• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আর লাগবে না গৃহশিক্ষক! পঞ্চম শ্রেণি পর্যন্ত শিশুকে পড়াবে রোবট

ছোট্ট শিশুরা খেলাধুলার ক্ষেত্রে যতটা মনোযোগী, ঠিক ততটাই অমনোযোগী পড়াশোনার ক্ষেত্রে। ছোট্ট শিশুদের অ, আ, ক, খ শেখাতে রীতিমত যুদ্ধ করতে হয় কিছু সময়। তবে, এবার এই মুশকিল আসান করতে হাজির হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি। হ্যাঁ, ঠিকই শুনেছেন এবার শিশুদের পড়াশোনার দায়িত্ব নেবে প্রযুক্তি (Technology)। অবাক হচ্ছেন! তাহলে বলি, আসলে এটা সম্ভব হবে ছোট্ট একটা রোবট (Robot) এডুবটের (Edubot) দ্বারা। এই রোবট প্রযুক্তিতে নার্সারি থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত সমস্ত বইয়ের তথ্য থাকবে। আর বাংলা ইংরেজি দুটি ভাষাতেই বাচ্চাদের নানান বিষয়ে শিক্ষা দিতে সক্ষম এই রোবট। শুধুমাত্র মুখে জিজ্ঞাসা করলেই অ, আ, ক, খ থেকে শুরু করে A B C D বলতে পারবে এই রোবট।

Education Robot Edubot

   

এই রোবটের সাহায্যে খেলার মাধ্যমেই বাচ্চারা প্রাথমিক শিক্ষা পেতে পারবে খুব সহজেই। আবার শুধু যে পড়াশোনা শেখাতে পারে তাই নয়, মাঝে মধ্যেই গান বাজনা সমেত নাচতেও পারবে এই রোবট। যাতে খেলতে খেলতেই শিখতে পারে ছোট্ট শিশুরা। সাথে রোবটটি ভয়েস অ্যানালিসিসও করতে পারে। ফলে কোনো অঙ্কের সমাধান জানতে চাইলে তা নির্ভুল ভাবে করে উত্তর দিতে  সক্ষম এই এডুবট রোবট।

তাহলে আপনিও যদি চান আপনার বাচ্চারা খেলা ধুলার মধ্যে দিয়ে প্রাথমিক শিক্ষা লাভ করুক তাহলে অর্ডার করতে পারেন এই রোবটটি। তবে, আশা করা যাচ্ছে যত দিন এগোবে ততই আরো অত্যাধুনিক প্রযুক্তির সাথে উন্নত হবে এই রোবট। আরও নতুন নতুন ফাংশন যোগ হবে এই এডুবট রোবটে।