• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মৃত মালিক ফিরে আসবে! প্রতিদিন চার্চে গিয়ে অপেক্ষা করছে পোষ্য টমি 

মানুষের মতোন তো তাদেরও প্রাণ আছে, তাহলে মায়া-মমতা কেন থাকবে না? অবশ্যই আছে, বরং মানুষের চেয়ে অনেকটাই বেশি আছে। শুধু নেই তা বলার ক্ষমতা, তবে তা বহিঃপ্রকাশের ক্ষমতা রয়েছে হাজার গুন বেশি।

Tommy

   

আর এই কথা গুলোই যেন প্রমাণ দিচ্ছে ইতালির এই পোষ্য কুকুর (Dog)। চার্চের (Church) আশেপাশে কোনো কুকুরকে দেখা মূলত বিশেষ কিছু নয়। তবে কেন ভাইরাল হচ্ছে এই পোষ্যের গল্প? একটি সাত বছর বয়সী জার্মান শেফার্ড (German Shepperd), নাম টমি। প্রতিদিনই সে চার্চে গিয়ে বসে থাকেন, প্রার্থনা শোনেন এক দৃষ্টিতে। আবার সেখান থেকে বেরিয়ে আসেন। পরের দিন আবারও টমি চার্চে যায়।

Tommy

চার্চে উপস্থিত থাকা সকলেই এখন অবগত যে টমি এখানে আসবেই। তবে কেন আসে টমি রোজ চার্চে? এ বিষয়ে একটি সংবাদমাধ্যমের তরফে জানা গেছে, একদম ছোট্ট সময়ে টমিকে উদ্ধার করে, নিজের পোষ্য করে তোলেন মারিয়া মার্গারিতা লোচি। কাজেই তার সাথেই দিন কাটত টমির।

Tommy

ধীরে ধীরে টমি বড়ো হয়, আর তার চলার পথে মারিয়া ছাড়া আর কাউকেই সে চায় না। তবে বিগত কয়েক মাস ধরে মারিয়াকে দেখতে পাচ্ছে না টমি, আর মারিয়াকে শেষবারের মতোন টমি দেখেছিল এই চার্চে। যখন মারিয়ার শেষকৃত্যে করা হচ্ছিল। কিন্তু টমি মানতে পারছে না, যে মারিয়া আর ফিরবে না। আর তাই মারিয়া ফিরে আসবে সেই আশাতেই চার্চে গিয়ে বসে থাকছে টমি।