• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পকেটে মাত্র ৩০০ টাকা নিয়ে ইন্ডাস্ট্রিতে এসেছিলেন KGF খ্যাত ইয়াশ! আজ তিনি কোটি টাকার মালিক

কেজিএফ : চ্যাপ্টার ১’ (KGF : Chapter 1) দেখার পর থেকে গোটা ভারতের প্রশ্ন ছিল একটাই, কেজিএফের আগামী পর্ব কবে মুক্তি পাবে? অবশেষে দর্শকদের সব প্রশ্নের জবাব দিলেন দক্ষিণী সুপারস্টার ইয়াশ (Yash)। ইয়াশের জন্মদিনেই মুক্তি পেল কেজিএফ-এর দ্বিতীয় পর্বের ট্রেলার। ইয়াশের পাশাপাশি রবিনা ট্যান্ডন (Raveena Tandon) ও সঞ্জয় দত্ত (Sanjay Dutt)-এর উপস্থিতি দর্শকদের আরও আকর্ষিত করেছে। প্রসান্থ নীল (Prasanth Neel) -এর পরিচালনায় ও হম্বল ফিল্মস (Hombale Films) -এর প্রযোজনায় যে কেজিএফের দ্বিতীয় পর্বও বক্সঅফিস কাঁপাতে চলেছে, তার আঁচ এখন থেকেই পাচ্ছেন বলিবোদ্ধারা।

ইয়াশ Yash KGF

   

সারাদেশে এখন একটাই নাম প্রচারিত ইয়াশ (Yash)। ইতিমধ্যেই KGF Chapter 2 এর টিজারের ভিউ ১০০ মিলিয়ন ছুঁয়েছে। এখন তিনি কোটি কোটি টাকার মালিক হলেও একসময় ছাপোষা মধ্যবিত্ত জীবন কাটিয়েছেন ইয়াশ। এত বড় তারকা হওয়া সত্ত্বেও আজও ইয়াশের বাবা বাস চালান।

KGF Yash  ইয়াশ

ইয়াশের আসল নাম নবীন কুমার গৌড়। স্বল্প সময়েই সাফল্যের শীর্ষে পৌঁছেছেন তিনি। ১৯৮৬ সালের ৮ই জানুয়ারি কর্ণাটকের হাসান পরিবারে জন্মগ্রহণ করেন ইয়াশ। ছোট থেকেই অভিনয়ের প্রতি আকর্ষণ ছিল ইয়াশের। পড়াশোনা দিকে কোনোকালেই বিশেষ আগ্রহ ছিলনা অভিনেতার। তবুও বাবার কথা রাখতে পড়াশোনা শেষ করে ইয়াশশ ব্যাঙ্গালুরুতে একটি থিয়েটার দলে যোগ দেন।

KGF Yash  ইয়াশ

এরপর ইয়াশ কর্ণাটক ইন্ডাস্ট্রিতে একে একে বেশ কিছু ছবি করার পর ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত KGF chapter 1 ইয়াশকে জনপ্রিয় করে তোলে। জানা যায় ইয়াশ যখন প্রথম ইন্ডাস্ট্রিতে পা রাখেন তার পকেটে ছিল মাত্র ৩০০ টাকা, কিন্তু আজ তিনি ৩০০ কোটি টাকার বাজেটের সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেন৷ একেকটি ছবির জন্য ইয়াশ প্রায় ১৫ ১৬ কোটি টাকা নেন বলেও খবর।

KGF Yash  ইয়াশ

KGF 2 এর টিজার মুক্তির পর থেকে দর্শকদের মধ্যে ক্রমেই বাড়ছে কৌতুহল। সিনেমাটোগ্রাফির দিক থেকে যেকোনো বলিউডি ছবির ট্রেলারকেই যে দশ গোল দেবে ‘কেজিএফ : চ্যাপ্টার ২’, তা বলাই বাহুল্য। মাত্র ২ মিনিটের ট্রেলারে ইতিমধ্যেই কাঁপছে সোশ্যাল মিডিয়া। আগের থেকেও যে অনেক বৃহৎ আকারে ফিরছে কেজিএফ ফ্র্যাঞ্চাইজি, তা খুবই স্পষ্ট। আর যাই হোক দারিদ্র্যের মাঝে মরবেন না, নিজের মাকে ইয়াশের করা এই শপথবাক্য দিয়ে শুরু হয় ট্রেলার।