• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘না বুঝে কাউকে আঘাত করলে দুঃখিত’, সুইগি বিতর্কে অবশেষে ক্ষমা চাইলেন রান্নাঘরের সুদীপা

সোশ্যাল মিডিয়াতে হামেশাই কিছু না কিছুই নিয়ে আলোচনা চলছেই। তবে বিগত কয়েকদিন ধরে জি বাংলার রান্নাঘর অভিনেত্রী সুদীপা চ্যাটার্জীকে (Sudipa Chatterjee) নিয়ে তুমুল চর্চা ও সমালোচনা চলছে। যার মূলে অভিনেত্রীর করা একটি পোস্ট। অনলাইনে খাবার করার পর ডেলিভারি বয়দের (Swiggy Delivery Boy) নিয়ে একটি পোস্ট করেছিলেন অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে। যেখানে তিনি লিখেছিলেন, আমি শুধু জানতে চাই সুইগির একজন ডেলিভারি বয়ও ফোন না করে কেন গন্তব্যে পৌঁছাতে পারে না? ফোন করে কেন বলবে, ‘আমি আসছি আপনি গেটটা খুলুন’ আমি কি দারোয়ান যে গেট খুলব?’

নিজের মন্তব্যের জেরে সমালোচনার শুরু হলে পোস্টটি মুছেও দেন অভিনেত্রী। কিন্তু ততক্ষণে সেই স্ক্রিনশট ভাইরাল হয়ে পড়েছে সর্বত্র। অভিনেত্রীকে অহংকারী, অভদ্র বলে কটাক্ষ শুরু করেন নেটিজেনদের অনেকেই। এমনকি টলিউডের তারকাদের থেকেও খোঁচা খেতে হয়েছে তাকে। শ্রীলেখা মিত্র থেকে অরিত্র দত্ত বণিক অভিনেত্রীর অহংকারী আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।

   

Sudipa Chatterjee Swiggy Controversy

তবে এবার বিতর্কে ইতি টানতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্ষমা চাইলেন অভিনেত্রী। এদিন একটি চিঠির আকারে সুদীপা জানিয়েছেন, আমি যেটা বলতে চেয়েছি সেটা কেউ বুঝতেই পারেননি। একজন দরিদ্র ডেলিভারি বয়কে কেন অপমান করতে যাব আমি? কল করবেন না অপশন সিলেক্ট করার পরেও কল আসে কোনো না কোনো বাহানায়।’

সুদীপা চ্যাটার্জী Sudipa Chatterjee

এরপর তিনি আরও বলেন, ‘এত ঘৃণা আসে কোথা থেকে জানেন? হতাশা থেকে, যেটা মব লিঞ্চিং হিসেবে কাজ করে। লেখা না পরেই নিজের মন্তব্য চাপিয়ে দেন। এসব করে একটা ২ মিনিটের আনন্দ ও খ্যাতি মেলে। কিন্তু এটা এও বুঝিয়ে দেয় যে আপনি কোন পরিবেশ থেকে এসেছেন’।

 

View this post on Instagram

 

A post shared by Sudipa Chatterjee (@sudiparrannaghor)

তারপর বলেন, ‘ আশা করছি আমি যেটা বলতে চাইছি বোঝাতে পেরেছি। যদি আমার কথায় কাউকে আঘাত করে থাকি তাহলে দুঃখিত। ইচ্ছাকৃত ভাবে করিনি। মা আসছেন, তাই চলুন একসাথে অশুভ শক্তির বিনাশ গড়িয়ে শান্তিতে পুজোয় মেতে উঠি’।

প্রসঙ্গত, সংবাদ মাধ্যমকে এই প্রসঙ্গে সুদীপা জানিয়েছিলেন, ‘আগেকার দিনে যখন জিপিএস ন্যাভিগেশন থাকতো না তখনও পোস্ট মাস্টাররা ঠিকই বাড়ি খুঁজে চলে আসতেন। অথচ এখন ‘Avoid Calling’ লেখা থাকলেও ফোন করতেই থাকেন ডেলিভারি এজেন্টরা’।