• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জ্যাস থেকে দীপা, দর্শকদের বিচারে কে হল ২০২২ এর বাংলা সিরিয়ালের সেরা ডেবিউ তারকা? রইল তালিকা

বাঙালি দর্শকদের কাছে বিনোদন মানে সবার আগে আসে ধারাবাহিকের (Bengali Mega Serial) নাম। সম্প্রতিকালে একাধিক নতুন সিরিয়াল শুরু হয়েছে। এমনকি চেনে তারকারা তো বটেই একাধিক নতুন অভিনেতা অভিনেত্রীরাও অল্প সময়েই মন জিতে নিয়েছেন সকলের। চলুন আজ আপনাদের এবছরের এমন ৫ তারকাদের সাথে পরিচয় করিয়ে দিই যারা নতুন হলেও দর্শকদের প্রিয় হয়ে সেরা ডেবিউ তারকার তালিকায় নিজেদের নাম তুলে ফেলেছেন।

অঙ্কিতা মল্লিক (Ankita Mallick) : জি বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল জগদ্ধাত্রী। বিগত কয়েক সপ্তাহ ধরে TRP তালিকাতেও নিজেকে সেরা প্রমাণ করেছে। এটাই অভিনেত্রী অঙ্কিতা মল্লিকের প্রথম সিরিয়াল। আর শুরুতেই বাজিমাত করে বেঙ্গল টপারের মুকুট উঠেছে তাঁর মাথায়।

   

বেস্ট সিরিয়াল ডেবিউ,স্বস্তিকা ঘোষ,স্বস্তিক ঘোষ,বাংলা মেগা সিরিয়াল,Megha Daw,Swastika ghosh,Swastik Ghosh,Ankita Mallick,Rahul Gangopadhyay,Pilu,Jagaddhatri,Anurager Chowa,Bengali Mega Serial,TRP,Serial Actress

স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh) : ষ্টার জলসার জনপ্রিয় সিরিয়াল অনুরাগের ছোঁয়া। গল্পে দীপা-সূর্য থেকে তাদের দুই যমজ মেয়ে সোনা-রুপার কাহিনী মন কেড়ে নিয়েছে সকলের। জানলে অবাক হবেন এটাই দীপা অভিনেত্রী স্বস্তিকার প্রথম সিরিয়াল নায়িকা হিসাবে। এর আগে অবশ্য পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।

Tv actress who played mother's role in bengali serial

মেঘা দাঁ (Megha Dawn) : একসময় ডান্স রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’ এর দৌলতে জনপ্রিয়তা পেয়েছিলেন মেঘা। এরপর বিনোদনের দুনিয়ায় পা রাখেন ‘পিলু’ সিরিয়ালের মাধ্যমে। যদিও ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে পিলু, তবে উত্তর চব্বিশ পরগনার মেয়ে মেঘা কিন্তু দর্শকদের হৃদয়ে নিজের জায়গা তৈরী করে ফেলেছে ঠিকই।

Pilu fame actress Megha Daw is making a comeback to the television

স্বস্তিক ঘোষ (Swastik Ghosh) : সিরিয়ালের নায়িকা থাকলেও নায়ক না হলে ঠিক জমে না। টেলি পাড়ায় একাধিক নায়ক রয়েছে ঠিকই তবে এবছর আরও এক নতুন হিরো বেশ পপুলার হয়েছেন। হ্যাঁ ঠিকই ধরেছেন জি বাংলার ‘উড়ন তুবড়ি’ ধারাবাহিকের অর্জুন অভিনেতা স্বস্তিক ঘোষের কথাই বলছি। এটাই তাঁর প্রথম সিরিয়াল, আর তাতেই বাজিমাত করেছেন তিনি।

Swastik Ghosh

রাহুল গঙ্গোপাধ্যায় (Rahul Ganguly) : কালার্স বাংলা চ্যানেলের পপুলার একটি সিরিয়াল ‘ইন্দ্রানী’। এই ধারাবাহিকের মধ্যে দিয়ে অভিনয়ের জগতে পা রেখেছেন অভিনেতা রাহুল গঙ্গোপাধ্যায়। যেমন হ্যান্ডসাম দেখতে তেমনি দারুণ অভিনয়। সব মিলিয়ে ইতিমধ্যেই দুর্দান্ত জনপ্রিয় হয়ে গিয়েছেন তিনি।