• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কঠিন অসুখের চিকিৎসা খরচ কোটি টাকা! ৩ বছরের শিশুকে বাঁচাতে সাহায্যের আর্তি স্বস্তিকার

আমাদের দেখে এমন অনেক বাচ্চা রয়েছে যারা কঠিক রোগের সাথে প্রতিনিয়ত লড়াই করে চলেছে বেঁচে থাকার তাগিদে। এমনই এক তিন বছরের শিশু হল আয়াংশ গুপ্তা (Ayaansh Gupta)। ইতিমধ্যেই  সোশ্যাল মিডিয়াতে অনেকেই হয়তো আয়াংশকে দেখেছেন। কারণ হায়দ্রাবাদের আয়াংশের বাবা মা যোগেশ গুপ্তা ও রুপাল গুপ্তা প্রতিদিন ছেলের প্রাণ বাঁচানোর জন্য সাহায্যের আবেদন রেখেছেন সোশ্যাল মিডিয়াতে।

জন্মের পর মাত্র ছয় মাস বয়স থেকেই কঠিন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছোট্ট আয়াংশ। জন্মের কয়েক মাস পর থেকেই মাংসপেশি কাজ করে না আয়াংশের। জটিল এক জেনেটিক রোগে স্পাইনাল মাসকুলার অ্যাট্রপিতে (SMA) আক্রান্ত সে। যার কারণে ঘাড়ের মাংসপেশি থেকে শুরু করে মাথা নাড়ানো কোনোটাই নিয়ন্ত্রণে নেই তার।

   

আয়াংশ গুপ্তা,Ayaansh Gupta,Swastika Mukherjee,স্বস্তিকা মুখার্জী,টলিউড,tollywood,Swastika wants help for ayaansh,Ayaansh fights SMA

বিরল ও জটিল এই রোগের চিকিৎসার খরচ শুনলেই অনেকে পিছিয়ে আসেন। এমনকি ধরেই নেন যে রোগীকে হয়তো বাঁচানো সম্ভব নয়, যেকারণে এই রোগে আক্রান্ত অধিকাংশ ছেলে মেয়েরাই মারা যায়। এই রোগের চিকিৎসা সম্ভব জোলগেনসমা নামের একটি ওষুধের দ্বারা। এই ওষুধ তৈরী করে ইউরোপিয়ান একটি সংস্থা যার নাম নোভারটিস। ভারতীয় মুদ্রায় এই ওষুধের দাম ১৬ কোটি টাকা।

এত বড় একটা অঙ্কের টাকার প্রয়োজন জেনেও হাল ছাড়েননি আয়াংশের বাবা মা। ছেলেকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন হায়দ্রাবাদের এই দম্পতি। সন্তানকে বাঁচাতে সোশ্যাল মিডিয়াতে থেকে শুরু করে কোনো জায়গা বাকি রাখেননি তারা সাহায্যের জন্য। ইতিমধ্যেই ১০ কোটি টাকা জোগাড় করতে পেরেছেন তারা। কিন্তু এখনো বাকি রয়েছে ৬ কোটি টাকা।

হয়তো সেটাও জোগাড় করতে পেরে যাবেন তারা। কিন্তু দুঃখের কথা এই যে এই বাকি ৬ কোটি টাকার জন্য তাদের কাছে সময় রয়েছে এক মাসেরও কম। এই সময়ের মধ্যে বাকি টাকা জোগাড় না করতে পারলে প্রাণ হারাবে ৩ বছরের ছোট্ট আয়াংশ। এমন কঠিক পরিস্থিতিতে আয়াংশের পাশে দাঁড়িয়েছেন টলিউডের স্বস্তিকা মুখার্জী।

নিজের ইনস্টাগ্রামে একটি  ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। ভিডিও শেয়ার করে স্বস্তিকা লিখেছেন, ‘পোষ্টটা করার আগে বহুবার লিখেছি আর মুছেছি। দয়া করে এই ছোট্ট প্রান্তিকে বাঁচান। সবাই নিজের সাধ্যমত দান করুন আয়াংশের জন্য। ওর হাতে একমাসেরও কম সময় রয়েছে’। অভিনেত্রীর এই মানবিক প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন নেটিজেনরা। অনেকেই নিজেদের সাধ্যমত সাহায্যের কথা জানিয়েছেন পোস্টের কমেন্টে।