• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অভিনেতা নয়! আজকের সুপারস্টার বরুণ ধাওয়ান হতে চেয়েছিলেন কুস্তিগীর

আজ সমকালীন জনপ্রিয় অভিনেতা বরুণ ধাওয়ানের (Varun Dhawan) জন্মদিন। বরুণ আজ পা দিলেন ৩৪ বছরে। খুব অল্প দিনেই অভিনয়ের দক্ষতায় বলিউডে পাকাপোক্ত জায়গা করে নেওয়া বরুণ তার ছোট্ট কেরিয়ারেই অনেক হিট সিনেমা উপহার দিয়েছেন। তরুণ প্রজন্ম বরুণকে খুবই ভালবাসে।

প্রসঙ্গত, বরুণ মুম্বাইয়ে ২৪ শে এপ্রিল, ১৯৮৭ সালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি বিখ্যাত পরিচালক ডেভিড ধাওয়ানের ছেলে এবং তাঁর বড় ভাইয়ের নাম রোহিত ধাওয়ান। বরুণ নটিংহাম ট্রেন্ট বিশ্ববিদ্যালয়ে ব্যবসা পরিচালনা নিয়েও পড়াশোনা করেন।

   

বরুন ধাওয়ান Varun Dhawan

তবে আজকের জনপ্রিয় অভিনেতা বরুণের ছোট  থেকে মোটেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিলনা৷ বরুণ যখন ছোট ছিলেন তখন কুস্তি পছন্দ করতেন এবং শৈশব থেকেই কুস্তিগীর হতে চেয়েছিলেন তিনি। কিন্তু বাস্তবে তা আর হয়ে ওঠা হয়নি তার।

বরুন ধাওয়ান Varun Dhawan

বলিউডে আসার আগে বরুণ প্রযোজক-পরিচালক করণ জোহরকে ‘মাই নেম ইজ খান’ ছবিতে সহায়তা করেছিলেন বলে জানা গেছে। কুস্তি করা তো আর হলনা অবশেষে বরুণ তার অভিনয় জীবনের শুরু করেছিলেন ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ চলচ্চিত্র দিয়ে।ছবিতে তাঁর সঙ্গে ছিলেন আলিয়া ভাট এবং সিদ্ধার্থ মালহোত্রা এবং তিনটি তারকাই নতুন ছিলেন।

Varun Dhawan,varun Dhawan birthday,wrestler,বরুণ ধাওয়ান,বলিউড,গসিপ,কুস্তিগীর,বরুণ ধাওয়ানের জন্মদিন

ছবিটি সুপারহিট হয়েছিল। ২০১৪ সালে বরুণের দুটি ছবি ‘ম্যায় তেরা হিরো’ এবং ‘হাম্প্টি শর্মা কি দুলহানিয়া’ ছবিটি দুটিই বক্স অফিসে বেশ হিট হয়েছিল। এই চলচ্চিত্রগুলির পরে, তিনি ‘বদলাপুর’ ছবিতে অভিনয় করেছিলেন যা তার অভিনয়ের দক্ষতা অনেক বেশি ফুটিয়ে তুলতে সাহায্য করেছিল।

নাতাশা দালাল বরুণ ধাওয়ান Varun Dhawan Natasha Dalal

বরুণের পছন্দের তারকাদের মধ্যে রয়েছেন সালমান খান এবং গোবিন্দা। ‘এবিসিডি 2’, ‘দিলওয়ালে’, ‘ডিশুম’, অক্টোবরের মতো ছবিতেও অনবদ্য অভিনয় করেছেন বরুণ ধাওয়ান।