• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘ক্যুইন’ না ‘ড্রামা ক্যুইন!’ কঙ্গনা বিতর্কের রেশ টলিপাড়াতেও, এবার মুখ খুললেন অনির্বাণ, পার্ণো, নুসরাতরা

সুশান্তসিং রাজপুতের মৃত্যুর পর থেকেই একাধিক বিষয়ে সোচ্চার হয়েছেন কঙ্গনা, জড়িয়েছেন নানাবিধ বিতর্কে। তার বক্তব্য ঘিরে বেশ কয়েকদিন ধরেই উত্তাল বলিউড পাড়া। কারোর কাছে তিনি ‘ঝাঁসির রানি’র মতোই লড়াকু, কারোর কাছে কেবলই ‘ড্রামা ক্যুইন’। এবার এই কঙ্গনা বিতর্কের রেশ এসে পড়ল টলি পাড়াতেও। একে একে মুখ খুললেন যিশু, আবির, পার্ণো, নুসরতের মতো তাবড়-তাবড় টলি তারকারা। উঠে এলো মিশ্র প্রতিক্রিয়া, জেনে নিন কী বলছেন তারা!

সামাজিক মাধ্যমে সকলেরই নিজস্ব মত প্রকাশের স্বাধীনতা আছে : আবির চট্টোপাধ্যায়

   

কঙ্গনা প্রসঙ্গে জনপ্রিয় টলিউড অভিনেতা আবির চট্টোপাধ্যায় জানান, সোশ্যাল মিডিয়ায় যেকোনোও ব্যক্তিরই নিজস্ব মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। কিন্তু লক্ষ্য রাখতে হবে এত মতামতের ভিড়ে আসল সমস্যা গুলো যেন চাপা না পড়ে যায়। আশঙ্কা একটাই এত কোলাহলে সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে।

কঙ্গনাকে ‘ড্রামা ক্যুইন’ বলব না : পার্ণো মিত্র

কঙ্গনাকে ‘ড্রামা ক্যুইন’ বলতে নারাজ অভিনেত্রী পার্ণো মিত্র। আবিরের কথার রেশ ধরেই তিনি জানান প্রতিটা মানুষেরই মত প্রকাশের স্বাধীনতা আছে, যা কারোর কাছে পছন্দের, কারোর কাছে নয়।

অভিনেত্রী ছাড়া অন্য কিছু ভাবতে চাইনা : গার্গী রায়চৌধুরী

বিতর্কে একটুও গা না ভাসিয়ে কঙ্গনাকে কেবলমাত্র অভিনেত্রী হিসেবেই দেখতে চান গার্গী রায়চৌধুরী। তার বক্তব্য, অভিনেত্রী হিসাবে আমি কঙ্গনাকে আমার আরেকজন কলিগ হিসাবেই দেখতে চাই। উনি যুক্তিবাদী, না ভাববাদী, আমি ভাবতে রাজি নই।

কঙ্গনা রানাউত এখানে কেবল ‘মোহরা’ মাত্র : নুসরাত জাহান

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী তথা বসিরহাটের সাংসদ নুসরাত জাহানেত মতে, অভিনেত্রী কঙ্গনা রানাউত এখানে কেবল ‘মোহরা’ মাত্র। বেকারত্ব, GDP, সীমান্তে চিন-সমস‌্যা থেকে নজর সরাতেই এই বিতর্ক। ওঁনার সমস্যাগুলো আমার কাছে জাতীয় পর্যায়ের গুরুত্ব হিসেবে মনে হয়না।

শিল্পের অস্তিত্ব এই দেশে প্রবল সঙ্কটে : অনির্বাণ ভট্টাচার্য

কঙ্গনা প্রসঙ্গে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য জানান,
কঙ্গনাকে গত দু’সপ্তাহে আমি দেখতে পেলাম, সেটা থেকে পরিষ্কার যে শিল্পের অস্তিত্ব এই দেশে এখন প্রবল সংকটে। এছাড়া গণতান্ত্রিক দেশে তাঁর নিজস্ব মতামত প্রকাশের স্বাধীনতা রয়েছে, তাই তিনি কাকে সমর্থন করবেন কাকে করবেন না সেটি সম্পূর্ণই তার সিদ্ধান্ত। তবে, যে দেশে শিল্প বা শিল্পীদের এমন অবস্থায় পড়তে হয় সেই দেশের ভবিষ‌্যৎ নিয়ে আমার মনে প্রশ্ন আছে।

কঙ্গনাকে আপন খেয়ালে চলা একটা মানুষ বলে মনে হয় : রুদ্রনীল ঘোষ

কঙ্গনাকে আপন খেয়ালে চলা একজন মানুষ বলে মনে করেন রুদ্রনীল। তিনি জানান, আমরা সব মানুষকে এক-একটা ধরনের ফরম‌্যাটে ফেলতে ভালবাসি। উনি ফরম‌্যাটের বাইরের একটা মানুষ। নিজস্ব ধরনে কথা বলেন, সেটা ঠিক হোক বা ভুল। ওঁর কয়েকটা মতের সঙ্গে আমার মেলে, আবার কয়েকটার সঙ্গে মেলে না।