• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফের টলিউডে শোকের ছাড়া! চলে গেলেন বিখ্যাত অভিনেতা ইন্দ্রজিৎ দেব

২০২০ সালের শেষের দিক থেকেই একেরপর এক নক্ষত্রহারা হয়েছে টলিউড (Tollywood)। ছেড়ে গেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, মনু মুখোপাধ্যায়। এবার প্রয়াত হলেন অভিনেতা ইন্দ্রজিৎ দেব (Indrajit Deb)। শনিবার ভোর রাতে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর, অভিনেতার প্রয়াণের খবরে শোকস্তব্ধ গোটা বিনোদন জগত।

‘তেরো পার্বণ’ ধারাবাহিকে গোরার দাদার চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন ইন্দ্রজিৎ দেব। এরপর একাধিক ধারাবাহিক, সিনেমায় অভিনয় করেন অভিনেতা। টলি সূত্রে খবর, এক মাস আগেও দেখা গিয়েছিল অভিনেতাকে। জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছেন অভিনেতা, এছাড়াও সিওপিডি রোগী ছিলেন তিনি। শনিবার হঠাৎ ঘুমের মধ্যেই চিরনিন্দ্রায় চলে যান অভিনেতা।

   

অভিনেতার প্রয়াণে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী একটি লম্বা পোস্টে নস্টালজিয়ায় ভেসে গিয়ে লেখেন, সেই ছোট্টবেলায় আলাপ। কত আদর, কত বায়না, কত গল্প। শুটিং-এ গিয়ে ভয় করতো না, অসুবিধা হতো না, অস্বস্তি হতো না কোনো। তোমার মতো কয়েকজন আশেপাশে থাকতে বলে। বাবা মাও নিশ্চিন্তে থাকতেন। সব সময় সঙ্গে যেতেনও না। জানতেন, তোমরা আছো। চিন্তার কিছু নেই। প্রথমে একটু দুর থেকে দেখতাম, পরে খুব কাছ থেকে- ভালো মানুষ, ভদ্র পুরুষ, ট্রু জেন্টলম্যান কাকে বলে। তুমিই প্রথম শিখিয়েছিলে, “টুম্পা, কথায় কথায় শিট বলিস না, বলতে নেই। ওটা ভালো শব্দ নয়। খারাপ লাগা অন্য ভাবে প্রকাশ কর। চারিপাশের সব কিছু শিখতে নেই। শুধু ভালোগুলো নিবি। খারাপগুলো বর্জ্ন করবি।”

সুদীপ্তা আরও লিখেছেন, “স্মার্ট চেহারা, পরিষ্কার উচ্চারণ, এভারস্মাইলিং ফেস। আর দেখা হবে না গুলাই কাকু? রেস্ট ইন পিস। ” এই পোস্টের নীচে কমেন্ট করে অভিনেতা সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, অভিনেত্রী অঞ্জনা বসু সহ অনেকেই। ইন্দ্রজিৎ রায় ‘তেরো পার্বণ’ ছাড়াও সন্দীপ রায় পরিচালিত ফেলুদা টেলিফিল্ম সিরিজ এবং সত্যজিৎর গপ্পো সিরিজ এ অভিনয় করেন। তার প্রয়াণে থমথমে গোটা টলিপাড়া।