের দিনে ঘোষণা করা হয়েছিল পদ্ম পুরস্কার প্রাপকদের নামের তালিকা। সেই তালিকাতেই নাম রয়েছে বাংলার অভিনেতা ভিক্টর বন্দ‍্যোপাধ‍্যায় (Victor Banerjee) এর। বিগত রবিবার রাষ্ট্রপতি ভবনে সেই সন্মান তুলে দেওয়া হচ্ছিল প্রাপকদের হাতে। এদিন অভিনেতাকে পদ্ম পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President of India Ram Nath Kovind)। কিন্তু রাষ্ট্রপতির অফিসিয়াল ফেসবুক পেজে ভুল পরিচয় দেওয়া হয় অভিনেতার।

অভিনেতা হয় বরংম উত্তরপ্রদেশের প্রয়াত মুখ‍্যমন্ত্রী কল‍্যাণ সিং হিসাবে পরিচয় দেওয়া হয় অভিনেতার! এদিন মোট ৬১ জনকে পদ্ম সম্মান প্রদান করা হয়েছিল। সেই ৬১ জনের তালিকায় নাম ছিল উত্তরপ্রদেশের প্রয়াত মুখ‍্যমন্ত্রী কল‍্যাণ সিংয়ের। তাকে মরণোত্তর পদ্মা বিভূষণ সম্মানে সম্মানিত করা হয়েছে।

   

Victor Banerjee,President of India,Ram Nath Kovind,Wrong info About Victor Banerjee,Victor Banerjee got Padma Bhushan,ভিক্টর বন্দ্যোপাধ্যায়,রাম নাথ কোবিন্দ,রাষ্ট্রপতি,পদ্ম সন্মান

কিন্তু ফেসবুকের ভেরিফায়েড পেজে মস্ত গন্ডগোল হয়ে গিয়েছে। এদিন ভিক্টর বান্ধোপাধ্যায়ের পরিচয় দিতে হয়ে অভিনেতার ছবি পোস্ট করে লেখা হয়েছে, ‘রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জন সংযোগের জন‍্য শ্রী কল‍্যাণ সিংয়ের (মরণোত্তর) পদ্মবিভূষণ সম্মান প্রদান করছেন। একজন রাজনৈতিক নেতা, সমাজ কর্মী ছাড়াও তিনি পরিচিত ছিলেন একজন প্রবীণ প্রশাসক এবং মাটির কাছাকাছি থাকা নেতা হিসাবে।’

দেশের রাষ্ট্রপতির ফেসবুক পেজে দেওয়া ছবির সাথে এমন একটা ভুল তথ্য মোটেই শোভনীয় নয়। শুধু তাই নয়! প্রায় ১২ ঘন্টারও বেশি সময় ধরেই ভুল তথ্যই দেখা যাচ্ছিলো। পরে অবশ্য সেটা সংশোধন করে দেওয়া হয়েছে।

Victor Banerjee getting Padma Bhushan from President of India Ram Nath Kovind

এরপর সঠিক তথ্য সহ ছবি প্রকাশ করা হয়েছে। কিন্তু কিভাবে এমন একটা ভুল হল তাও আবার দেশের রাষ্ট্রপতির ভেরিফায়েড ফেসবুক পেজে সেটা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় বিভিন্ন মহল। অনেকের মতে এতে বর্ষীয়ান অভিনেতাকে একপ্রকার অসম্মান করা হল। তবে এতবড় একটা ভুল হলেও এপর্যন্ত কিভাবে এই ভুল হল তাঁর কোনো ব্যাখ্যাই মেলেনি।