• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আমি আমার নিজের বাবাকে নিয়েই খুশি! ‘ড্যাডি’ অভিষেক বিতর্কে সাফ জানালেন তৃণা সাহা

সম্প্রতি টলিউড অভিনেতা অভিষেক চ্যাটার্জি (Abhishek Chatterjee) এর অকাল প্রয়াণের পর থেকেই তার অনস্ক্রিন কন্যা তৃণা সাহার (Trina Saha) পিছু ছাড়ছেনা বিতর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান অভিষেক, আর তারপর থেকেই লাগাতার খবরের শিরোনামে অভিনেতা। বেঁচে থাকতে তাকে নিয়ে এত চর্চা হয়নি, যতটা তাঁর মৃত্যুর পর হচ্ছে। বয়স মাত্র ৫৭ বছর, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে পর্যন্ত পর্দায় দাপিয়ে অভিনয় করে গিয়েছেন তিনি।

মৃত্যুর আগে পর্যন্ত অসুস্থ শরীরেই করছিলেন সিরিয়ালের শুটিং। একই সঙ্গে তিনি অভিনয় করেছিলেন স্টার জলসার জনপ্রিয় দুটি সিরিয়াল ‘মোহর’ এবং ‘খড়কুটো’-তে। এই ‘খড়কুটো’ (Khorkuto)সিরিয়ালের নায়িকা গুনগুন অর্থাৎ অভিনেত্রী তৃনা সাহার (Trina Saha) ‘ড্যাডি’ চরিত্রে অভিনয় করেছিলেন অভিষেক। তবে শুধু সিরিয়ালেই নয় বাস্তবেও তৃণাকে নিজের মেয়ের মতোই স্নেহ করতেন অভিষেক। এই ধারাবাহিকে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অভিষেকের।

   

Trina saha,Abhishek Chatterjee,khorkuto,sanjukta chatterjee,অভিষেক চ্যাটার্জি,তৃণা সাহ

এই সম্পর্কের সুবাদেই অভিনেতার মৃত্যুর পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে তৃণা বলেছিলেন, অভিষেক নিজের মেয়ের মতোই স্নেহ করতেন তাকে, এমনকি অভিনেতা নাকি চাইতেন বড় হয়ে অভিনেতার মেয়ে সাইনা তৃণার মতোই হোক। আর তৃণার এই মন্তব্য শুনেই কার্যত বেজায় চটেছিলেন প্রয়াত অভিনেতার স্ত্রী সংযুক্তা চ্যাটার্জি।

সম্প্রতি অভিষেক চট্টোপাধ্যায়ের শেষ ছবি পঞ্চভুজের ট্রেলার লঞ্চ অনুষ্ঠান ছিল। সেখানেই তাঁর সহ অভিনেতা ও রিল লাইফের ড্যাডির জন্য আসেন তৃণা সাহা। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিষেক চট্টোপাধ্যায়ের স্ত্রী সংযুক্তা ও মেয়ে সাইনা(Saina Chatterjee)। মেয়ে সাইনা ছিল অভিষেকের প্রাণ। আদরের মেয়েকে ভালোবেসে নাম দিয়েছিলেন ডল।

Trina saha,Abhishek Chatterjee,khorkuto,sanjukta chatterjee,অভিষেক চ্যাটার্জি,তৃণা সাহ

এই ঘটনার পরেই সোশ্যাল মিডিয়ায় মেয়ের একেবারে সদ্যোজাত অবস্থায় অভিষেকের সাথে করা একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন সংযুক্তা। সেইসাথে দীর্ঘ পোস্টে অভিষেক পত্নী তৃণার নাম না করেই লেখেন “আমাদের কন্যা ডল, অভিষেক ওকে ভীষণ ভালোবাসত। ডল, যেরকম সেভাবেই ওকে ওর বাবা ভালোবাসত। আমাদের একমাত্র সন্তানকে নিয়ে অভিষেক গর্ব বোধ করত যেভাবে ও ইংরাজী, ফরাসী বলত, অভিষেকের ভালো লাগত। ”

Trina saha,Abhishek Chatterjee,khorkuto,sanjukta chatterjee,অভিষেক চ্যাটার্জি,তৃণা সাহtrina

পুরো ব্যাপারাটা বাজে দিকে যাচ্ছে দেখে অবশেষে মুখ খুললেন তৃণা। তার মতে, তার বক্তব্যকে সম্পূর্ণ ভুল ভাবে দেখাচ্ছে সংবাদ মাধ্যম। এছাড়াও তিনি সাফ জানিয়েছেন, কাউকে আঘাত করা তার উদ্দেশ্য ছিলনা, এবং তিনি তার বাবা এবং শ্বশুর মশাইকে নিয়েও যথেষ্ট খুশি। বলাই বাহুল্য অভিষেক পত্নীকেই নাম না করে তোপ দেগেছেন তৃণা।