• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্বাস্থ্য,শিক্ষা ও ব্যবসা এই তিন ধরণের কোর্সর সুবিধা বিনামূল্যে পাবেন Vi গ্রাহকরা

প্রতিযোগিতার বাজারে Vi নিজের গ্রাহকদের জন্য নতুন সমস্ত সুবিধা নিয়ে আসছে। কম খরচে প্ল্যান ঠিক শুরু করে সেলিব্রিটি টক ও আরো অনেক কিছু। আবার প্রতি মঙ্গলবার My  Vi অ্যাপে গ্রাহকদের জন্য থাকে কিছু বিশেষ অফার। Vi Tuesday নাম এই নতুন সুবিধাটি Vi তার গ্রাহকদের জন্য চালু করেছে। এবার নিজেদের অ্যাপ My Vi অ্যাপে একটি নতুন সুবিধা যোগ করল Vi।

বিভিন্ন নামি সংস্থার সাথে গাঁটছড়া বেঁধেছে Vi, যার ফলে সেই সমস্ত সংস্থার সুবিধা গুলি বিনামূল্যে গ্রাহকদের দেবে Vi। সংস্থাগুলির মধ্যে Udemy,upGrad  এর মত শিক্ষামূলক কোম্পানি যেমন রয়েছে তেমনি রয়েছে 1mg, cure.fit এর মত স্বাস্থ্য কোম্পানিগুলি। এমনকি Fiskl ও Hubbler এর মত ব্যবসায়িক কোম্পানি গুলিও রয়েছে। এছাড়াও আরো বহু কোম্পানির সাথে গাঁটছড়া বেঁধেছে Vi।

   

My Vi অ্যাপ খুললেই দেখা যাবে নতুন এই সুবিধার ব্যানার। সেখানে ‘Unlock a better Tomorrow with Vi’ লেখাতে ক্লিক করলেই অফার পেজ হাজিরহবে। Vi এই অফারের  পেজটিকে তিনটি ভাগে ভাগ করেছে যথা স্বাস্থ্য, শিক্ষা ও  ব্যবসায়িক ক্ষেত্র।

প্রথমে জেনে নেওয়া যাক স্বাস্থ্যের বিভাগে কি থাকছে! এই বিভাগে cure.fit এর ২৮ দিনের মেম্বারশিপ দেওয়া হচ্ছে গ্রাহকদের। যার ফলে গ্রাহকেরা নিজের পছন্দের মত ওয়ার্ক আউট ক্লাস নিয়ে শরীরচর্চা করতে পারবেন। সাথে 1mg এর মাধ্যমে ওষুধের কেনাকাটায়  থাকছে ১৭ % ছাড় ও ৫% অতিরিক্ত ক্যাশব্যাক। এছাড়াও MFine এরও মেম্বারশিপ প্রদান করা হচ্ছে গ্রাহকদের।  যা দিয়ে প্রয়োজনে ৩০০০ এরও বেশি ডাক্তারের সাথে পরামর্শ নিতে পারবেন গ্রাহকেরা।

শিক্ষার বিভাগে Udemy এর তরফ থেকে ৬০টি ফ্রি কোর্স দেওয়া হয়েছে। সাথে upGrad এর তরফ থেকে তাদের সমস্ত কোর্সের ওপর দেওয়া হোচ্ছে ১০% ছাড়। এর সাথে Pedagogy অ্যাপের তরফ থেকে ৩০ দিনের JEE ও NEET এর ফ্রী কোর্স থাকছে। ব্যবসায়িক বিভাগেও  কনসালটেন্সি ও ব্যবসার আইডিয়া দেবার মত অ্যাপগুলির মেম্বারশিপ থাকছে। কিছু অ্যাপে ৩০ দিনের জন্য বিনামূল্যে। তো কিছু অ্যাপের ক্ষেত্রে থাকছে ডিসকাউন্ট।