• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মোহর ভক্তদের জন্য দারুন খবর, সোলাঙ্কি নয় ষ্টার জলসার ‘মহিষাসুরমর্দিনী’ হচ্ছেন সোনামণি সাহা!

বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো। প্রতিবছর দুর্গাপুজোয় জমজমাট হয়ে ওঠে জি বাংলা থেকে স্টার জলসার চ্যানেলগুলো। তবে পুজোর আগে আসে মহালয়া আর মহালয়া মানেই মহিষাসুরমর্দিনী। মহালয়ার বিশেষ প্রোগ্রামে সিরিয়ালের তারকাদের বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দিকে অজয়।

প্রত্যেক বছরের ন্যায় এবছরেও স্টার জলসা পরিবারের মহিষাসুরমর্দিনী নিয়ে দর্শকদের উন্মাদনার কমতি নেই। কে হতে চলেছে এই বছরের মহিষাসুরমর্দিনী? এই প্রশ্ন সকলের মনেই উঠে গিয়েছে। নানা জল্পনা কল্পনার মধ্যে কিছুদিন আগেই উঠেছিল ‘গাঁটছড়া’ সিরিয়ালের খড়িই নাকি হবে এই বারের মহিষাসুরমর্দিনী!

   

Star Jalsha,Mahalaya,Mohisasurmordini,Sonamoni Saha,Gatchora,Khori,Solanki Roy,গাঁটছড়া,মোহর,মহিষাসুরমর্দিনী,দূর্গা,মহালয়া,সোনামণি সাহা,শোলাঙ্কি রায়

‘গাঁটছড়া’র নিয়মিত দর্শকদের হয়ত একটি দৃশ্য নিশ্চয়ই মনে আছে? কুণাল-বনিকে বাঁচাতে প্রায় দশভুজার মতোই শত্রুবিনাশে নেমেছিল খড়ি। খড়িকে ওই অবতারে  দেখেই অনুরাগীদের দাবি, স্টার জলসার এবারের মহালয়ায় ‘মহিষাসুরমর্দিনী’ হতে চলেছেন সোলাঙ্কি রায়। নিমেষের মধ্যেই ছড়িয়ে পর এখবর। চ্যানেল কর্তৃপক্ষও খবরটি সত্যি বলেও  দাবি জানায়। পরে সেই অনুযায়ী তাঁরা সোলাঙ্কিকে এই চরিত্রের জন্য বেছে নেওয়া হয়।

কিন্তু হঠাৎ বদলে যায় খবর! পরিবর্তীত হয় সেই মহিষাসুরমর্দিনীর চরিত্র। এখন কানাঘুষোয় শোনা যাচ্ছে, শোলাঙ্কি নয়, সোনামণি সাহাকে সম্ভবত দেখা যাবে মহিষাসুরমর্দিনী রূপে। শোলাঙ্কি ধরা দেবে দেবীর একটি বিশেষ “রূপ” হিসেবে।
এই বিষয়ে সোনামণির জানান, তিনিও খবরটি শুনেছেন। কিন্তু চ্যানেলের তরফ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি এছাড়াও তাঁকে কিছুই জানানো হয়নি।  তাই তিনি বিষয়টি নিয়ে অবগত নন।

Sonamoni Saha Mohor actress

মোহর অভিনেত্রীই ‘মহিষাসুরমর্দিনী’ কি না সেই বিষয়ে কোনো মন্তব্যই করেননি তিনি। তবে খবর সত্যি হলে মোহর ভক্তরা যে আক্ষরিক অর্থেই আহ্লাদে আটখানা হবেন সেটা বলাই যায়। সোনামণির কথায়, ‘‘দেবী দুর্গা রূপে এই প্রথম ছোটপর্দার মহালয়ায় অংশ নেব। ভাবতেই গায়ে কাঁটা দিচ্ছে। তবে দেবীর কোন ভূমিকায় অভিনয় করব সেটা এখনও জানি না।’’

প্রসঙ্গত, টলিপাড়ায় কিন্তু এ বিষয়ে বেশ কিছু আলোচনা শোনা যাচ্ছে। অনেকের মন্তব্য ‘গাঁটছড়া’ সিরিয়ালের ক্ষতি হবে ভেবেই পরিচালক সোলাঙ্কিকে মহিষাসুরমর্দিনী থেকে বাদ দেওয়ার কথা জানিয়েছে। এদিকে আপাতত টিম ‘গাঁটছড়া’  মধুচন্দ্রিমা পর্ব শ্যুটে ব্যস্ত। তাই হয়তো হটাৎ করেই এমন সিদ্ধান্ত বদল।