• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শেয়ার করা যাবে মিউজিক প্লেলিস্ট! একাধিক আকর্ষণীয় নতুন ফিচার নিয়ে হাজির Telegram

চ্যাটিং সফটওয়্যার হিসাবে টেলিগ্রাম (Telegram) বেশ জনপ্রিয়। হোয়াটসাপের পরে টেলিগ্রামের ব্যবহারকারীর সংখ্যা নিতান্ত কম নয়। টেলিগ্রামে বড় ফাইল গুলিও খুব সহজেই আদান প্রদান করা যায়। যেটা হোয়াটস্যাপ বা অন্য চ্যাটিং অ্যাপে সম্ভব নয়। এককথায় বড় ফাইলের আদান প্রদানের ক্ষেত্রে টেলিগ্রামের বিকল্প নেই। এবার এই চ্যাটিং অ্যাপটি নতুন কিছু আপডেটেড ফিচার নিয়ে হাজির হল।

টেলিগ্রাম গতকাল অর্থাৎ ৩১ শে অক্টোবর একটি আপডেট এনেছে। যাতে একাধিক আকর্ষণীয় নতুন ফিচার নিয়ে এসেছে টেলিগ্রাম। টেলিগ্রামে আপনি চাইলে একটিও মেসেজকে পিন করে রেখে দিতে পারতেন, এবার এক নয়  একাধিক মেসেজ পিন করে রেখে দিতে পারবেন চাইলে। যার ফলে ওয়ান টু ওয়ান চ্যাটের ক্ষেত্রে পিন করা মেসেজ গুলি একটি আলাদা পেজে সর্বদাই দেখাবে। চ্যাটের ওপরে ডানদিকে একটি বাটনে ক্লিক করলেই এই পিন মেসেজ গুলি সহজেই দেখতে পাবেন।

   

তাছাড়া এবার থেকে টেলিগ্রামে আপনি আপনার মিউজিক প্লেলিস্ট শেয়ার করতে পারবেন আপনার কন্ট্যাক্টদের সাথে। সাথে আপনার পাঠানো অডিও ফাইলগুলি একসাথে একই প্লে লিস্টে দেখাবে। যার ফলে কোনো একটি নির্দিষ্ট চ্যাটের অডিও অপরকে শেয়ার করতে সুবিধা হবে।

নতুন আপডেটের সাথে টেলিগ্রামে অন্তর্ভুক্ত হয়েছে লাইভ লোকেশন ২.০। যার সাহায্যে আপনি নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারবেন খুব সহজেই। এমনকি আপনি নির্দিষ্ঠ স্থানের কাছে চলে এলেই টেলিগ্রাম আপনাকে এলার্ট করে দেবে। সাথে যদি কোনো ব্যক্তির সাথে আপনার লাইভ লোকেশন শেয়ার করেন সেক্ষেত্রে আপনার গন্তব্যের অভিমুখ দেখতে পাবেন সেই ব্যক্তি যাকে লোকেশন শেয়ার করা হয়েছে।

এই তিনটি ফিচার ছাড়াও আরো একটি আকর্ষণীয় ফিচার এনেছে টেলিগ্রাম। এই ফিচারটি হল Post Stats, এর মাধ্যমে গ্রুপের অ্যাডমিন কোনো মেসেজ কতবার শেয়ার করা হয়েছে তার পরিসংখ্যান পেয়ে যাবেন। এই সমস্ত ফিচারের সাথে টেলিগ্রামে এসেছে হলোউইন আপডেট। যার ফলে স্পেশাল হ্যালোইন অ্যানিমেশন ও ইমোজি যোগ হয়েছে টেলিগ্রামে।